ETV Bharat / state

শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধ, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা - RAIL BLOCKADE IN SEALDAH

সংরক্ষিত মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকেই শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করা হয় ৷ এর ফলে অফিস টাইমে চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের ৷

rail blockade in Sealdah
শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 16, 2025 at 11:38 AM IST

3 Min Read

মথুরাপুর, 16 এপ্রিল: বাংলায় নতুন বছরের শুরুতেই ট্রেন অবরোধ ৷ বুধবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর, কাকদ্বীপ থেকে দক্ষিণ বারাসত স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা ৷ মূলত মহিলাদের জন্য সংরক্ষিত কামরা বাড়ানোর প্রতিবাদ এবং পাশাপাশি ট্রেন বৃ্দ্ধির দাবিতে তাঁরা এই অবরোধ করেন ৷ যার ফলে দিনের ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের ৷

ট্রেন অবরোধের জেরে এদিন শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনগুলি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল আটটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা । এর ফলে কাকদ্বীপ, নামখানা, লক্ষীকান্তপুর, জয়নগরের মতোন কিছু গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় । ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অসুবিধার সম্মুখীন হতে হয় বাকি নিত্যযাত্রীদের । কারণ, নববর্ষের ছুটির পর আজ থেকে স্কুল, কলেজ থেকে অফিস খুলেছে ৷ কিন্তু, এদিনই রেল অবরোধের জেরে সকলের গন্তব্যে পৌঁছতে দেরি হয় ৷

ট্রেন অবরোধের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা (ইটিভি ভারত)

আন্দোলনকারীদের দাবি, শিয়ালদা দক্ষিণ শাখার এই সমস্ত লাইনে লোকাল ট্রেনের সংখ্যা অনেকটাই কম এবং সম্প্রতি রেলের কিছু সাধারণ বগিকে মহিলা কামরা হিসাবে সংরক্ষণ করা হয়েছে । এর ফলে সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা । কারণ, দিনের ব্যস্ত সময়ে এমনিতেই ভিড় থাকে ট্রেনে ৷ তাতে ট্রেন কম ৷ তাই বাধ্য হয়েই তাঁদের মহিলা কামরায় মাঝে মধ্যে উঠে পড়তে হচ্ছে ৷ এর ফলে রেল পুলিশ জরিমানাও করছে ৷ তাই তাঁরা রেল অবরোধ করে নিজেদের দাবিগুলি তুলে ধরেন ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন অবরোধ শুরু হয় মূলত কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে । ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশপাশের স্টেশনেও । স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা । ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন । তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ কোন যুক্তিতে 12 বগির মধ্যে এতগুলি কামরা মহিলাদের জন্য সংরক্ষিত করে রাখছেন? নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই রয়েছে ৷ কিন্তু, তার জন্য সাধারণ যাত্রীদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না ।

rail blockade in Sealdah
সংরক্ষিত মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ (নিজস্ব ছবি)

অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে । সেই কারণেই তাদের জন্য বাড়তি কামরার ব্যবস্থা করা হয়েছে । তবে পুরুষ যাত্রীদের দাবি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়েছে বিক্ষোভস্থলগুলিতে ।

নিত্যযাত্রী অনিরুদ্ধ বলেন, "12 বগির ট্রেনে আগে যেখানে দুটি মহিলা কামরা থাকত । বর্তমানে তা বাড়িয়ে চারটি করা হয়েছে । তার সঙ্গেই রয়েছে দুটি ভেন্ডার কামরা । ফলে মোট ছ'টি কামরা সাধারণ পুরুষ যাত্রীদের জন্য থাকছে । মাত্র ওই ছ'টি কামরায় লক্ষ লক্ষ যাত্রী কীভাবে যাতায়াত করবে প্রতিদিন? কর্মস্থলে পৌঁছনো, ট্রেন ধরার সময়সূচি সব ভেস্তে যাচ্ছে । এর সঙ্গে ট্রেন বাড়াতে হবে এবং জেনারেল বগি বৃদ্ধি করতে হবে ৷"

এই সমস্যা দূর করার দাবিতে বুধবার সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন দক্ষিণ 24 পরগনার একাধিক স্টেশনের যাত্রীরা । তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে । তবে রেল কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন । তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে ।

এদিকে, রেল অবরোধের জেরে গোটা দক্ষিণ 24 পরগনার বহু অফিস-আদালত, বাজার ও স্কুলে উপস্থিতি কমেছে । বহু মানুষ কাজ বা জরুরি প্রয়োজনে শহরে আসতে পারেননি । নিত্যযাত্রীদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা ।

