ETV Bharat / state

মোদি ঈশ্বরের অবতার ! 'বিনাশকালে বুদ্ধিনাশ', মোদিকে তীব্র কটাক্ষ ইয়েচুরির - Sitaram Yechury Slams Modi

Lok Sabha Election 2024: সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন ৷ তাঁর এহেন মন্তব্যে ভোটের বাজারে ঝড় বয়ে গিয়েছে ৷ তাঁর ধ্বংসের সময় হয়ে এসেছে বলে সমালোচনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 12:37 PM IST

Jadavpur Lok Sabha Election Campaign
যাদবপুরের প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ ইয়েচুরির (ইটিভি ভারত)

কলকাতা, 24 মে: তিনি ঈশ্বরের অবতার ! একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই মন্তব্য করার সময় তিনি বামপন্থীদের আক্রোশের মুখে পড়ার কথাও জানিয়েছিলেন ৷ এমন কথায় তাঁকে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ এই মন্তব্যকে প্রধানমন্ত্রীর "বিনাশকালে বুদ্ধিনাশ !" বলে কটাক্ষ করলেন প্রবীণ সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি ৷ বৃহস্পতিবার রাতে যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে জনসভায় আসেন প্রবীণ বাম নেতা ৷ সেই প্রচার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন ইয়েচুরি ৷ তবে প্রধানমন্ত্রী

কী বলেছিলেন প্রধানমন্ত্রী ?

মা বেঁচে থাকতে আমার মনে হত হয়তো প্রাকৃতিক ভাবে আমায় জন্ম দেওয়া হয়েছে ৷ কিন্তু মা চলে যাওয়ার পর এই সব অনুভূতিগুলিকে জুড়ে দেখলে বুঝতে পারি, আমি ভুলও হতে পারি ৷ বামপন্থীরা তো আমায় উড়িয়ে দেবে, আমার চুল ছিঁড়ে নেবে... আমি বুঝতে পেরেছি পরমাত্মা আমায় পাঠিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদির প্রসঙ্গে এদিন সীতারাম ইয়েচুরি বলেন, "বিনাশকালে বুদ্ধিনাশ দেখা যাচ্ছে ! প্রধানমন্ত্রীর বক্তব্যে মানুষের সমস্যা নিয়ে কোনও কথা নেই ৷ তিনি নাকি ঈশ্বরের অবতার ! আমাদের মূল বিষয়েই নজর রাখতে হবে ৷ রক্ষা করতে হবে দেশকে ৷ কারণ, ওরা মানুষের মূল সমস্যা নিয়ে কখনওই কথা বলবে না ৷"

আরও পড়ুন: কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির

একসময় যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য-রা নির্বাচিত হয়েছিলেন ৷ সে প্রসঙ্গ তুলে সীতারাম বলেন, "অতীতে যাদবপুর থেকেই সোমনাথ চট্টোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য-রা সিপিআই(এম) সাংসদ নির্বাচিত হয়েছেন ৷ তাঁরা সংবিধানকে রক্ষার লড়াই চালিয়েছেন ৷ সংসদের ভিতর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ৷ গণতন্ত্রকে রক্ষা এবং মেহনতি মানুষের অধিকার রক্ষার জন্য লড়েছেন ৷ সোনার অক্ষরে লেখা থাকবে তাঁদের লড়াই ৷ যে কথাগুলো যাদবপুরের জনতার কাছে কথা বলতে পারা গর্বের বিষয় ৷"

এই প্রচারমঞ্চ থেকে প্রবীণ বামনেতা 2024 সালের এই লোকসভা নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ৷ তিনি বলেন," 2024 সালের লোকসভা নির্বাচন ঠিক করবে দেশে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক চরিত্র থাকবে কি না ৷ দেশের এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষার জন্যই লড়াই চালাতে হবে ৷ দেশকে রক্ষার পক্ষে রায় দিতে হবে সকলকে। গণতন্ত্র আক্রান্ত। আক্রান্ত মানুষের গণতান্ত্রিক অধিকার ৷ স্বাধীনতার পর থেকে এত বড় মাপের সাংবিধানিক সঙ্কট কখনও হয়নি ৷ এই ভোটে ঠিক হবে ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের চরিত্র বজায় রাখতে পারবে কি না ৷ সংবিধানকে গণতন্ত্রকে বাঁচাতে পারব কি না, এটিই সবচেয়ে বড় বিষয়।"

উল্লেখ্য, যাদবপুর আসন থেকে সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যকে সমর্থন করেছে কংগ্রেস ৷ এদিন যাদবপুরের সুকান্ত সেতু মোড়ে আয়োজিত জনসভায় ছিলেন সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রী মোদিকে হত্যার হুমকি ফোন এনআইএ কার্যালয়ে ! তদন্তে সাইবার অপরাধ শাখা
  2. নয়া রেকর্ড হটসিট বারাণসীর, মোদির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কম সংখ্যক প্রার্থী

