ETV Bharat / state

মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে 'রিমুভ', চিকিৎসক পরিচয়ে ফিরতে পারেন সন্দীপ ? - Sandip Ghosh Registration

Sandip Ghosh Registration Controversy: গত 19 সেপ্টেম্বর আরজি কর আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক ধর্ষণ-খুনে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ৷ তা নাকি নিয়মমাফিক হয়নি ৷ কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া তথ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 7:34 AM IST

Sandip Ghosh Registration Row
সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে ধোঁয়াশা (ইটিভি ভারত)

কলকাতা, 25 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কি আদৌ বাতিল হয়েছে ? ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম-এর সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, মঙ্গলবার বিকেল পর্যন্ত মেডিক্যাল কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে স্ট্যাটাসে লেখা ছিল 'সাসপেন্ড' ৷ কিন্তু এদিন সন্ধ্যার পর সেখানে লেখা হয় রিমুভ ৷

তাহলে কি অর্ডার বেরনোর পরেও সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি ? এদিকে আরজি করের পড়ুয়া-চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আইনসম্মত নয় ৷ মঙ্গলবার সন্ধ্যায় তা স্বীকার করে নিয়েছেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী ৷ তিনি মেডিক্যাল কাউন্সিল-এর প্রেসিডেন্ট সুদীপ্ত রায়ের কথা মতো এই কাজ করেছেন ৷ অর্থাৎ সন্দীপ ঘোষ আইনি পথে ফের চিকিৎসকের তকমা ফিরে পেলেও পেতে পারেন ৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

চিকিৎসক তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সন্দীপ ঘোষের পরিচিত ৷ আরজি কর আর্থিক দুর্নীতিতে তাঁর বেসরকারি হাসপাতালে তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ তৃণমূল বিধায়কের বাংলোতে তল্লাশি চালিয়েছে ইডি ৷

এই বিষয়ে এদিন সন্ধ্যায় চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "রেজিস্ট্রার আমাদের বললেন এই সব কিছু প্রেসিডেন্টের (সুদীপ্ত রায়) কথা মতো তিনি (মানস চক্রবর্তী) কাজ করেছেন । কিন্তু, এটা আইনসম্মত নয় । এর সঙ্গে যাঁরা পদত্যাগ করবে বলে আমরা জানতে পেরেছিলাম, তাঁদেরকে মেডিক্যাল কাউন্সিল থেকে চিঠি দেওয়া হচ্ছে । তাঁরা এখনও একই সিদ্ধান্তে অটুট রয়েছেন কি না, তা জানতেই এই চিঠি ।"

এদিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর তরফে মেডিক্যাল কাউন্সিলের সামনে একটি জমায়েত করা হয়েছিল ৷ সেখান থেকে ন'জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল কাউন্সিলের ভিতরে গিয়ে রেজিস্ট্রার মানস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন ৷ তখন রেজিস্ট্রার তাঁদের কাছে স্বীকার করে নেন যে, আরজি কর আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আইনসম্মত নয় ৷

তাই সিনিয়র চিকিৎসকদের আশঙ্কা, ভবিষ্যতে রেজিস্ট্রেশন বাতিল নিয়ে আইনের দ্বারস্থ হলে তা এক মিনিটেই খারিজ হয়ে যাবে ৷ তখন ফের চিকিৎসক হিসেবে নিজের পরিচয় ফিরে পাবেন সন্দীপ ঘোষ ৷ এর সঙ্গে চিকিৎসকদের অভিযোগ, মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর চাকরির মেয়াদ ফুরিয়ে গেলেও তিনি চেয়ারে বসে আছেন ৷ তবে এ কথা মানতে চাননি মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার ৷

