কলকাতা, 13 এপ্রিল: কসবা ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ ও লাথি মারার ঘটনায় রবিবার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন প্রদেশ কংগ্রেসের ৷ সঙ্গে কসবায় লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআই রিটন দাসের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে স্মারকলিপি জমা দিল কংগ্রেস ৷ এ দিন কলকাতায় মুচিপাড়া, নিউ আলিপুর, আমহার্স্ট স্ট্রিট-সহ একাধিক থানার সামনে কংগ্রেস বিক্ষোভ দেখায় ৷
মূলত, এসএসসি-র চাকরিহারা শিক্ষককে লাথি মারায় অভিযুক্ত কসবা থানার এসআই রিটন দাসকে ক্লোজ করার দাবি তোলা হয়েছে ৷ সঙ্গে গত শুক্রবার রাতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে অনশনকারী শিক্ষকদের জল না-দেওয়ার যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছিল তারই প্রতিবাদে এই কর্মসূচি ৷ এই দুই ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷

এ দিন উত্তর কলকাতায় আমহার্স্ট স্ট্রিট, মধ্য কলকাতার 49 ও 50 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া থানা এবং দক্ষিণ কলকাতায় নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস ৷ বেশ কিছুক্ষণ স্লোগান ও অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয় ৷ তারপর নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে ৷

এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "পুলিশ বরাবরই শাসকদলের কথায় চলে, এটা আমরা দেখে এসেছি ৷ কিন্তু, পুলিশ মানবিক বোধ হারিয়ে ফেলবে ! মনুষ্যত্ব না-থাকলে, মানুষ কীভাবে হবে ! তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকারের পুলিশ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে ৷ কসবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের উপর কী অকথ্য অত্যাচার চলেছে, তা সকলেই দেখেছেন ৷ শিক্ষককে লাথিও মারা হয়েছে ৷ আমরা চাই অবিলম্বে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে ক্লোজ করতে হবে ৷"