ETV Bharat / state

প্রাতঃভ্রমণে লাঠি হাতে ফের বেলাগাম দিলীপ! নাম না-করে অভিষেককে 'চোর' বলে কটাক্ষ - Lok Sabha Election 2024

Dilip Ghosh Slams Abhishek Banerjee: মঙ্গলবার সাতসকালে ডান্ডা হাতে দেখা গেল দিলীপ ঘোষকে ৷ তিনি বেরিয়েছেন প্রাতঃভ্রমণে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে তিনি এদিন বলেন, "চোর যতই চেঁচিয়ে কথা বলুক তাঁর কথা কেউ বিশ্বাস করবে না। আগে উনি নিজেকে নিরপরাধী প্রমাণ করুন। তারপর কথা বলবেন।"

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 9:38 AM IST

Updated : Apr 9, 2024, 11:49 AM IST

Dilip Ghosh Slams Abhishek Banerjee
Dilip Ghosh Slams Abhishek Banerjee
নাম না-করে অভিষেককে 'চোর' বলে কটাক্ষ

দুর্গাপুর, 9 এপ্রিল: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক বেলাগাম মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ ৷ যার জন্য বারবার খবরের শিরোনামে চলে এসেছেন। সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড়ে দিলীপ ঘোষের 'চা-চক্রে' তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী-সমর্থকের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার দিলীপ ঘোষকে দেখা যায় দুর্গাপুরের এ-জোন মেজর পার্কে আজ প্রাতঃভ্রমণে বেরোতে। সেখানেই নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'চোর' বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷

এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জনসংযোগের পর সেলফি তোলেন। এদিন সাতসকালে তাঁকে ডান্ডা হাতে দেখা যায় ৷ এই বিষয়ে তিনি বলেন, "রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই ডান্ডা দেখে যদি কোনও কাজ হয়, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে।" এনআইএ'র কর্তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের অভিযোগ করতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যারা একসময় রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে গালিগালাজ করত তারাই ৷ এখন কাকা ও মেসোমশাইদের কাছে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন প্রক্রিয়া চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান ছেড়ে এখন প্রায় রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এই করতে করতে দেখবেন নির্বাচন পেরিয়ে গিয়েছে।"

নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় এজেন্সি যেখানে যাচ্ছে সেখানে টাকা, সোনা, গয়না সমস্ত অপরাধের প্রমাণ নিয়ে বেরোচ্ছে। মানুষ তো তা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় এজেন্সি যা করছে ঠিক করছে।" ঠাকুরবাড়িতে কোন্দল প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "ঠাকুর বাড়িকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ধর্মীয় সংগঠনের সমস্যা হলে তা মেটাতে নিজেদের কমিটি আছে, ভক্তবৃন্দরা আছে। সেখানে নাক গলানোর কী আছে?"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে বলেন, "চোর যতই চেঁচিয়ে কথা বলুক তাঁর কথা কেউ বিশ্বাস করবে না। আগে উনি নিজেকে নিরপরাধী প্রমাণ করুন। তারপর কথা বলবেন।"

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে দিলীপ ঘোষের চা-চক্রে উত্তেজনার জেরে পুলিশে অভিযোগ তৃণমূল-বিজেপির
  2. 'পাবলিক তাড়া করে জামা কাপড় খুলে নেবে', ঘেরাও ইস্যুতে কুণালকে হুঁশিয়ারি দিলীপের
  3. দিলীপকে 'গো-ব্যাক' স্লোগান, দুর্গাপুরে হাতাহাতি তৃণমূল-বিজেপি সমর্থকদের

নাম না-করে অভিষেককে 'চোর' বলে কটাক্ষ

দুর্গাপুর, 9 এপ্রিল: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক বেলাগাম মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ ৷ যার জন্য বারবার খবরের শিরোনামে চলে এসেছেন। সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড়ে দিলীপ ঘোষের 'চা-চক্রে' তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী-সমর্থকের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার দিলীপ ঘোষকে দেখা যায় দুর্গাপুরের এ-জোন মেজর পার্কে আজ প্রাতঃভ্রমণে বেরোতে। সেখানেই নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'চোর' বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷

এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জনসংযোগের পর সেলফি তোলেন। এদিন সাতসকালে তাঁকে ডান্ডা হাতে দেখা যায় ৷ এই বিষয়ে তিনি বলেন, "রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই ডান্ডা দেখে যদি কোনও কাজ হয়, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে।" এনআইএ'র কর্তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের অভিযোগ করতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যারা একসময় রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে গালিগালাজ করত তারাই ৷ এখন কাকা ও মেসোমশাইদের কাছে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন প্রক্রিয়া চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান ছেড়ে এখন প্রায় রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এই করতে করতে দেখবেন নির্বাচন পেরিয়ে গিয়েছে।"

নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় এজেন্সি যেখানে যাচ্ছে সেখানে টাকা, সোনা, গয়না সমস্ত অপরাধের প্রমাণ নিয়ে বেরোচ্ছে। মানুষ তো তা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় এজেন্সি যা করছে ঠিক করছে।" ঠাকুরবাড়িতে কোন্দল প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "ঠাকুর বাড়িকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ধর্মীয় সংগঠনের সমস্যা হলে তা মেটাতে নিজেদের কমিটি আছে, ভক্তবৃন্দরা আছে। সেখানে নাক গলানোর কী আছে?"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে বলেন, "চোর যতই চেঁচিয়ে কথা বলুক তাঁর কথা কেউ বিশ্বাস করবে না। আগে উনি নিজেকে নিরপরাধী প্রমাণ করুন। তারপর কথা বলবেন।"

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে দিলীপ ঘোষের চা-চক্রে উত্তেজনার জেরে পুলিশে অভিযোগ তৃণমূল-বিজেপির
  2. 'পাবলিক তাড়া করে জামা কাপড় খুলে নেবে', ঘেরাও ইস্যুতে কুণালকে হুঁশিয়ারি দিলীপের
  3. দিলীপকে 'গো-ব্যাক' স্লোগান, দুর্গাপুরে হাতাহাতি তৃণমূল-বিজেপি সমর্থকদের
Last Updated : Apr 9, 2024, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.