ETV Bharat / state

গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ, তদন্ত শুরু কলকাতা পুলিশের, জানালেন সিপি - FLAG REMOVAL ALLEGATIONS

শুক্রবার লালবাজারে সাংবাদিক বৈঠক করেন কলকাতার নগরপাল মনোজ কুমার ভার্মা ৷ সেখানেই তিনি এই কথা জানান ৷

Flag Removal Allegations
গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ, তদন্ত শুরু কলকাতা পুলিশের, জানালেন সিপি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 11, 2025 at 9:24 PM IST

2 Min Read

কলকাতা, 11 এপ্রিল: ওয়াকফ আইনের সংশোধনের বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতায় আন্দোলন-জমায়েত করা হয় ৷ সেই জমায়েতের সামনে পড়ায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ কলকাতা পুলিশের সমালোচনা করেছেন বিজেপির বিভিন্নস্তরের নেতারা ৷

কিন্তু ঠিক কী ঘটেছিল ? গেরুয়া পতাকা খুলে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার মধ্যে সত্যতা কতটা আছে, এবার সেই বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷ তদন্ত করছেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ কুমার ভার্মা ৷

এদিন লালবাজারে সাংবাদিক বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার ৷ সেখানেই তিনি এই বিষয়ে জানান ৷ মনোজ কুমার ভার্মা বলেন, "এই ঘটনার তদন্ত চলছে । কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) এই ঘটনার তদন্ত করছেন । তার রিপোর্ট আমরা দেখব ।’’

উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেল 4টে 43 মিনিটে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই ভিডিয়োতে বাসের সামনে লাগানো একটি গেরুয়া পতাকা চালককে খুলতে দেখা যায় ৷ ওই পোস্টে শুভেন্দু এই ঘটনাকে ‘স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতার মর্মান্তিক দৃশ্য !’ বলে উল্লেখ করেন ৷ তিনি প্রশ্ন তোলেন, ‘‘স্বামীজি কি এই সম্প্রীতি ও সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন ?’’ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন ওই পোস্টে ৷ সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ৷

এই নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও সোশাল মিডিয়ায় সরব হন ৷ তিনি লেখেন, ‘‘গেরুয়া কেবল একটি রঙ নয় - এটি অস্তিত্ব ও প্রতিরোধ উভয়েরই প্রতিনিধিত্ব করে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ এবং মানবতার সেবায় তাঁদের জীবন উৎসর্গকারী অসংখ্য সাধু গর্বের সঙ্গে এটি পরিধান করেছিলেন । আমাদের জাতীয় পতাকায় এটি সাহস ও ত্যাগের প্রতীক ।’’ এমন একটা রঙের পতাকা খুলতে বাধ্য করা বিরক্তিকর ঘটনা বলে তিনি দাবি করেন ৷ পাশাপাশি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ প্রশ্ন করেন, ‘‘পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া কি অপরাধ হয়ে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ?’’

এখন দেখার কলকাতা পুলিশের তদন্তে এই বিষয়ে ঠিক কী কী তথ্য উঠে আসে ?

কলকাতা, 11 এপ্রিল: ওয়াকফ আইনের সংশোধনের বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতায় আন্দোলন-জমায়েত করা হয় ৷ সেই জমায়েতের সামনে পড়ায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ কলকাতা পুলিশের সমালোচনা করেছেন বিজেপির বিভিন্নস্তরের নেতারা ৷

কিন্তু ঠিক কী ঘটেছিল ? গেরুয়া পতাকা খুলে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার মধ্যে সত্যতা কতটা আছে, এবার সেই বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷ তদন্ত করছেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ কুমার ভার্মা ৷

এদিন লালবাজারে সাংবাদিক বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার ৷ সেখানেই তিনি এই বিষয়ে জানান ৷ মনোজ কুমার ভার্মা বলেন, "এই ঘটনার তদন্ত চলছে । কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) এই ঘটনার তদন্ত করছেন । তার রিপোর্ট আমরা দেখব ।’’

উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেল 4টে 43 মিনিটে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই ভিডিয়োতে বাসের সামনে লাগানো একটি গেরুয়া পতাকা চালককে খুলতে দেখা যায় ৷ ওই পোস্টে শুভেন্দু এই ঘটনাকে ‘স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতার মর্মান্তিক দৃশ্য !’ বলে উল্লেখ করেন ৷ তিনি প্রশ্ন তোলেন, ‘‘স্বামীজি কি এই সম্প্রীতি ও সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন ?’’ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন ওই পোস্টে ৷ সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ৷

এই নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও সোশাল মিডিয়ায় সরব হন ৷ তিনি লেখেন, ‘‘গেরুয়া কেবল একটি রঙ নয় - এটি অস্তিত্ব ও প্রতিরোধ উভয়েরই প্রতিনিধিত্ব করে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ এবং মানবতার সেবায় তাঁদের জীবন উৎসর্গকারী অসংখ্য সাধু গর্বের সঙ্গে এটি পরিধান করেছিলেন । আমাদের জাতীয় পতাকায় এটি সাহস ও ত্যাগের প্রতীক ।’’ এমন একটা রঙের পতাকা খুলতে বাধ্য করা বিরক্তিকর ঘটনা বলে তিনি দাবি করেন ৷ পাশাপাশি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ প্রশ্ন করেন, ‘‘পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া কি অপরাধ হয়ে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ?’’

এখন দেখার কলকাতা পুলিশের তদন্তে এই বিষয়ে ঠিক কী কী তথ্য উঠে আসে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.