ETV Bharat / state

কিডনির সমস্যায় মৃত্যু মেয়ের, অবসাদে গঙ্গায় ঝাঁপ দম্পতির - COUPLE JUMPS IN GANGES

মাঝগঙ্গায় ঝাঁপ দিল দম্পতি ৷ তৎক্ষণাৎ তাঁদের উদ্ধারে এগিয়ে এলেন লঞ্চের কর্মীরা। দ্রুত তাঁরা ঝাঁপিয়ে পড়েন নদীতে ৷ তাঁদের তৎপরতায় প্রাণ বাঁচে স্বামী-স্ত্রীর ৷

COUPLE JUMPS IN GANGES
মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2025 at 9:01 PM IST

2 Min Read

হাওড়া, 17 মে: কিডনির সমস্য়ায় প্রাণ গিয়েছে মেয়ের ৷ অবসাদে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির ৷ তবে লঞ্চের কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচে দু'জনের ৷

হাওড়া থেকে লঞ্চ আসছিল আহিরীটোলার দিকে। আর লঞ্চ মাঝগঙ্গায় পৌঁছতে হঠাৎ করেই এক দম্পতি ঝাঁপ দিলেন জলে ৷ চোখের সামনে এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান লঞ্চে থাকা অন্য যাত্রীরা। তৎক্ষণাৎ দম্পতিকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসেন লঞ্চের কর্মীরা। দ্রুত তাঁরা ঝাঁপিয়ে পড়েন জলে ৷ সেফটি টায়ারের সাহায্যে উদ্ধার করে দু'জনকেই জল থেকে তোলা হয় ৷ উদ্ধারের পর তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷

ঘটনাটি ঘটে শনিবার সকালে। সূত্রের খবর, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতির একমাত্র কন্যার মৃত্যু হয়েছে সম্প্রতি ৷ মাত্র 11 বছর বয়সে কিডনির জটিল সমস্যায় মৃত্যু হয়েছে একরত্তির। সেই শোকেই মানসিক অবসাদে ভুগছিলেন স্বামী-স্ত্রী । প্রাথমিকভাবে অনুমান, সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাঁরা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, স্বামী- স্ত্রী সালকিয়ার বাধাঘাট থেকে ভূ-তল পরিবহণের লঞ্চে উঠেছিলেন ৷ টিকিট ছিল আহিরীটোলা পর্যন্ত। মাঝনদীতে পৌঁছে আচমকাই ঝাঁপ দেন গঙ্গায়। যাত্রীদের চিৎকারে দ্রুত তৎপর হন লঞ্চের কর্মীরা। তাঁদের সাহায্যে দু’জনকেই দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে। খবর পেয়ে মালিপাঁচঘরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দম্পতির প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। মানসিকভাবে বিপর্যস্ত এই দম্পতির পাশে কীভাবে দাঁড়ানো যায় তা নিয়ে প্রশাসনিক স্তরে চিন্তা-ভাবনা শুরু হয়েছে ৷ অন্যদিকে, দ্রুততার সঙ্গে জীবন বাঁচানোয় প্রশংসিত হয়েছেন লঞ্চকর্মীরা।

বেকবাগানে বহুতলে বিধ্বংসী আগুন, দেখুন ভিডিয়ো

হাওড়া, 17 মে: কিডনির সমস্য়ায় প্রাণ গিয়েছে মেয়ের ৷ অবসাদে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির ৷ তবে লঞ্চের কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচে দু'জনের ৷

হাওড়া থেকে লঞ্চ আসছিল আহিরীটোলার দিকে। আর লঞ্চ মাঝগঙ্গায় পৌঁছতে হঠাৎ করেই এক দম্পতি ঝাঁপ দিলেন জলে ৷ চোখের সামনে এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান লঞ্চে থাকা অন্য যাত্রীরা। তৎক্ষণাৎ দম্পতিকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসেন লঞ্চের কর্মীরা। দ্রুত তাঁরা ঝাঁপিয়ে পড়েন জলে ৷ সেফটি টায়ারের সাহায্যে উদ্ধার করে দু'জনকেই জল থেকে তোলা হয় ৷ উদ্ধারের পর তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷

ঘটনাটি ঘটে শনিবার সকালে। সূত্রের খবর, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতির একমাত্র কন্যার মৃত্যু হয়েছে সম্প্রতি ৷ মাত্র 11 বছর বয়সে কিডনির জটিল সমস্যায় মৃত্যু হয়েছে একরত্তির। সেই শোকেই মানসিক অবসাদে ভুগছিলেন স্বামী-স্ত্রী । প্রাথমিকভাবে অনুমান, সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাঁরা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, স্বামী- স্ত্রী সালকিয়ার বাধাঘাট থেকে ভূ-তল পরিবহণের লঞ্চে উঠেছিলেন ৷ টিকিট ছিল আহিরীটোলা পর্যন্ত। মাঝনদীতে পৌঁছে আচমকাই ঝাঁপ দেন গঙ্গায়। যাত্রীদের চিৎকারে দ্রুত তৎপর হন লঞ্চের কর্মীরা। তাঁদের সাহায্যে দু’জনকেই দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে। খবর পেয়ে মালিপাঁচঘরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দম্পতির প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। মানসিকভাবে বিপর্যস্ত এই দম্পতির পাশে কীভাবে দাঁড়ানো যায় তা নিয়ে প্রশাসনিক স্তরে চিন্তা-ভাবনা শুরু হয়েছে ৷ অন্যদিকে, দ্রুততার সঙ্গে জীবন বাঁচানোয় প্রশংসিত হয়েছেন লঞ্চকর্মীরা।

বেকবাগানে বহুতলে বিধ্বংসী আগুন, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.