জলপাইগুড়ি, 11 সেপ্টেম্বর: 'অভয়া চত্বর' পোস্টার ঢাকা পড়ল অপরাজিতার বিলের প্ল্যাকার্ডে ৷ অভিযোগের তির জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়ের দিকে ৷ আরজি করে নির্যাতিতার ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি নাগরিক সংসদ আন্দোলনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল থানামোড়-কে ৷ সেই জায়গাটির নামকরণ করা হয়েছিল 'অভয়া চত্বর' ৷
এদিকে, মঙ্গলবার সেই পোস্টারের উপর অপরাজিতা বিলের ফেস্টুন টাঙিয়ে দেওয়া হয় ৷ অপরাজিতা বিল নিয়ে জেলায় প্রচার শুরু হয় ৷ থানামোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ৷
রাজ্যের ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল নিয়ে থানামোড়ে সচেতনতামূলক বার্তা দেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা ৷ সেখানে অপরাজিতা বিল নিয়ে একটি বড় কার্টআউটের উদ্বোধন করা হয় ৷ সেই কার্ট আউটটি হাই মাস্ট টাওয়ারের গায়ে লাগানো 'অভয়া চত্বর' লেখা পোস্টারের উপর টাঙিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ এতেই ক্ষোভ প্রকাশ করেছেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা ৷
নাগরিক সংসদ থানা মোড়ের নামকরণ করেছিল 'অভয়া চত্বর' ৷ আরজি কর নিয়ে আন্দোলনের বিষয়ে শহরবাসীকে জানানোর জন্য জায়গাটি নির্যাতিতার জন্য উৎসর্গ করা হয়েছিল নাগরিক সংসদের পক্ষ থেকে ৷ এদিকে তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'অভয়া চত্বর' লেখা পোস্টারের সামনে থেকে অপরাজিতার বিলের সচেতনতা বোর্ড সরিয়ে নেওয়া হবে ৷
এদিকে, জলপাইগুড়ি নাগরিক সংসদের অন্যতম সদস্য চিকিৎসক পান্থ দাশগুপ্ত এর তীব্র নিন্দা করেন ৷ তিনি বলেন, "যে অভয়ার জন্য আমরা আন্দোলন করছি ৷ সারা রাজ্য, দেশ আন্দোলনে নেমেছে ৷ জলপাইগুড়ির আমরাও বিচার চাইছি ৷ 'অভয়া চত্বর' নামাঙ্কিত পোস্টার ঢেকে দিয়ে অপারাজিতা বিলের একটা পোস্টার লাগানো হয়েছে ৷ আশা করি, এটা সরিয়ে নেওয়া হবে ৷ না হলে প্রতিবাদে আমরা রাস্তায় নামব ৷" অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, "ডেকরেটারের লোকেরা ভুল করে হয়তো 'অভয়া চত্বর' লেখা পোস্টারের উপর টাঙিয়ে দিয়েছে ৷ আমরা সেটা সরিয়ে দেব ৷"