ETV Bharat / state

ভরদুপুরে বারাসতে জাতীয় সড়কে 2টি বাইকে ধাক্কা কন্টেনারের, ধরল আগুন - BARASAT HIT AND RUN INCIDENT

ঘটনায় আহত দু’টি বাইকের চালক ৷ অভিযুুক্ত চালকের বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা রুজু পুলিশের ৷

BARASAT HIT AND RUN INCIDENT
ভরদুপুরে বারাসতে জাতীয় সড়কে 2টি বাইকে ধাক্কা কন্টেনারের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 26, 2025 at 9:14 PM IST

2 Min Read

বারাসত, 26 মার্চ: ভরদুপুরে বারাসতে হিট অ্যান্ড রান ! জাতীয় সড়কে একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের ৷ ধাক্কার জেরে আগুনে জ্বলল বাইকে ৷ পরে, আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে কন্টেনারটিও ৷ খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘাতক কন্টেনারের চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে একটি খালি কন্টেনার মধ‍্যমগ্রাম থেকে বারাসতের দিকে আসছিল ৷ যশোর রোড পেরিয়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে কন্টেনারটি যাচ্ছিল 11 নম্বর রেলগেট দিয়ে ৷ অভিযোগ, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের চালক প্রথমে একটি বাইকে ধাক্কা মারে ৷ জাতীয় সড়কের পাশে ছিটকে পড়েন বাইক আরোহী ৷ ধাক্কার তীব্রতায় আগুন লেগে যায় বাইকটিতে ৷ জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বাইকটি ৷

ভরদুপুরে বারাসতে জাতীয় সড়কে 2টি বাইকে ধাক্কা কন্টেনারের ৷ (ইটিভি ভারত)

অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে কন্টেনারের চালক গাড়ির গতি বাড়িয়ে এগোতে থাকেন কলোনি মোড়ের দিকে ৷ সেই সময় আবারও এক বাইক আরোহীকে ধাক্কা কন্টেনারটি ৷ এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী অল্পবিস্তর জখম হয়েছেন ৷ তবে, পালাতে গিয়ে একসময় খালি কন্টেনারটিতেও আগুন ধরে যায় ৷ হেলাবটতলা সংলগ্ন লালি সিনেমা হলের সামনে জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে কন্টেনারটি ৷

Barasat Hit and Run Incident
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর জ্বলছে বাইক ৷ (ইটিভি ভারত)

এ দিকে কন্টেনারে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে চালক গাড়ি থেকে নেমে পড়েন ৷ তখনই তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ নিয়ে আসা হয় হেলবটতলা ট্রাফিক বুথে ৷ অভিযোগ, চালককে মারধরের চেষ্টাও করেন উত্তেজিত জনতার একাংশ ৷ যার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে ৷ পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি অভিযুক্ত চালকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় বারাসত থানায় ৷ পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত কন্টেনার চালককে ৷

অভিযুক্ত চালক লালবাবু শেখ বলেন, "বর্ধমান জেলায় আমার বাড়ি ৷ সেখান থেকে খালি কন্টেনার নিয়ে বারাসতের জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলাম ৷ তখন 11 নম্বর রেল গেটের কাছে অনিচ্ছাকৃতভাবে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ তখন বাইকটিতে আগুন ধরে যায় ৷ এলাকার লোকজন ও পুলিশের ভয়ে সেখান থেকে আমি গাড়ি নিয়ে আমি পালানোর চেষ্টা করেছিলাম ৷ কিছুদূর আসার পর কন্টেনারটিতেও আগুন লেগে গিয়েছে ৷ আমার কোনও দোষ ছিল না ৷"

Barasat Hit and Run Incident
12 নম্বর জাতীয় সড়কে জ্বলছে ঘাতক কন্টেনার ৷ (ইটিভি ভারত)

বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, "বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ৷ তদন্ত চলছে ৷"

বারাসত, 26 মার্চ: ভরদুপুরে বারাসতে হিট অ্যান্ড রান ! জাতীয় সড়কে একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের ৷ ধাক্কার জেরে আগুনে জ্বলল বাইকে ৷ পরে, আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে কন্টেনারটিও ৷ খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘাতক কন্টেনারের চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে একটি খালি কন্টেনার মধ‍্যমগ্রাম থেকে বারাসতের দিকে আসছিল ৷ যশোর রোড পেরিয়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে কন্টেনারটি যাচ্ছিল 11 নম্বর রেলগেট দিয়ে ৷ অভিযোগ, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের চালক প্রথমে একটি বাইকে ধাক্কা মারে ৷ জাতীয় সড়কের পাশে ছিটকে পড়েন বাইক আরোহী ৷ ধাক্কার তীব্রতায় আগুন লেগে যায় বাইকটিতে ৷ জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বাইকটি ৷

ভরদুপুরে বারাসতে জাতীয় সড়কে 2টি বাইকে ধাক্কা কন্টেনারের ৷ (ইটিভি ভারত)

অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে কন্টেনারের চালক গাড়ির গতি বাড়িয়ে এগোতে থাকেন কলোনি মোড়ের দিকে ৷ সেই সময় আবারও এক বাইক আরোহীকে ধাক্কা কন্টেনারটি ৷ এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী অল্পবিস্তর জখম হয়েছেন ৷ তবে, পালাতে গিয়ে একসময় খালি কন্টেনারটিতেও আগুন ধরে যায় ৷ হেলাবটতলা সংলগ্ন লালি সিনেমা হলের সামনে জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে কন্টেনারটি ৷

Barasat Hit and Run Incident
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর জ্বলছে বাইক ৷ (ইটিভি ভারত)

এ দিকে কন্টেনারে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে চালক গাড়ি থেকে নেমে পড়েন ৷ তখনই তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ নিয়ে আসা হয় হেলবটতলা ট্রাফিক বুথে ৷ অভিযোগ, চালককে মারধরের চেষ্টাও করেন উত্তেজিত জনতার একাংশ ৷ যার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে ৷ পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি অভিযুক্ত চালকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় বারাসত থানায় ৷ পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত কন্টেনার চালককে ৷

অভিযুক্ত চালক লালবাবু শেখ বলেন, "বর্ধমান জেলায় আমার বাড়ি ৷ সেখান থেকে খালি কন্টেনার নিয়ে বারাসতের জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলাম ৷ তখন 11 নম্বর রেল গেটের কাছে অনিচ্ছাকৃতভাবে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ তখন বাইকটিতে আগুন ধরে যায় ৷ এলাকার লোকজন ও পুলিশের ভয়ে সেখান থেকে আমি গাড়ি নিয়ে আমি পালানোর চেষ্টা করেছিলাম ৷ কিছুদূর আসার পর কন্টেনারটিতেও আগুন লেগে গিয়েছে ৷ আমার কোনও দোষ ছিল না ৷"

Barasat Hit and Run Incident
12 নম্বর জাতীয় সড়কে জ্বলছে ঘাতক কন্টেনার ৷ (ইটিভি ভারত)

বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, "বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ৷ তদন্ত চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.