ETV Bharat / state

হাতে আর 100 দিন, উমা আসছেন বাপের বাড়ি; শুরু প্রতীক্ষা - DURGA PUJA 2024

Durga Puja 2024 : ভোর চারটে বাজলেই রেডিয়োতে কান ৷ ওপার থেকে ভেসে আসছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদার সেই কণ্ঠ ৷ কানে আসছে "আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।..." মহালয়ার বাকি আর মাত্র 93 দিন ৷ তারপরেই মা আসছেন ৷ এখন থেকেই শুরু দিন গোনা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 11:01 PM IST

Durga Puja Count Down Begins
উমা আসছেন বাপের বাড়ি (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 1 জুলাই: কাউন্টটাউন শুরু ৷ মায়ের মর্ত্যে আগমনের দিন গুনতে শুরু করেছে রাজ্যবাসী ৷ হাতে আর মাত্র 100 দিন ৷ তারপরেই শোনা যাবে, 'আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী' ৷ নীল আকাশে খেলা করবে সাদা মেঘের ভেলা ৷ কলকাতার উত্তর থেকে দক্ষিণে শুরু হয়ে যাবে সাবেকি বনাম থিমের লড়াই ৷ ইতিমধ্যেই কুমোরটুলিতে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরি ৷

এক নজরে দেখে নেওয়া যাক দুর্গাপুজোর নির্ঘণ্ট

এই বছর মহালয়া পড়েছে 2 অক্টোবর (15 আশ্বিন) বুধবার

মহাষষ্ঠী পড়েছে 9 অক্টোবর (22 আশ্বিন) বুধবার

মহাসপ্তমী পড়েছে 10 অক্টোবর 23 আশ্বিন) বৃহস্পতিবার

মহাষ্টমী পড়েছে – 11 অক্টোবর (24 আশ্বিন) শুক্রবার

মহানবমী ও দশমী পড়েছে-12 অক্টোবর (25 আশ্বিন) শনিবার

( উল্লেখ্য বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী এই বছর মহানবমী এবং দশমী পড়েছে একই দিনে)

এবার দেবীর আগমন দোলায় ৷ ফল মড়ক ৷ দেবীর গমন ঘোটকে ৷ এর ফল ছত্রভঙ্গ ৷

রাজ্যের পাশাপাশি দেশ ও বিদেশের মাটিতে পূজিতা হন মা দুর্গা ৷ ফলে অনেক ঠাকুর তাড়াতাড়ি তৈরি হয়ে পাড়ি জমায় বিদেশে ৷ অন্যদিকে, রথযাত্রার দিন থেকেই কলকাতায় বেশ কিছু জায়গায় হয়ে গিয়েছে খুঁটি পুজো ৷ প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি, সকলেই এই চারটে দিন অপেক্ষায় থাকেন ৷ পুজোর কেনাকাটি থেকে শুরু করে রাত জেগে প্যান্ডেল হপিং, উত্তর থেকে দক্ষিণ সাবেকি ও থিমের বাহার দেখায় মেতে ওঠেন আট থেকে আশি সকলে ৷ এমনকী, বিদেশ থেকেই পুজোর এই চারটে দিন দেবী দর্শনে উপস্থিত হন অনেকেই ৷

অন্যদিকে, কুমোরটুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে ৷ শিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে ৷ অনেক জায়গা থেকে অর্ডার এসে গিয়েছে ৷ এখন সঠিক সময়ে মূর্তি তৈরির কাজ শেষ করার প্রস্তুতি শুরু ৷ কাঠামো তৈরি থেকে মণ্ডপে দেবী বরণ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাৎসব শুরু হতে বাকি আর মাত্র 100 দিন ৷

হায়দরাবাদ, 1 জুলাই: কাউন্টটাউন শুরু ৷ মায়ের মর্ত্যে আগমনের দিন গুনতে শুরু করেছে রাজ্যবাসী ৷ হাতে আর মাত্র 100 দিন ৷ তারপরেই শোনা যাবে, 'আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী' ৷ নীল আকাশে খেলা করবে সাদা মেঘের ভেলা ৷ কলকাতার উত্তর থেকে দক্ষিণে শুরু হয়ে যাবে সাবেকি বনাম থিমের লড়াই ৷ ইতিমধ্যেই কুমোরটুলিতে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরি ৷

এক নজরে দেখে নেওয়া যাক দুর্গাপুজোর নির্ঘণ্ট

এই বছর মহালয়া পড়েছে 2 অক্টোবর (15 আশ্বিন) বুধবার

মহাষষ্ঠী পড়েছে 9 অক্টোবর (22 আশ্বিন) বুধবার

মহাসপ্তমী পড়েছে 10 অক্টোবর 23 আশ্বিন) বৃহস্পতিবার

মহাষ্টমী পড়েছে – 11 অক্টোবর (24 আশ্বিন) শুক্রবার

মহানবমী ও দশমী পড়েছে-12 অক্টোবর (25 আশ্বিন) শনিবার

( উল্লেখ্য বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী এই বছর মহানবমী এবং দশমী পড়েছে একই দিনে)

এবার দেবীর আগমন দোলায় ৷ ফল মড়ক ৷ দেবীর গমন ঘোটকে ৷ এর ফল ছত্রভঙ্গ ৷

রাজ্যের পাশাপাশি দেশ ও বিদেশের মাটিতে পূজিতা হন মা দুর্গা ৷ ফলে অনেক ঠাকুর তাড়াতাড়ি তৈরি হয়ে পাড়ি জমায় বিদেশে ৷ অন্যদিকে, রথযাত্রার দিন থেকেই কলকাতায় বেশ কিছু জায়গায় হয়ে গিয়েছে খুঁটি পুজো ৷ প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি, সকলেই এই চারটে দিন অপেক্ষায় থাকেন ৷ পুজোর কেনাকাটি থেকে শুরু করে রাত জেগে প্যান্ডেল হপিং, উত্তর থেকে দক্ষিণ সাবেকি ও থিমের বাহার দেখায় মেতে ওঠেন আট থেকে আশি সকলে ৷ এমনকী, বিদেশ থেকেই পুজোর এই চারটে দিন দেবী দর্শনে উপস্থিত হন অনেকেই ৷

অন্যদিকে, কুমোরটুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে ৷ শিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে ৷ অনেক জায়গা থেকে অর্ডার এসে গিয়েছে ৷ এখন সঠিক সময়ে মূর্তি তৈরির কাজ শেষ করার প্রস্তুতি শুরু ৷ কাঠামো তৈরি থেকে মণ্ডপে দেবী বরণ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাৎসব শুরু হতে বাকি আর মাত্র 100 দিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.