রেল পুলিশের দাবি, বিভিন্ন স্টেশনে পুলিশ রয়েছে ৷ তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে ৷ দ্রুত অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে ৷

মথুরাপুর, 16 এপ্রিল: বাংলায় নতুন বছরের শুরুতেই ট্রেন অবরোধ ৷ বুধবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর, কাকদ্বীপ থেকে দক্ষিণ বারাসত স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা ৷ মূলত মহিলাদের জন্য সংরক্ষিত কামরা বাড়ানোর প্রতিবাদ এবং পাশাপাশি ট্রেন বৃ্দ্ধির দাবিতে তাঁরা এই অবরোধ করেন ৷ যার ফলে দিনের ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের ৷

ট্রেন অবরোধের জেরে এদিন শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনগুলি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল আটটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা । এর ফলে কাকদ্বীপ, নামখানা, লক্ষীকান্তপুর, জয়নগরের মতোন কিছু গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় । ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অসুবিধার সম্মুখীন হতে হয় বাকি নিত্যযাত্রীদের । কারণ, নববর্ষের ছুটির পর আজ থেকে স্কুল, কলেজ থেকে অফিস খুলেছে ৷ কিন্তু, এদিনই রেল অবরোধের জেরে সকলের গন্তব্যে পৌঁছতে দেরি হয় ৷

ট্রেন অবরোধের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা (ইটিভি ভারত)

আন্দোলনকারীদের দাবি, শিয়ালদা দক্ষিণ শাখার এই সমস্ত লাইনে লোকাল ট্রেনের সংখ্যা অনেকটাই কম এবং সম্প্রতি রেলের কিছু সাধারণ বগিকে মহিলা কামরা হিসাবে সংরক্ষণ করা হয়েছে । এর ফলে সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা । কারণ, দিনের ব্যস্ত সময়ে এমনিতেই ভিড় থাকে ট্রেনে ৷ তাতে ট্রেন কম ৷ তাই বাধ্য হয়েই তাঁদের মহিলা কামরায় মাঝে মধ্যে উঠে পড়তে হচ্ছে ৷ এর ফলে রেল পুলিশ জরিমানাও করছে ৷ তাই তাঁরা রেল অবরোধ করে নিজেদের দাবিগুলি তুলে ধরেন ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন অবরোধ শুরু হয় মূলত কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে । ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশপাশের স্টেশনেও । স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা । ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন । তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ কোন যুক্তিতে 12 বগির মধ্যে এতগুলি কামরা মহিলাদের জন্য সংরক্ষিত করে রাখছেন? নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই রয়েছে ৷ কিন্তু, তার জন্য সাধারণ যাত্রীদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না ।

rail blockade in Sealdah
সংরক্ষিত মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ (নিজস্ব ছবি)

অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে । সেই কারণেই তাদের জন্য বাড়তি কামরার ব্যবস্থা করা হয়েছে । তবে পুরুষ যাত্রীদের দাবি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়েছে বিক্ষোভস্থলগুলিতে ।

নিত্যযাত্রী অনিরুদ্ধ বলেন, "12 বগির ট্রেনে আগে যেখানে দুটি মহিলা কামরা থাকত । বর্তমানে তা বাড়িয়ে চারটি করা হয়েছে । তার সঙ্গেই রয়েছে দুটি ভেন্ডার কামরা । ফলে মোট ছ'টি কামরা সাধারণ পুরুষ যাত্রীদের জন্য থাকছে । মাত্র ওই ছ'টি কামরায় লক্ষ লক্ষ যাত্রী কীভাবে যাতায়াত করবে প্রতিদিন? কর্মস্থলে পৌঁছনো, ট্রেন ধরার সময়সূচি সব ভেস্তে যাচ্ছে । এর সঙ্গে ট্রেন বাড়াতে হবে এবং জেনারেল বগি বৃদ্ধি করতে হবে ৷"

এই সমস্যা দূর করার দাবিতে বুধবার সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন দক্ষিণ 24 পরগনার একাধিক স্টেশনের যাত্রীরা । তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে । তবে রেল কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন । তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে ।

এদিকে, রেল অবরোধের জেরে গোটা দক্ষিণ 24 পরগনার বহু অফিস-আদালত, বাজার ও স্কুলে উপস্থিতি কমেছে । বহু মানুষ কাজ বা জরুরি প্রয়োজনে শহরে আসতে পারেননি । নিত্যযাত্রীদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা ।

রেল পুলিশের দাবি, বিভিন্ন স্টেশনে পুলিশ রয়েছে ৷ তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে ৷ দ্রুত অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.