কলকাতা, 9 এপ্রিল: চলতি সপ্তাহেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন যোগ্য চাকরিহারারা ৷ কিন্তু, তার আগেই রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযান কেন ? কেন সরকারের উপর ভরসা রাখতে পারছেন না যোগ্যরা ? বুধবার কসবা ডিআই অফিসের ঘটনা নিয়ে চাকরিহারাদের এভাবেই তুলোধনা করলেন শিক্ষামন্ত্রী ৷ সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, আলোচনা আর ধ্বংসাত্মক আন্দোলন একসঙ্গে দু’টো চলতে পারে না ৷
উল্লেখ্য, সপ্তাহের শেষের দিকে যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি দলের শিক্ষামন্ত্রী, এসএসসি-র চেয়ারম্যান-সহ শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা ৷ তার আগে এদিন রণক্ষেত্র হয়ে উঠল কসবা ডিআই অফিস ৷ পুলিশের বিরুদ্ধে চাকরিহারাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে ৷ এমনকি এক চাকরিহারা শিক্ষককে লাথি মারতে দেখা গিয়েছে ৷ যে ঘটনা সঠিক ছিল না-বলে মন্তব্য করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷
তবে, যোগ্য চাকরিহারাদের এই আন্দোলনে বেজায় ক্ষুব্ধ ব্রাত্য বসু ৷ তাঁর বক্তব্য, "ওঁরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন ৷ আর একইসঙ্গে একটা ধংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন ৷ দু’টো তো একসঙ্গে হতে পারে না ৷ কিন্তু, ওরা যে আন্দোলনই করুক, আমরা বসব ৷ আমরা সাহায্য করব বলে বদ্ধপরিকর ৷"
এ দিন বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করেছে পুলিশ ৷ পাশাপাশি, লাঠিচার্জও করা হয়েছে ৷ যা নিয়ে পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেই প্রশ্ন তুলতে শোনা গেল শিক্ষামন্ত্রীকে ৷ তিনি বলেন, "ডিআই অফিসে গিয়েছিলেন কেন ? প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে ৷ ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক সেটা একদিক থেকে সত্যি ৷ আবার এটাও সত্যি মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকের পর, তাঁদের নেতৃস্থানীয়ের সঙ্গে আমার বৈঠক হয়েছে ৷ আমরা বলেছি, সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কীভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায়, সে ব্যাপারে একটা সুরাহার পথ দ্রুত বার করব ৷"
এরপরই শিক্ষামন্ত্রী, যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকের কথাও জানান ৷ তিনি বলেন, "ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ৷ তারিখও ঠিক হয়ে গিয়েছে, এই সপ্তাহেই ওরা আসবেন ৷ শুধু আমি একা নই, এসএসসি-র চেয়ারম্যান থাকবেন, পুরো কমিটি থাকবে, আমার বিভাগীয় সচিব থাকবেন ৷ ওদের সঙ্গে বসে একটা সুরাহা বের করার কথা বা ওদের বেসিক দাবিগুলো শোনার কথা ৷"
কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখন, বেতন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সবাইকে স্কুলে ফেরার কথা বলেছেন ৷ কিন্তু স্কুলে গেলেও বেতন হাতে পাবেন কি চাকরিহারা যোগ্য শিক্ষকরা ? তাঁরা অভিযোগ করেছেন, ডিআই অফিস থেকে বেতন বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে ৷
ব্রাত্য বসু বলেন, "আমরা বারবার বলছি পোর্টাল আপডেট করব ৷ মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনও স্কুলে কোনও টার্মিনেশন লেটার নেই ৷ কোথাও বেতন বন্ধের কথা বলা হয়েছে, আমি অন্তত জানি না ৷ তাহলে আশঙ্কা করছেন ৷ ওঁরা আশঙ্কা করছেন, নিশ্চয়তা রাখতে পারছেন না ৷ যে কোনও একটা মনোভাবে থাকা উচিত ৷ হয় আশঙ্কা করুন, আন্দোলন করুন, বলুন যে এই সরকারের সঙ্গে আলোচনা চাই না, সরকার যা পারে করুক ৷ তারপরেও বলছি, ওঁরা যেকোনও পন্থা নিতে পারেন ৷ আমরা শান্তপথে, আইনিপথে, মানবিক পথে, ওদের সহায়তা করতে বদ্ধপরিকর ৷"