এই প্রসঙ্গে চিকিৎসক কৌশিক চাকী বলেন, "তিনি (রেজিস্ট্রার মানস চক্রবর্তী) বলেছেন, চেয়ার আমি ছাড়ব না ৷ আপনারা কোর্টে যান, যেখানে খুশি যান ৷" গত 18 সেপ্টেম্বর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কাউন্সিল । 19 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হল ৷ তিনি তাঁর নামের পাশে ডাঃ লিখতে পারবেন না ৷ স্বাস্থ্য ভাবনও তাঁকে আগেই সাসপেন্ড করেছিল ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কি আদৌ বাতিল হয়েছে ? ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম-এর সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, মঙ্গলবার বিকেল পর্যন্ত মেডিক্যাল কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে স্ট্যাটাসে লেখা ছিল 'সাসপেন্ড' ৷ কিন্তু এদিন সন্ধ্যার পর সেখানে লেখা হয় রিমুভ ৷

তাহলে কি অর্ডার বেরনোর পরেও সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি ? এদিকে আরজি করের পড়ুয়া-চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আইনসম্মত নয় ৷ মঙ্গলবার সন্ধ্যায় তা স্বীকার করে নিয়েছেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী ৷ তিনি মেডিক্যাল কাউন্সিল-এর প্রেসিডেন্ট সুদীপ্ত রায়ের কথা মতো এই কাজ করেছেন ৷ অর্থাৎ সন্দীপ ঘোষ আইনি পথে ফের চিকিৎসকের তকমা ফিরে পেলেও পেতে পারেন ৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

চিকিৎসক তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সন্দীপ ঘোষের পরিচিত ৷ আরজি কর আর্থিক দুর্নীতিতে তাঁর বেসরকারি হাসপাতালে তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ তৃণমূল বিধায়কের বাংলোতে তল্লাশি চালিয়েছে ইডি ৷

এই বিষয়ে এদিন সন্ধ্যায় চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "রেজিস্ট্রার আমাদের বললেন এই সব কিছু প্রেসিডেন্টের (সুদীপ্ত রায়) কথা মতো তিনি (মানস চক্রবর্তী) কাজ করেছেন । কিন্তু, এটা আইনসম্মত নয় । এর সঙ্গে যাঁরা পদত্যাগ করবে বলে আমরা জানতে পেরেছিলাম, তাঁদেরকে মেডিক্যাল কাউন্সিল থেকে চিঠি দেওয়া হচ্ছে । তাঁরা এখনও একই সিদ্ধান্তে অটুট রয়েছেন কি না, তা জানতেই এই চিঠি ।"

এদিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর তরফে মেডিক্যাল কাউন্সিলের সামনে একটি জমায়েত করা হয়েছিল ৷ সেখান থেকে ন'জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল কাউন্সিলের ভিতরে গিয়ে রেজিস্ট্রার মানস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন ৷ তখন রেজিস্ট্রার তাঁদের কাছে স্বীকার করে নেন যে, আরজি কর আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আইনসম্মত নয় ৷

তাই সিনিয়র চিকিৎসকদের আশঙ্কা, ভবিষ্যতে রেজিস্ট্রেশন বাতিল নিয়ে আইনের দ্বারস্থ হলে তা এক মিনিটেই খারিজ হয়ে যাবে ৷ তখন ফের চিকিৎসক হিসেবে নিজের পরিচয় ফিরে পাবেন সন্দীপ ঘোষ ৷ এর সঙ্গে চিকিৎসকদের অভিযোগ, মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর চাকরির মেয়াদ ফুরিয়ে গেলেও তিনি চেয়ারে বসে আছেন ৷ তবে এ কথা মানতে চাননি মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার ৷

এই প্রসঙ্গে চিকিৎসক কৌশিক চাকী বলেন, "তিনি (রেজিস্ট্রার মানস চক্রবর্তী) বলেছেন, চেয়ার আমি ছাড়ব না ৷ আপনারা কোর্টে যান, যেখানে খুশি যান ৷" গত 18 সেপ্টেম্বর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কাউন্সিল । 19 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হল ৷ তিনি তাঁর নামের পাশে ডাঃ লিখতে পারবেন না ৷ স্বাস্থ্য ভাবনও তাঁকে আগেই সাসপেন্ড করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.