জলপাইগুড়ি, 9 মার্চ: উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ জল্পেশ। প্রতি বছরের মতো এই বছরও শিব চতুর্দশীতে জল্পেশ মন্দিরে ভিড় ছিল চোখে পরার মত । যত রাত বেড়েছে পুণ্যার্থীদের ঢল নেমেছ ৷ এদিন শিব চর্তুদর্শী উপলক্ষ্যে জল্পেশে মেলাও বসেছে ৷ মন্দিরকেও সাজানো হয়েছে আলোক মালায় ৷ শুক্রবার এই মেলায় উদ্বোধন করেছেন আদিবাসী অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক। এই মেলা চলবে 24 তারিখ পর্যন্ত।
শিব চতুর্দশী উপলক্ষ্যে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয় জল্পেশ মন্দিরে ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷ শিবরাত্রির তিথি শুক্রবার রাত থেকে শুরু হয়ে গিয়েছে ৷ তাই পুণ্যার্থীরাও আগের রাত থেকে মন্দিরে ভিড় জমিয়েছেন ৷ পুণ্যার্থীদের ভিড় সামলাতে ও মন্দিরের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। শনিবারও শিবরাত্রির তিথি থাকায় ব্যপক ভিড়ের সম্ভাবনা আছে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ ৷ শিব পুজোর পাশপাশি মেলাতেও ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা ৷
নিরাপত্তা ব্য়বস্থা জোরদার করতে জল্পেশ মন্দির সংলগ্ম ময়নাগুড়ির ইন্দিরা মোড়ে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানানো হয়েছে । ময়নাগুড়ির থানার পক্ষ থেকে কড়া নজরদারি চলছে । জল্পেশ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বসানো হয়েছে সিসিটিভি ৷ যেকোন অসুবিধায় জল্পেশে আসা পুণ্যার্থীরা ময়নাগুড়ি থানা ছাড়াও মন্দিরের পুলিশ ক্যাম্পে যোগাযোগ করতে পারবেন। ফলে জল্পেশে আসা পুণ্যার্থীদের যেমন সুবিধা হবে, মন্দিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হয়েছে ৷
জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্র দেব বলেন, "আমরা পুণ্যার্থীদের জন্য সব রকমের সুবিধা রেখেছি। এবার প্রথম আমরা পরীক্ষামূলক ভাবে সেন্সর গেট লাগিয়েছি । 50 জন পুণ্যার্থী একবারে ঢুকতে পারেবে । এই নির্দিষ্ট সংখ্যাক পুণ্যার্থী হয়ে গেলই গেট বন্ধ হয়ে যাবে। 150 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।"
আরও পড়ুন: