কলকাতা, 7 এপ্রিল: একই দিনে জোড়া ধাক্কা ৷ একদিকে পেট্রল ও ডিজেলের উপর শুল্কবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে সিলিন্ডার পিছু 50 টাকা করে ৷
শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের উপর পড়বে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ তবে রান্নার গ্যাসের দাম যে মধ্যবিত্তের অন্দরে প্রভাব ফেলবে, তা নিয়ে নিঃসন্দেহে বলা যায় ৷ সেই কারণে, সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া এই জোড়া সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন সাধারণ মানুষ ৷
রান্নার গ্যাসের দামবৃদ্ধি
কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ইটিভি ভারতের তরফে কথা বলা হয়েছিল বেশ কয়েকজন গৃহিণীর সঙ্গে ৷ মৌসুমী রায় বণিক, সোমা ঢালি, সংঘমিত্রা বিশ্বাসদের সংসার সামলাতে হয় ৷ তাই তাঁরা ভালো জানেন যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 50 টাকা করে বাড়লে কী প্রভাব পড়তে পারে রোজকার জীবনে ৷
তাই তাঁদের কথায়, সরকারের এই সিদ্ধান্ত সঠিক নয় । এক ধাক্কায় 50 টাকা সিলিন্ডার পিছু বাড়ানো প্রভাব অবশ্যই হেঁসেলে পড়বে । নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে ৷ এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘায়ের সমান । কোনও ভাবেই উচিত হয়নি ৷ বরং একটু স্বস্তি দিতে এই দাম কমানো উচিত ছিল সরকারের । বাধ্য হয়ে কিনতে হবে ৷ কিন্তু এই ভাবে এত দাম বাড়তি দিয়ে কেনা সুখকর নয় ।
পেট্রল-ডিজেলে শুল্ক বৃদ্ধি
সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি দু’টাকা করে বাড়ানো কথা । আর এই সিদ্ধান্তেই সিঁদুরে মেঘ দেখছেন বাইক আরোহী থেকে শুরু করে ট্যাক্সি চালক ও বাস চালকরা । তাঁদের এক বাক্যে দাবি, সরকারের এই সিদ্ধান্ত সঠিক নয় । গাড়ি চালক শেখ রেজাউল ও সুবল কুণ্ডু থেকে বাইক চালক দেবাশিস কোনার বলছেন, ‘‘এমনি আমরা শখ করে সকলেই বাইক অথবা গাড়ি ব্যবহার করি না ৷ রুটিরুজির টানে, পরিস্থিতির চাপে আমাদের ব্যবহার করতে হয় । অন্যান্য খরচের মধ্যে যদি পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পায়, তাহলে সেটা সমস্যারই হয় ।’’
তাঁরা আরও বলছেন, ‘‘নামমাত্র টাকা হলেও একসঙ্গে অনেকটা পরিমাণেই কিনতে হয় ৷ ফলে দিনের শেষে অংক কষলে অথবা এক মাসের খরচ দেখলে সেই টাকাটা বেশ অনেকটাই অতিরিক্ত । কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন তারা আমাদের কথা ভাবনাচিন্তা করুন ৷ আমজনতাকে একটু সুরাহা দিন ।’’