ETV Bharat / state

নিউ মার্কেটে হকার নিয়ন্ত্রণ করা গিয়েছে ! দাবি দেবাশিস কুমারের, সহমত নয় ইউনিয়ন - HAWKERS IN NEW MARKET

পুলিশের ভূমিকাতে নাখুশ হকার ইউনিয়ন নেতৃত্ব ৷ তাঁদের দাবি, পুলিশের অসহযোগিতার জন্যই নিউ মার্কেটে ব্ল্যাক টপে নতুন করে বসে যাচ্ছে কিছু অবৈধ হকার ।

hawkers
কলকাতা পুরনিগমে টাউন ভেন্ডিং কমিটির বৈঠক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 5, 2025 at 1:11 PM IST

3 Min Read

কলকাতা, 5 জুন: নিউ মার্কেটে ব্ল্যাক টপ বা পিচ রাস্তার দখল নেওয়া বেআইনি হকারদের অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে ৷ এমনটাই দাবি করলেন টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও হকার পুনর্বাসন বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার । যদিও এই দাবি মানতে নারাজ হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ । পালটা তিনি কাঠগড়ায় তুললেন পুলিশকে ।

বুধবার কলকাতা পুরনিগমে টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠক ছিল । তাতে আলোচ্য বিষয় ছিল, নিউ মার্কেট বেআইনি হকার, বেশকিছু আদালতের মামলা ও হকারদের পরিচয়পত্র দান । বৈঠকে যোগদান করেন মেয়র ফিরহাদ হাকিম । ওইদিন পুরনিগমের কনফারেন্স হলে টিভিসি সদস্য-সহ কমিটির চেয়ারম্যান ধবল জৈন এবং কো-চেয়ারম্যান দেবাশিস কুমারও বৈঠকে উপস্থিত ছিলেন ।

নিউ মার্কেটে হকার নিয়ন্ত্রণ করা গিয়েছে ! দাবি দেবাশিস কুমারের (ইটিভি ভারত)

বৈঠকে বিশেষ করে নিউ মার্কেটে অবৈধ হকার নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান দেবাশিস কুমার । এদিন তিনি বলেন, "নিউ মার্কেট অঞ্চলে কোথাও কোনও জায়গায় ব্ল্যাক টপে হকার বসা যাবে না । তবে যাঁদের ব্ল্যাক টপ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাঁদের পুনর্বাসন দেওয়ার জন্য টাউন ভেন্ডিং কমিটির হকার ইউনিয়নের নেতৃত্বদের বিকল্প জায়গা খুঁজে দিতে বলা হয়েছে ।" তাঁর দাবি, "কলকাতা পুলিশ হকার নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত রকমের সহযোগিতা করছে । নিউ মার্কেটের বেআইনি হকার নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে মনে করছি ।"

যদিও দেবাশিস কুমারের এই বক্তব্যকে সমর্থন করলেন না টাউন ভেন্ডিং কমিটির সদস্য ও হকার সংগ্রাম কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ । তাঁর পালটা দাবি, "পুলিশের অসহযোগিতার জন্যই ব্ল্যাক টপে নতুন করে বসে যাচ্ছে কিছু অবৈধ হকার । পুলিশ চাইলে নতুন করে কোনও হকার ব্ল্যাক টপে বসতে পারে না । তাই আমরা আবার এদিনের বৈঠকে হকারদের শংসাপত্র দেওয়া নিয়ে সওয়াল করেছি ।"

টাউন ভেন্ডিং কমিটির আর এক সদস্য এবং হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা বলেন, "নিউ মার্কেট অঞ্চলে অনেক বৈধ হকার আছে যাদের এখনও পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়নি । অথচ তাঁদের নাম বৈধ তালিকায় রয়েছে । এই রকম প্রায় 56 জন মোবাইল হকারের তালিকা মেয়রকে দেওয়া হয়েছে । এছাড়া ওয়ার্ড নম্বর 45-এর এনএস রোডে 36 জন হকারকে পুনর্বাসন দেওয়ার তালিকা মেয়রের কাছে দেওয়া হয়েছিল ।"

