বোলপুর, 24 মার্চ: প্রথম 'শান্তিনিকেতন সম্মাননা' পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ আয়োজিত গীতাঞ্জলি উৎসবে তাঁকে এই সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷
অতীতে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এই উৎসব শুরু করেছিলেন। কিন্তু তখন 'শান্তিনিকেতন সম্মাননা' দেওয়া হত না। এবার থেকে এই বিশেষ সম্মান দেওয়া হবে। এই দু'জনের মধ্যে আরও একটি বিশেষ যোগ আছে। 1984 সালে প্রথমবার সোমনাথকে হারিয়েই লোকসভার সদস্য হয়েছিলেন মমতা।
এবারের উৎসব কমিটির সভাপতি পরিচালক গৌতম ঘোষ ৷ 25 মার্চ থেকে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে 'গীতাঞ্জলি উৎসব'। 3 দিন ধরে চলবে এই উৎসব ৷ আয়োজক শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। সোমবার গীতাঞ্জলির কণিকা সভাকক্ষে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের কারামন্ত্রী তথা শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি চন্দ্রনাথ সিনহা।
তিনি জানান, এই প্রথম 'শান্তিনিকেতন' ও 'গীতাঞ্জলি' সম্মাননা দেওয়া শুরু হচ্ছে ৷ প্রথমবার 'শান্তিনিকেতন সম্মাননা' দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এই মুহূর্তে তিনি লন্ডন সফরে রয়েছেন। তাঁর হয়ে সম্মান গ্রহণ করবেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন ৷ এছাড়াও, সম্মাননা দেওয়া হবে সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়কেও ।
তিনদিনের এই উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্র শতবর্ষ স্মরণে সঙ্গীত পরিবেশ করবেন ইন্দ্রনীল সেন থেকে শুরু করে রূপঙ্কর বাগচী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ঐতিহ্য রায়, অনুতম বাউল ও সুজয় ভৌমিক প্রমুখ। কবিতা পাঠ করবেন পরিচালক রাজা চন্দ, অভিনেত্রী পিয়ান সরকার প্রমুখ ৷ মন্ত্রী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানও গাইবেন শিল্পীরা ।
চন্দ্রনাথের কথায়, "আজ বিশ্বভারতী 'ওয়ার্ল্ড হেরিটেজ'। এই হেরিটেজ তকমা পেতে মুখ্যমন্ত্রীর অবদান কম নয় ৷ তিনি বিশ্বভারতীর চতুর্দিকে রিং রোড করে দিয়েছেন । যাতে কারও কোন সমস্যা না হয় ৷ সেগুলো মানুষের জানা দরকার। আমরা তাঁকে শান্তিনিকেতন সম্মাননা দিচ্ছি ৷ একটি স্মারক ও মানপত্র দেওয়া হবে ৷ এছাড়া, দুর্গাপুজোর যে কার্নিভাল হয়েছিল সেই কমিটিগুলিকে এই উৎসবের মধ্যে দিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে ৷ বোলপুরের বিশিষ্ট মানুষজনকেও সম্মানিত করা হবে ।"
প্রসঙ্গত, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ গঠন করেছিলেন তৎকালীন বোলপুরের সিপিআইএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় ৷ তাঁর সময়কালেই তৈরি হয়েছিল গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ ৷ তিনিই শুরু করে গিয়েছেন এই 'গীতাঞ্জলি উৎসব'। যা এখনও চলে আসছে ৷ অনুষ্ঠানের সফলতা কামনা করে বিদেশ থেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।