ETV Bharat / state

'বঞ্চিত' কবি ও আবৃতিকারদের নিয়ে 23 জুন কবিতা উৎসব ফোরামের - KOBITA UTSAV

গত দু'বছর বন্ধ কবিতা উৎসব ৷ তাই 'বঞ্চিত' কবি এবং আবৃতিকারদের মঞ্চ দিতে এগিয়ে এল কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল ৷

kobita utsav
কবিতা উৎসবের আয়োজন করছে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2025 at 7:29 PM IST

2 Min Read

কলকাতা, 4 জুন: গত দু'বছর বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি আয়োজিত কবিতা উৎসব । তাই এবার 'বঞ্চিত' কবি এবং আবৃতিকারদের নিয়ে আগামী 23 জুন কবিতা উৎসবের আয়োজন করতে চলেছে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল । অনুষ্ঠানটি হবে কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সভাগৃহে ।

কেন দু'বছর বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির কবিতা উৎসব, সেই নিয়ে প্রশ্ন তুলল ফোরাম । এই বিষয়ে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার তকমা দিয়েছেন ৷ এরপর সব ভাষায় সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার দেওয়া হল ৷ কিন্তু বাংলা ভাষার কবি সাহিত্যিক বা অবৃতিকারদের এই পুরস্কার দেওয়া হল না । গত দু'বছর বন্ধ পশ্চিমবঙ্গ কবিতা উৎসব । কেন বন্ধ হয়ে গেল এই উৎসব ? ব্রাত্য বসুকে এর জবাব দিতে হবে ।"

বঞ্চিত কবি এবং আবৃতিকারদের নিয়ে 23 জুন কবিতা উৎসব ফোরামের (নিজস্ব ভিডিয়ো)

তিনি আরও বলেন, "এই রাজ্যে সরকারের তাঁবেদারি না করলে বঞ্চিত হতে হয় । তাই সেইসব বঞ্চিত কবি সাহিত্যিক এবং আবৃতিকারদের একটা মঞ্চ দিতেই আগামী 23 জুন কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে । কোনও সরকারি আনুকূল্য ছাড়াই এটা করা হচ্ছে । শুধু তাই নয়, প্রয়োজনে সংস্কৃতি জগতের দুর্নীতির বিরুদ্ধে ফোরাম পথে নেবে প্রতিবাদ করবে ।"

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কথায়, "আসলে প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে কেন রাজ্য সরকারের আগেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তকমা দিয়ে দিলেন ? এটা রাজ্য সরকার মেনে নিতে পারছে না । কারণ এই ক্রেডিটটা তারা নিতে পারল না । তাই সাংস্কৃতিক জগৎকে বঞ্চিত করছে রাজ্য সরকার । আগামী 23 জুন কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন অডিটরিয়ামে কবিতা উৎসব হবে । এছাড়াও আসানসোল, শিলিগুড়ি-সহ আরও একাধিক জায়গায় এই উৎসব অনুষ্ঠিত করা হবে ।"

কলকাতা, 4 জুন: গত দু'বছর বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি আয়োজিত কবিতা উৎসব । তাই এবার 'বঞ্চিত' কবি এবং আবৃতিকারদের নিয়ে আগামী 23 জুন কবিতা উৎসবের আয়োজন করতে চলেছে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল । অনুষ্ঠানটি হবে কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সভাগৃহে ।

কেন দু'বছর বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির কবিতা উৎসব, সেই নিয়ে প্রশ্ন তুলল ফোরাম । এই বিষয়ে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার তকমা দিয়েছেন ৷ এরপর সব ভাষায় সাহিত্য অ্যাকাডেমির পুরস্কার দেওয়া হল ৷ কিন্তু বাংলা ভাষার কবি সাহিত্যিক বা অবৃতিকারদের এই পুরস্কার দেওয়া হল না । গত দু'বছর বন্ধ পশ্চিমবঙ্গ কবিতা উৎসব । কেন বন্ধ হয়ে গেল এই উৎসব ? ব্রাত্য বসুকে এর জবাব দিতে হবে ।"

বঞ্চিত কবি এবং আবৃতিকারদের নিয়ে 23 জুন কবিতা উৎসব ফোরামের (নিজস্ব ভিডিয়ো)

তিনি আরও বলেন, "এই রাজ্যে সরকারের তাঁবেদারি না করলে বঞ্চিত হতে হয় । তাই সেইসব বঞ্চিত কবি সাহিত্যিক এবং আবৃতিকারদের একটা মঞ্চ দিতেই আগামী 23 জুন কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে । কোনও সরকারি আনুকূল্য ছাড়াই এটা করা হচ্ছে । শুধু তাই নয়, প্রয়োজনে সংস্কৃতি জগতের দুর্নীতির বিরুদ্ধে ফোরাম পথে নেবে প্রতিবাদ করবে ।"

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কথায়, "আসলে প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে কেন রাজ্য সরকারের আগেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তকমা দিয়ে দিলেন ? এটা রাজ্য সরকার মেনে নিতে পারছে না । কারণ এই ক্রেডিটটা তারা নিতে পারল না । তাই সাংস্কৃতিক জগৎকে বঞ্চিত করছে রাজ্য সরকার । আগামী 23 জুন কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন অডিটরিয়ামে কবিতা উৎসব হবে । এছাড়াও আসানসোল, শিলিগুড়ি-সহ আরও একাধিক জায়গায় এই উৎসব অনুষ্ঠিত করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.