সেই তালিকা মেয়র গ্রহণ করেছেন বলে জানালেন অসিত সাহা । তিনি আরও জানান, আগামিদিনে হকারদের স্বার্থরক্ষায় খুব শীঘ্রই তাঁদের সংশাপত্র দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে টিভিসি । কিন্তু দীর্ঘদিন ধরেই সেই সমস্যার সমাধান না হওয়ায় এখনও হকারদের মধ্যে রয়েছে অনিশ্চয়তা । কারণ দীর্ঘদিন ধরে হকারদের পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া জট পাকিয়ে রয়েছে ।

কলকাতা, 5 জুন: নিউ মার্কেটে ব্ল্যাক টপ বা পিচ রাস্তার দখল নেওয়া বেআইনি হকারদের অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে ৷ এমনটাই দাবি করলেন টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও হকার পুনর্বাসন বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার । যদিও এই দাবি মানতে নারাজ হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ । পালটা তিনি কাঠগড়ায় তুললেন পুলিশকে ।

বুধবার কলকাতা পুরনিগমে টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠক ছিল । তাতে আলোচ্য বিষয় ছিল, নিউ মার্কেট বেআইনি হকার, বেশকিছু আদালতের মামলা ও হকারদের পরিচয়পত্র দান । বৈঠকে যোগদান করেন মেয়র ফিরহাদ হাকিম । ওইদিন পুরনিগমের কনফারেন্স হলে টিভিসি সদস্য-সহ কমিটির চেয়ারম্যান ধবল জৈন এবং কো-চেয়ারম্যান দেবাশিস কুমারও বৈঠকে উপস্থিত ছিলেন ।

নিউ মার্কেটে হকার নিয়ন্ত্রণ করা গিয়েছে ! দাবি দেবাশিস কুমারের (ইটিভি ভারত)

বৈঠকে বিশেষ করে নিউ মার্কেটে অবৈধ হকার নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান দেবাশিস কুমার । এদিন তিনি বলেন, "নিউ মার্কেট অঞ্চলে কোথাও কোনও জায়গায় ব্ল্যাক টপে হকার বসা যাবে না । তবে যাঁদের ব্ল্যাক টপ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাঁদের পুনর্বাসন দেওয়ার জন্য টাউন ভেন্ডিং কমিটির হকার ইউনিয়নের নেতৃত্বদের বিকল্প জায়গা খুঁজে দিতে বলা হয়েছে ।" তাঁর দাবি, "কলকাতা পুলিশ হকার নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত রকমের সহযোগিতা করছে । নিউ মার্কেটের বেআইনি হকার নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে মনে করছি ।"

যদিও দেবাশিস কুমারের এই বক্তব্যকে সমর্থন করলেন না টাউন ভেন্ডিং কমিটির সদস্য ও হকার সংগ্রাম কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ । তাঁর পালটা দাবি, "পুলিশের অসহযোগিতার জন্যই ব্ল্যাক টপে নতুন করে বসে যাচ্ছে কিছু অবৈধ হকার । পুলিশ চাইলে নতুন করে কোনও হকার ব্ল্যাক টপে বসতে পারে না । তাই আমরা আবার এদিনের বৈঠকে হকারদের শংসাপত্র দেওয়া নিয়ে সওয়াল করেছি ।"

টাউন ভেন্ডিং কমিটির আর এক সদস্য এবং হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা বলেন, "নিউ মার্কেট অঞ্চলে অনেক বৈধ হকার আছে যাদের এখনও পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়নি । অথচ তাঁদের নাম বৈধ তালিকায় রয়েছে । এই রকম প্রায় 56 জন মোবাইল হকারের তালিকা মেয়রকে দেওয়া হয়েছে । এছাড়া ওয়ার্ড নম্বর 45-এর এনএস রোডে 36 জন হকারকে পুনর্বাসন দেওয়ার তালিকা মেয়রের কাছে দেওয়া হয়েছিল ।"

সেই তালিকা মেয়র গ্রহণ করেছেন বলে জানালেন অসিত সাহা । তিনি আরও জানান, আগামিদিনে হকারদের স্বার্থরক্ষায় খুব শীঘ্রই তাঁদের সংশাপত্র দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে টিভিসি । কিন্তু দীর্ঘদিন ধরেই সেই সমস্যার সমাধান না হওয়ায় এখনও হকারদের মধ্যে রয়েছে অনিশ্চয়তা । কারণ দীর্ঘদিন ধরে হকারদের পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া জট পাকিয়ে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.