কলকাতা, 24 মে: তিনি ঈশ্বরের অবতার ! একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই মন্তব্য করার সময় তিনি বামপন্থীদের আক্রোশের মুখে পড়ার কথাও জানিয়েছিলেন ৷ এমন কথায় তাঁকে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ এই মন্তব্যকে প্রধানমন্ত্রীর "বিনাশকালে বুদ্ধিনাশ !" বলে কটাক্ষ করলেন প্রবীণ সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি ৷ বৃহস্পতিবার রাতে যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে জনসভায় আসেন প্রবীণ বাম নেতা ৷ সেই প্রচার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন ইয়েচুরি ৷ তবে প্রধানমন্ত্রী

কী বলেছিলেন প্রধানমন্ত্রী ?

মা বেঁচে থাকতে আমার মনে হত হয়তো প্রাকৃতিক ভাবে আমায় জন্ম দেওয়া হয়েছে ৷ কিন্তু মা চলে যাওয়ার পর এই সব অনুভূতিগুলিকে জুড়ে দেখলে বুঝতে পারি, আমি ভুলও হতে পারি ৷ বামপন্থীরা তো আমায় উড়িয়ে দেবে, আমার চুল ছিঁড়ে নেবে... আমি বুঝতে পেরেছি পরমাত্মা আমায় পাঠিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদির প্রসঙ্গে এদিন সীতারাম ইয়েচুরি বলেন, "বিনাশকালে বুদ্ধিনাশ দেখা যাচ্ছে ! প্রধানমন্ত্রীর বক্তব্যে মানুষের সমস্যা নিয়ে কোনও কথা নেই ৷ তিনি নাকি ঈশ্বরের অবতার ! আমাদের মূল বিষয়েই নজর রাখতে হবে ৷ রক্ষা করতে হবে দেশকে ৷ কারণ, ওরা মানুষের মূল সমস্যা নিয়ে কখনওই কথা বলবে না ৷"

আরও পড়ুন: কংগ্রেস- তৃণমূল ডুবন্ত জাহাজ, একসঙ্গে ডুববে; ঝাড়গ্রামে তোপ মোদির

একসময় যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য-রা নির্বাচিত হয়েছিলেন ৷ সে প্রসঙ্গ তুলে সীতারাম বলেন, "অতীতে যাদবপুর থেকেই সোমনাথ চট্টোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য-রা সিপিআই(এম) সাংসদ নির্বাচিত হয়েছেন ৷ তাঁরা সংবিধানকে রক্ষার লড়াই চালিয়েছেন ৷ সংসদের ভিতর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ৷ গণতন্ত্রকে রক্ষা এবং মেহনতি মানুষের অধিকার রক্ষার জন্য লড়েছেন ৷ সোনার অক্ষরে লেখা থাকবে তাঁদের লড়াই ৷ যে কথাগুলো যাদবপুরের জনতার কাছে কথা বলতে পারা গর্বের বিষয় ৷"

এই প্রচারমঞ্চ থেকে প্রবীণ বামনেতা 2024 সালের এই লোকসভা নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ৷ তিনি বলেন," 2024 সালের লোকসভা নির্বাচন ঠিক করবে দেশে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক চরিত্র থাকবে কি না ৷ দেশের এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষার জন্যই লড়াই চালাতে হবে ৷ দেশকে রক্ষার পক্ষে রায় দিতে হবে সকলকে। গণতন্ত্র আক্রান্ত। আক্রান্ত মানুষের গণতান্ত্রিক অধিকার ৷ স্বাধীনতার পর থেকে এত বড় মাপের সাংবিধানিক সঙ্কট কখনও হয়নি ৷ এই ভোটে ঠিক হবে ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের চরিত্র বজায় রাখতে পারবে কি না ৷ সংবিধানকে গণতন্ত্রকে বাঁচাতে পারব কি না, এটিই সবচেয়ে বড় বিষয়।"

উল্লেখ্য, যাদবপুর আসন থেকে সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যকে সমর্থন করেছে কংগ্রেস ৷ এদিন যাদবপুরের সুকান্ত সেতু মোড়ে আয়োজিত জনসভায় ছিলেন সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রী মোদিকে হত্যার হুমকি ফোন এনআইএ কার্যালয়ে ! তদন্তে সাইবার অপরাধ শাখা
  2. নয়া রেকর্ড হটসিট বারাণসীর, মোদির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কম সংখ্যক প্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.