নয়াদিল্লি ও কলকাতা, 20 মার্চ: লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটে নিয়ে সমঝোতার কথা উঠল দিল্লিতেও ৷ সূত্রের খবর, মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে 30 জনেরও বেশি নাম প্রার্থী হিসেবে উঠে এসেছে ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও কর্ণাটক, তেলেঙ্গানা, চণ্ডীগড় রয়েছে ৷ ফের প্রার্থী হতে পারেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷ যদিও বঙ্গে বাম-কংগ্রেস জোট নিয়ে কোনও দলই এখনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানায়নি ৷ এর আগে কংগ্রেস দু'দফায় দু'টি প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ তাতে পশ্চিমবঙ্গের প্রার্থী ছিল না ৷
এদিকে সিপিএমও 16জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ৷ মঙ্গলবারও সাংবাদিক বৈঠকে প্রবীণ সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, জোট নিয়ে রাস্তা খোলা রেখেছে ৷ অধীর চৌধুরীর কথাতেও মনে করা হয়েছে, তিনি এই জোটে রাজি ৷ সূত্রের খবর অনুযায়ী রাজ্যে পুরুলিয়া ও ডায়মন্ডহারবার নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷
ডায়মন্ডহারবারে প্রার্থী হবেন বলে আগেই জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তাঁর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ৷ তবে এখনও এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত শোনা যায়নি ৷ আরেকটি কেন্দ্র পুরুলিয়া এখন বিজেপির দখলে ৷ সূত্রের খবর, কংগ্রেস এই আসনে প্রার্থী দিতে চাইলেও বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক এখানে প্রার্থী দেবে বলে জানিয়েছে ৷
2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও বাম জোটের পথে গিয়েছিল ৷ লোকসভা ভোটেও সেই জোটে লড়াই হবে বলেই জানা গিয়েছে ৷ এমনকী এই জোট ঠিক করতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কয়েকদিন আগেই দিল্লি গিয়েছিলেন ৷ বঙ্গে লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস দুই দল বরাবরই দরজা খোলা রাখার কথা জানিয়েছে ৷
আরও পড়ুন: