ETV Bharat / state

চৈত্র সংক্রান্তিতে খুলছে কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধনের আগে আবেগঘন মমতা - KALIGHAT SKYWALK INAUGURATION

নববর্ষের আগেই পথ চলা শুরু কালীঘাট স্কাইওয়াকের । উদ্বোধনের আগে মায়ের সঙ্গে তাঁর কালীঘাটের স্মৃতি ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী ।

KALIGHAT SKYWALK
চৈত্র সংক্রান্তিতে উদ্বোধনের অপেক্ষায় কালীঘাট স্কাইওয়াক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 11:52 PM IST

2 Min Read

কলকাতা, 13 এপ্রিল: পুণ্যার্থীদের যাতায়াত আরও নিরাপদ ও সুবিধাজনক করতে প্রস্তুত বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াক । পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ সোমবার চৈত্র সংক্রান্তিতে এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় কালীঘাট মন্দিরে তাঁর শৈশবের স্মৃতি ও এই প্রকল্প নিয়ে আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ।

সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "51টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে, কালীঘাট মন্দিরটি আমার-সহ অগণিত ভক্তের কাছে এক ঐশ্বরিক তাৎপর্য বহন করে । প্রতি বছর আমার মায়ের সাথে মন্দিরে প্রার্থনা করার জন্য যেতাম, তার কথা আমার স্পষ্ট মনে আছে । এই স্মৃতিগুলোই আমার কাছে পবিত্র ।আজ, আমি মানুষকে একটি অত্যাধুনিক স্কাইওয়াক উপহার দিতে পেরে বিনীত বোধ করছি যা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং মেট্রো এবং প্রধান সড়কের সাথে নির্বিঘ্নে সংযুক্ত । এটি তীর্থযাত্রীদের, বিশেষ করে বয়স্কদের জন্য, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবে ।পয়লা বৈশাখের আগে, আপনাকে এবং তাঁর প্রতি আমার এই প্রণাম । মা কালী আমাদের সাথে হাঁটুন এবং আমাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন ।"

KALIGHAT SKYWALK
উদ্বোধনের অপেক্ষায় কালীঘাট স্কাইওয়াক (ইটিভি ভারত)

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজিপি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ।

435 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে কালীঘাট মন্দিরের মূল প্রবেশপথ পর্যন্ত বিস্তৃত । একটি শাখা সংযোগ রয়েছে কালীঘাট ফায়ার ব্রিগেড মোড় থেকেও । এতে রয়েছে পাঁচটি প্রবেশ ও প্রস্থান পথ, যা মেট্রো স্টেশন, ফায়ার স্টেশন ও আশপাশের রাস্তাগুলির সঙ্গে সহজ সংযোগ স্থাপন করেছে ।

KALIGHAT SKYWALK
বাইরে থেকে কালীঘাট স্কাইওয়াকের ছবি (ইটিভি ভারত)

এই প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা । 2021 সালের অক্টোবর মাসে নির্মাণ কাজ শুরু হলেও, বিদ্যুৎ ও গ্যাস লাইন, ড্রেনেজ এবং উৎসবকেন্দ্রিক জনসমাগমের কারণে কাজ থেমে থেমে চলেছে বলে জানিয়েছেন কেএমসি-র ইঞ্জিনিয়াররা ।

স্কাইওয়াক নির্মাণের পাশাপাশি উন্নত হয়েছে কালীমন্দির রোডও । অবৈধ দখল সরিয়ে রাস্তা চওড়া করা হয়েছে, ফুটপাথের প্রস্থ বাড়িয়ে 12 ফুট করা হয়েছে, এবং পেভার ব্লক বসিয়ে তা পথচারীবান্ধব করে তোলা হয়েছে । হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রেখে পথচারীদের জন্য অধিকাংশ জায়গা ফাঁকা রাখা হয়েছে ।

কলকাতা, 13 এপ্রিল: পুণ্যার্থীদের যাতায়াত আরও নিরাপদ ও সুবিধাজনক করতে প্রস্তুত বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াক । পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ সোমবার চৈত্র সংক্রান্তিতে এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় কালীঘাট মন্দিরে তাঁর শৈশবের স্মৃতি ও এই প্রকল্প নিয়ে আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ।

সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "51টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে, কালীঘাট মন্দিরটি আমার-সহ অগণিত ভক্তের কাছে এক ঐশ্বরিক তাৎপর্য বহন করে । প্রতি বছর আমার মায়ের সাথে মন্দিরে প্রার্থনা করার জন্য যেতাম, তার কথা আমার স্পষ্ট মনে আছে । এই স্মৃতিগুলোই আমার কাছে পবিত্র ।আজ, আমি মানুষকে একটি অত্যাধুনিক স্কাইওয়াক উপহার দিতে পেরে বিনীত বোধ করছি যা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং মেট্রো এবং প্রধান সড়কের সাথে নির্বিঘ্নে সংযুক্ত । এটি তীর্থযাত্রীদের, বিশেষ করে বয়স্কদের জন্য, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবে ।পয়লা বৈশাখের আগে, আপনাকে এবং তাঁর প্রতি আমার এই প্রণাম । মা কালী আমাদের সাথে হাঁটুন এবং আমাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন ।"

KALIGHAT SKYWALK
উদ্বোধনের অপেক্ষায় কালীঘাট স্কাইওয়াক (ইটিভি ভারত)

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজিপি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ।

435 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে কালীঘাট মন্দিরের মূল প্রবেশপথ পর্যন্ত বিস্তৃত । একটি শাখা সংযোগ রয়েছে কালীঘাট ফায়ার ব্রিগেড মোড় থেকেও । এতে রয়েছে পাঁচটি প্রবেশ ও প্রস্থান পথ, যা মেট্রো স্টেশন, ফায়ার স্টেশন ও আশপাশের রাস্তাগুলির সঙ্গে সহজ সংযোগ স্থাপন করেছে ।

KALIGHAT SKYWALK
বাইরে থেকে কালীঘাট স্কাইওয়াকের ছবি (ইটিভি ভারত)

এই প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা । 2021 সালের অক্টোবর মাসে নির্মাণ কাজ শুরু হলেও, বিদ্যুৎ ও গ্যাস লাইন, ড্রেনেজ এবং উৎসবকেন্দ্রিক জনসমাগমের কারণে কাজ থেমে থেমে চলেছে বলে জানিয়েছেন কেএমসি-র ইঞ্জিনিয়াররা ।

স্কাইওয়াক নির্মাণের পাশাপাশি উন্নত হয়েছে কালীমন্দির রোডও । অবৈধ দখল সরিয়ে রাস্তা চওড়া করা হয়েছে, ফুটপাথের প্রস্থ বাড়িয়ে 12 ফুট করা হয়েছে, এবং পেভার ব্লক বসিয়ে তা পথচারীবান্ধব করে তোলা হয়েছে । হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রেখে পথচারীদের জন্য অধিকাংশ জায়গা ফাঁকা রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.