হাবড়া, 8 এপ্রিল: ভাটপাড়ার পর হাবড়া। ফের রামনবমীর মিছিলে দেখা গেল ইজরায়েলের পতাকা।খোদ সেই পতাকা হাতে নিয়ে মিছিলের নেতৃত্ব দিলেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়। যশোর রোড ধরে মিছিল এগোতেই পুলিশ আটকালে তা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেধে যায় বিজেপির কর্মীদের সঙ্গে। একে অপরের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দু'পক্ষই। বাধা পেয়ে শেষে যশোর রোডেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। এর জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে,পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হাবড়া দেশবন্ধু পার্ক থেকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রামনবমীর একটি মিছিল বের হয়। হাবড়া যশোর রোড ধরে সেই মিছিল জয়গাছি সুপারমার্কেট পর্যন্ত যাওয়ার কথা ছিল। হাবড়া এক নম্বর রেলগেট পার হতেই দেখা যায়,বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে ইজরায়েলের পতাকা রয়েছে। সেই পতাকা নজরে আসতেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁকে পতাকা সরিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু বিজেপি নেতা-কর্মীরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। এর পরেই পুলিশের সঙ্গে তাঁদের বচসা,ধস্তাধস্তি বেধে যায়।
পুলিশের আচরণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়। একসময় আঙুল উঁচিয়ে পুলিশের এক আধিকারিকের সঙ্গে এই বিজেপি নেতা তর্কাতর্কিও শুরু করে দেন। তাতে সামিল হন অন্যান্য নেতা-কর্মীরাও। সেই সময় কর্তব্যরত ওই পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করারও অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের একাংশের সঙ্গে। খবর পেয়ে হাবড়া ও অশোকনগর থানা থেকে ছুটে আসে পুলিশের আরও বাহিনী। তার পরেই পরিস্থিতি আয়ত্তে আসে।
এদিকে, রামনবমীর মিছিল পুলিশ আটকাতেই বিজেপির নেতা-কর্মীরা হাবড়া স্টেশন মুখের সামনে যশোর রোডে বসে পড়ে অবরোধ শুরু করেন। ব্যস্ত সময়ে অবরোধের জেরে যশোর রোডে দীর্ঘ যানজট শুরু হয়ে যায়। রাস্তার দু-দিকে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে,অবরোধকারীদের বুঝিয়ে আন্দোলন প্রত্যাহার করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকক্ষণ সময় গড়িয়ে যায়।
প্রসঙ্গত,গত রবিবার ভাটপাড়ায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে রামনবমীর শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা দেখা গিয়েছিল, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনায় ব্যারাকপুরের 'বাহুবলি' নেতা অর্জুন সিং ও তাঁর ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সেই আবহেই এবার হাবড়ায় রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা ঘিরে বিতর্ক দানা বাঁধল। ভাটপাড়ার মতো এক্ষেত্রেও বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয় কিনা,সেটাই এখন দেখার বিষয়।
ভাটপাড়ায় রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা ! বিতর্কে অর্জুন সিং