কলকাতা, 16 মার্চ: সরকার পোষিত জেনারেল ডিগ্রির কলেজগুলিতে এবার লাইব্রেরিয়ান পদে নিয়োগ হতে চলেছে। যা শহরের পাশাপাশি জেলাতেও নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। যদিও কত পদে নিয়োগ হবে, তা এখনও স্পষ্ট করেনি কমিশন।
মেধাতালিকা প্রকাশ হওয়ার পর সেই শূন্যপদে কত নিয়োগ হবে তা জানানো হবে বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন। এই পদের আবেদনের বয়স সীমা 40। তবে তফশিলি জাতি ও উপজাতিভুক্তরা সরকারি নিয়ম মেনে বয়সে কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য যোগ্যতার পরিমাপ বেঁধে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্সে স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাস্টার্সে পেতে হবে 55 শতাংশ নম্বর। তার সঙ্গে লাইব্রেরি কম্পিউটারাইজেশনের জ্ঞানও থাকতে হবে।
এছাড়াও এই পদে চাকরি পেতে ইউজিসি বা সিএলআইআর-এর নেট, স্লেট বা সেটের মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চলতি বছরের 12 মার্চ থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু করেছে কমিশন। যা চলবে 20 এপ্রিল পর্যন্ত। তারপর আর কোনও আবেদনপত্র গ্রহণ করবে না কমিশন। কীভাবে এই পদের জন্য আবেদন করতে হবে? তাও জানিয়ে দিয়েছে কমিশন।
- কলেজ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে তাতে প্রথমে লগ-ইন করতে হবে।
- হোম পেজেই মিলবে আবেদনের লিঙ্ক। তাতে ক্লিক করলে খুলে যাবে ফর্ম। যা সম্পূর্ণ ভালোভাবে পূরণ করতে হবে।
- তারপর বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।
- যথাযথ আবেদন ফি দিয়ে সাবমিট করলেই জমা পড়ে যাবে আবেদন পত্র।
এই আবেদন ফি তফসিলি জাতি এবং উপজাতির জন্য 1000 টাকা। সাধারণের জন্য 2000 টাকা। এই পদে চাকরি হলে বেতন হিসাবে মিলবে প্রায় 57 হাজার টাকা। এছাড়াও থাকবে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা।
আরও পড়ুন: