কলকাতা, 7 মার্চ: আনুষ্ঠানিকভাবে আজই বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিতে বিজেপির ফোন গিয়েছিল রাজ্যের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের কাছেও ৷ এমনটাই জানিয়েছেন খোদ চিকিৎসকই ৷ তবে বিজেপির এই অনুরোধে সাড়া দেননি তিনি ৷ রাজনীতিতে এখনই যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন কুণাল সরকার ৷
বিশিষ্ট চিকিৎসক বলেন, "আমার কাছে বিজেপির ফোন এসেছিল । আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি বাধিত । কিন্তু আমি এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছি না ।" কেন রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবচ্ছেন না, সেটাও স্পষ্ট করেন কুণাল । তাঁর কথায়, "আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ ৷ আমি এখন এই পরিচয় নিয়েই থাকতে চাই । চিকিৎসক হওয়ার সূত্রে আমার হাতে খুব একটা সময় থাকে না । যদিওবা সময় পেয়ে থাকি তাও রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছি না । আনুগত্যতা আমার ঠিক আসে না । কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত হিংস্র এবং ক্ষমতার পিছনে ছোটা আকার হয়ে দাঁড়িয়েছে ।"
এই রাজনীতিতেই থাকতে চান না হৃদরোগ বিশেষজ্ঞ । তাঁর বক্তব্য, "আমার মতে সামাজিক এবং সামগ্রিক সমস্যাগুলি নিয়ে কথা বলা বেশি জরুরি । এর সঙ্গে চিকিৎসক হিসেবে আমার অভিজ্ঞতা মানুষের জন্য কাজে লাগাতে পারলেই খুশি ।"
লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে একের পর এক চমক আনছে বিজেপি । কৌস্তুভ বাগচী, তাপস রায় থেকে শুরু করে আজ বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সূত্রের খবর, সেই চমকের আরেক নাম হওয়ার সম্ভাবনা ছিল কুণাল সরকারের । যোগদান নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে ফোন যায় চিকিৎসকের কাছে । এমনকী প্রার্থী করার কথাও বলা হয় তাঁকে । কিন্তু তাতে রাজি হননি চিকিৎসক।
পাশপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগ নিয়েও অসন্তুষ্ট কুণাল সরকার । এ বিষয়ে তিনি বলেন, "অভিজিৎবাবু ব্যক্তিগতভাবে যা ইচ্ছা করতে পারেন । কিন্তু পশ্চিমবঙ্গে এখন গঙ্গোপাধ্যায়দের নিয়ে একটা বিভ্রাট তৈরি হয়েছে । তাঁদের মতিগতি খুব একটা বোঝা যাচ্ছে না । কিন্তু বিচারপতিদের সমাজের সাধারণ মানুষের থেকে আলাদা করে 'মহামান্য' বলে আখ্যায়িত করা হয় । কারণ তাদের মূল্যবোধ এবং স্থান সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা হয় । যে মানুষটা ইস্তফা দেওয়ার 48 ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন, সেখান থেকে বোঝা যাচ্ছে ওই মানুষটি রায় রাজনৈতিকভাবে অনুপ্রাণিত । তাহলে এই মহামান্যর কি মূল্য দেখা গেল ।"
আরও পড়ুন: