কলকাতা, 20 মার্চ: সোশাল মিডিয়াকে কাজে লাগিয়ে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার তিনি বলেন, "হিংসার কোনও ওষুধ হয় না । অনেকেই ই-মেইলের মাধ্যমে সোশাল মিডিয়াকে ব্যবহার করে আমাকে ও রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে ।"
লন্ডন সফরের আগে বিভিন্ন রকম কুৎসা ও বাধা সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । তিনি নাম না করে বাম, অতি বাম এবং সম্প্রতি গঠিত একটি সম্প্রদায়ভিত্তিক রাজনৈতিক দলকে দায়ী করেন । তাঁর দাবি, এইসব গোষ্ঠী আসলে গণশত্রু ৷ যারা হিংসার মাধ্যমে তাঁর বিদেশ সফরে বাধা দেওয়ার চেষ্টা করছে । এই গোষ্ঠীগুলি চিঠি ও ই-মেইল করে তাঁর এবং রাজ্যের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ৷ এমনকি তাঁর সফর চলাকালীন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও করা হচ্ছে । তাঁর বক্তব্য, এই হিংসার কোনও ওষুধ নেই, এর জবাব মানুষই দেবে ।
তিনি স্মরণ করিয়ে দেন, ভারত সরকারের অনুমতি নিয়েই তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন । প্রধানমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীদের শিল্প বিনিয়োগের স্বার্থে বিদেশ সফরে যেতে উৎসাহিত করেছেন । তবে ঈদ ও বাসন্তী পুজোর কথা মাথায় রেখে সফর সংক্ষিপ্ত করা হয়েছে । মুখ্যমন্ত্রী জানান, 22 মার্চ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন । কর্মসূচি শেষ করে 28 মার্চ দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর ।
তিনি আরও জানান, যুক্তরাজ্যের সঙ্গে ভারতের দীর্ঘ অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে । সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও যুক্তরাজ্য ছিল সহযোগী রাষ্ট্র । তাই রাজ্যের ভবিষ্যৎ বিনিয়োগের পথ প্রশস্ত করতেই এই সফরের আয়োজন করা হয়েছে ।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের প্রয়োজনেই বিদেশ সফরে যেতে হয় । বাংলার সম্মান বৃদ্ধি করা সকলের দায়িত্ব । আমাদের দেশের কোনও নেতা যখন বিদেশে যান, তখন আমরা কুৎসা করি না । কিন্তু, আমার বিরোধীরা ই-মেইল করে আমার নামে বদনাম করছে, আমাদের সম্পর্কে খারাপ কথা বলছে । আমাদের হাতে সেইসব ই-মেইল এসেছে । এটা বাংলা মায়ের অসম্মান । বাংলাকে অসম্মান করবেন না, দরকার হলে আমাকে করুন, কিন্তু বাংলাকে নয় ।"
তিনি আরও বলেন, “আমি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি, আমাকে অনেক লড়াই করতে হয়েছে। আমাদেরও অনেকে বিদেশে আছে, আমাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে। চাইলে আমরাও এসব কুৎসা করতে পারি, কিন্তু তা করব না। কারণ দেশের সম্মানই প্রথম।”
তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, "গণশত্রুরা কি ভাবে, বিদেশের মাটিতে আমাদের পরিচিত কেউ নেই ? চাইলে আমরাও এই পথ নিতে পারি, কিন্তু তাতে বাংলারই অসম্মান হবে । বিদেশের মাটিতে আমার বিরুদ্ধে বিক্ষোভ হলে আমি তাকে স্বাগত জানাব । এতে তো আমার পাবলিসিটি বেশি হবে । ঈর্ষার কোনও ওষুধ নেই, এর জবাব মানুষই দেবে । বাংলার মানুষ অতীতেও এর উত্তর দিয়েছে, এবারও দেবে ।"