ক্যানিং, 8 সেপ্টেম্বর: রবিবার সকালে ভয়াবহ আগুন শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং সেকশনের ঘুটিয়ারি শরিফ স্টেশনে ৷ সকালে সাড়ে 10টা নাগাদ ডাউন লাইনে 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি গুমটি দোকানে প্রথম আগুন ধরে ৷ সেখান থেকেই দাবানলের মতো আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে দমকল পৌঁছেছে ৷
জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ ঘুটিয়ারি শরিফ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ফুটওভার ব্রিজের পাশে থাকা একটি দোকান থেকে হঠাৎই কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্মে আগুনের শিখা দেখা দেয় ৷ সেই আগুন দ্রুত প্ল্যাটফর্মের আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে ৷ ঘটনার জেরে প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ জানা গিয়েছে, সেই সময় ডাউন লাইনে ক্যানিং লোকাল ঢোকার কথা ছিল ৷ ফলে প্ল্যাটফর্মে যাত্রীরা ছিলেন ৷ তবে, রবিবার হওয়ায় ভিড় ততটা ছিল না ৷
কিন্তু, এই ঘটনায় 5-7টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে ৷ তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রওনা দেয় ৷ আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ দমকলের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, দোকানগুলির পিছনে ঘন জঙ্গল ও আগাছায় ভরা ৷ ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়লে তা, পাশে থাকা ঘুটিয়ারি শরিফ বাজারেও ছড়িয়ে পড়তে পারে ৷ সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷
সূত্রের খবর, প্ল্যাটফর্মে থাকা বিদ্যুতের তারে আগুন ধরে গিয়েছে ৷ ফলে স্টেশন ও ওভারহেডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ এমনকি আগুন একনম্বর প্ল্যাটফর্মে থাকা টিকিট কাউন্টারে ছড়িয়ে পড়ার পরিস্থিতিও তৈরি হয় ৷ আপাতত, ক্যানিংয়ের ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