কলকাতা, 4 জুন: পুলিশ ব্যারাকে কনস্টেবলের রহস্যমৃত্যু । ঘটনাটি ঘটেছে আলিপুর বডিগার্ড লাইনসের চার নম্বর ব্যারাকে । আজ ব্যারাকের মধ্যে থেকেই ওই কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় ওয়াটগঞ্জ থানার পুলিশ । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চরম পদক্ষেপ করেছেন ওই কনস্টেবল ৷
এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরি কৃষ্ণ পাই বলেন, "মৃত কনস্টেবল গত মাসের 26 তারিখ থেকে নিখোঁজ ছিলেন । সেই ঘটনায় স্থানীয় ওয়াটগঞ্জ থানায় একটি জিইডি করা হয়েছিল । মৃত কনস্টেবলের নাম শুক্লা মুর্মু । তাঁর বাড়ি পুরুলিয়া জেলায় । ইতিমধ্যে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারীরা ।"

কনস্টেবলের দেহের বাইরের কোনও অংশে আঘাতের চিহ্ন মেলেনি বলে জানা গিয়েছে । ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কনস্টেবল বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন । এর পর আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দেহের পাশ থেকে একটি নোট উদ্ধার হয়েছে । সেই নোটে লেখা রয়েছে তিনি নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন ৷ কয়েক মাস আগে একটি পথ দুর্ঘটনায় তাঁর হাতে চোট লাগে । সেই চোটের ব্যাথায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন । পুলিশের অনুমান, সেই কারণেই চরম সিদ্ধান্ত নেন ওই কনস্টেবল । তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তার তদন্ত করছে পুলিশ ৷
ওই কনস্টেবল কখন ব্যারাকে এসে পৌঁছলেন, এবং তাঁর গতিবিধি কী ছিল, তা জানার জন্য ব্যারাক সংলগ্ন সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে । ব্যারাকের মধ্যে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, এবং কেন তা সবার নজর এড়িয়ে গেল, সেই প্রশ্ন উঠেছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।
লালবাজার সূত্রে খবর, ওই পুলিশকর্মী থার্ড ব্যাটেলিয়ানের কনস্টেবল ছিলেন । ওই কনস্টেবলের মনের অবস্থা ঠিক কী ছিল, তা তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ ৷
আত্মহত্যা কোনও সমাধান নয়
যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।