জলপাইগুড়ি, 7 এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাসেলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করলেন । চাকরিহারা যোগ্য শিক্ষকরা কেউ যায়নি । চাকরি হারিয়ে কংগ্রেসের অবস্থান মঞ্চে বসে এমনই দাবি করলেন জলপাইগুড়ির সস্ত্রীক চাকরিহারা শিক্ষক ৷
সোমবার একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চাকরিহারাদের নিয়ে বৈঠক করছেন, তখন অন্যদিকে জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের দফতরে অবস্থান বিক্ষোভে বসে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস ও কংগ্রেস সেবা দলের কর্মীরা । সেই অবস্থানে যোগ দেন জলপাইগুড়ি জেলার এক চাকরিহারা শিক্ষক । আজ জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) অফিসের গেটের ভিতরে অবস্থানে বসেন কংগ্রেস কর্মীরা ।
জলপাইগুড়িতে কংগ্রেসের বিক্ষোভে চাকরিহারা শিক্ষক (ইটিভি ভারত)চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রীর এদিনের বৈঠক প্রসঙ্গকে কটাক্ষ করেন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি ৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে চাকরিহারাদের নেতাজি ইন্ডোরে ভাঁওতাবাজি দেবার জন্য ডেকেছিলেন । আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ অবস্থানে বসেছি । আমাদের সঙ্গে এক চাকরিহারা শিক্ষকও আন্দোলনে বসেছেন । আগামীতে আরও যোগ্য শিক্ষক আমাদের সঙ্গে আসবেন । যোগ্য প্রার্থীরা আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যায়নি । এরপরও যদি যোগ্য শিক্ষকরা তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে না পারে তাহলে তাদের বোধ বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠবে । আজ নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ব্লকে ব্লকে নতুন করে স্ক্যাম তৈরি করবেন ৷কংগ্রেসের অবস্থান মঞ্চে যোগ দিয়ে চাকরিহারা শিক্ষক দেবপ্রিয় সাহা অভিযোগ করে বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আর কোনও ভরসা নেই । তাই আজ আমি নেতাজি ইন্ডোরে যাইনি । মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আপোস করতে চাই না । আগে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে কলকাতায় বসেছিলাম তখন সেখান থেকে আমাদের উঠিয়ে দেওয়া হয়েছিল । আজ কি এমন হল যে আজ চাকরিহারাদের সবাইকে ডেকে নিল ? আগে যদি আমাদের ব্যবস্থা করে দিত তাহলে আজ যেতাম । আজ মুখ্যমন্ত্রী শিক্ষা সেলের নেতাদের নিয়ে বসেছেন । অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন । প্রথম থেকেই তিনি অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে গেলেন । আমার স্ত্রীরও চাকরি গিয়েছে এই মুহূর্তে কী করব বুঝতে পারছি না । আমাদের দাবি যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক রাজ্য সরকার ।"