চণ্ডীতলা (হুগলি), 10 জুন: তৃণমূল জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বাড়িতে শুল্ক দফতরের হানা । মঙ্গলবার সকাল 6টা নাগাদ হুগলির চণ্ডীতলার গরলগাছা অহল্যা বাই রোডের পাশে সুবীর মুখোপাধ্যায়ের মহেন্দ্র নিবাসে শুল্ক আধিকারিকরা আসেন । দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান তাঁরা । যদিও কী কারণে এই হানা এখনও স্পষ্ট নয় । সকাল থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে বাড়ির দোতলার ঘরে । সেসময় ভিতর থেকে গেট বন্ধ করা ছিল ।
সুবীর মুখোপাধ্যায় শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি হুগলি জেলা পরিষদের মেন্টর । ডানকুনি টোলপ্লাজার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সঙ্গে যুক্ত তিনি । এদিন কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের আধিকারিকদের একটি দল গাড়ি করে এই তৃণমূল নেতার বাড়িতে আসেন । জেলা পরিষদের কর্মাধ্যক্ষের দাবি, প্রায় চার ঘণ্টা তল্লাশির পর তাঁর দুটি বই নিয়ে গিয়েছেন আধিকারিকরা । এই হানা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে বলে দাবি করেছেন সুবীর মুখোপাধ্যায় । তাঁর আরও দাবি, তল্লাশি অভিযানে শুল্ক দফতরের আধিকারিকরা বাড়ি থেকে কিছুই পাননি ৷ এই মর্মে একটি সার্চ লিস্ট দিয়ে গিয়েছেন তাঁরা ।
তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, "আমার নামে কেউ অভিযোগ করেছিল ৷ তাই আমার বাড়ি কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের আধিকারিকরা সার্চ করতে এসেছিল । সমস্ত ঘর তারা সার্চ করে ৷ তদন্ত চলাকালীন আমাদের সমস্ত ফোন ওরা নিয়ে রেখেছিল । এর সঙ্গে সঙ্গে আমার মেয়ে ডানকুনির যে ফ্ল্যাটে থাকে সেখানেও তারা তল্লাশি করেছে । সমস্ত কিছু খুঁটিয়ে দেখে তারা একটা রিপোর্ট দিয়ে গিয়েছে ৷ তাতে লেখা আছে কিছু পাওয়া যায়নি ।"

তিনি আরও বলেন, "একটা ভুয়ো অভিযোগ কেউ বা কারা করেছে ৷ বিষয়টা নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি । এই তদন্ত চলাকালীন কারা আমার বাড়ির পাশে এসেছিল, কারা বসেছিল সমস্তটাই দলকে জানাচ্ছি ৷ সবটাই দল ও প্রশাসন তদন্ত করবে । এটা রাজনৈতিক ষড়যন্ত্র, না দলের অন্তর্দ্বন্দ্বের শিকার আমি, এটা পরে বলব । তবে শুল্ক দফতরের আধিকারিকরা তদন্ত করতে এসে আমার দুটো বই নিয়ে গিয়েছে । তাদের খুব ভালো লেগেছে বলে । এটা আমার পাওয়া ৷"

