ETV Bharat / state

প্রাথমিকে 32 হাজার চাকরি বাতিলের মামলার দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে - PRIMARY TEACHERS JOB CANCELLATION

32 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল আদালত ৷ এবার এই মামলার দ্রুত শুনানির আবেদন জানালেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 16, 2025 at 4:32 PM IST

2 Min Read

কলকাতা, 16 এপ্রিল: প্রাথমিকে 32 হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির জন্য হাইকোর্টে আবেদন জানালেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শোনার আবেদন করা হয়েছে মামলাকারীদের একাংশের তরফে ৷

তাঁদের বক্তব্য, এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে ৷ তার ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷ তাই দ্রুত শুনানির ব্যবস্থার দাবি জানানো হয় ৷ এই বিষয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বক্তব্য, "মামলার বাকি সবপক্ষকে নোটিস দিতে হবে ৷ একই সঙ্গে মামলার বাকি সবপক্ষকে শুনানির দিন ঠিক করার জন্য আদালতে আবেদন করতে হবে ৷ না-হলে একপক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে ৷"

আদালতের পরামর্শ অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা মামলাকারীদের ৷ গত 7 এপ্রিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল ৷ কিন্তু তিনি মামলাটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ৷

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ 32 হাজার নিয়োগ বেআইনি চিহ্নিত করে বাতিল করার পর প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ৷ পরে বিচারপতি সৌমেন সেন সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন ৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি এই মামলাটি থেকে সরে দাঁড়ান ৷

2016 সালে প্রায় 42 হাজার 942 জন শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ কিন্তু নিয়োগে একাধিক গলদ রয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন সুপর্ণা নস্কর নামে এক প্রার্থী-সহ প্রায় 140 জন ৷ সেই মামলাতে 2023 সালের 12 মে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ৷ পরে ওই বছরেরই 19 মে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বিচারপতির বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে ৷

কলকাতা, 16 এপ্রিল: প্রাথমিকে 32 হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির জন্য হাইকোর্টে আবেদন জানালেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শোনার আবেদন করা হয়েছে মামলাকারীদের একাংশের তরফে ৷

তাঁদের বক্তব্য, এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে ৷ তার ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷ তাই দ্রুত শুনানির ব্যবস্থার দাবি জানানো হয় ৷ এই বিষয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বক্তব্য, "মামলার বাকি সবপক্ষকে নোটিস দিতে হবে ৷ একই সঙ্গে মামলার বাকি সবপক্ষকে শুনানির দিন ঠিক করার জন্য আদালতে আবেদন করতে হবে ৷ না-হলে একপক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে ৷"

আদালতের পরামর্শ অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা মামলাকারীদের ৷ গত 7 এপ্রিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল ৷ কিন্তু তিনি মামলাটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ৷

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ 32 হাজার নিয়োগ বেআইনি চিহ্নিত করে বাতিল করার পর প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ৷ পরে বিচারপতি সৌমেন সেন সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন ৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি এই মামলাটি থেকে সরে দাঁড়ান ৷

2016 সালে প্রায় 42 হাজার 942 জন শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ কিন্তু নিয়োগে একাধিক গলদ রয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন সুপর্ণা নস্কর নামে এক প্রার্থী-সহ প্রায় 140 জন ৷ সেই মামলাতে 2023 সালের 12 মে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ৷ পরে ওই বছরেরই 19 মে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বিচারপতির বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.