ETV Bharat / state

লন্ডনের 'বসন্তে' বাকিংহাম প্যালেসের রাস্তায় প্রাতঃভ্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় - MAMATA BANERJEE IN LONDON

ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা ৷ 27 মার্চ কেলগ কলেজে ভাষণ ৷

MAMATA BANERJEE IN LONDON
লন্ডনের 'বসন্তে' বাকিংহাম প্যালেসের রাস্তায় প্রাতঃভ্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ছবি- সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 24, 2025 at 9:29 PM IST

2 Min Read

কলকাতা, 24 মার্চ: মেঘে ঢাকা আকাশ ৷ সঙ্গে বইছে তীব্র ঠান্ডা হাওয়া ৷ পারদ নেমে গিয়েছে 4 ডিগ্রিতে ৷ এটাই লন্ডনের বসন্ত ৷ কনকনে এই বসন্তে লন্ডনের রাস্তা প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর পরনে শাড়ির উপরে নীল জ্যাকেট, গায়ে চাদর এবং পায়ে মোজার সঙ্গে হাওয়াই চটি ৷ এভাবেই তাঁর পারিষদদের নিয়ে সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন লন্ডনে প্রাতঃভ্রমণে তাঁর গন্তব্য ছিল বাকিংহাম প্যালেস ও হাইড পার্ক ৷ সপ্তাহব্যাপী সফরে ইংল্যান্ডে গিয়েছেন মমতা ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে লন্ডন সফরে গিয়েছেন তিনি ৷ সফরের মূল লক্ষ্য বাংলায় বিনিয়োগ টানা, আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের নাম তুলে ধরা এবং শিক্ষাক্ষেত্রে সম্পর্ক দৃঢ় করা ৷

Mamata Banerjee in London
লন্ডনে স্বপারিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ছবি- সোশাল মিডিয়া)

তবে, ব্যস্ততম কর্মসূচির মাঝেও শরীরচর্চা মমতার কাছে ‘নো নেগোশিয়েশন’ ! সরকারি সফর হোক বা জেলা পরিদর্শন, সকালে হাঁটাহাঁটি তাঁর রোজনামচার অঙ্গ ৷ এবারের বিদেশ সফরেও তার অন্যথা হল না ৷ সোমবার সকালে মুখ্য়মন্ত্রী যখন লন্ডনের ঠান্ডা হাওয়ার মধ্যে হাঁটতে বেরিয়েছেন, তখন মমতার সফর সঙ্গীরাও তাঁকে অনুসরণ করলেন ৷

Mamata Banerjee in London
লন্ডনে প্রাতঃভ্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ছবি- সোশাল মিডিয়া)

তবে, মুখ্যমন্ত্রীর সফরের আসল আকর্ষণ 27 মার্চ, বৃহস্পতিবার ৷ ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলগ কলেজ ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অনুষ্ঠানকে ঘিরে বাংলার মানুষের মধ্যে উৎসাহ রয়েছে ৷ তবে, এই সফরে আরও একটি আকর্ষণীয় সংযোজন ঘটতে চলেছে ৷ জানা গিয়েছে, সেদিন তাঁর ভাষণ শুনতে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

সূত্রের খবর, ভারত থেকে একটি বিশেষ প্রতিনিধিদল যাচ্ছে এই অনুষ্ঠানে ৷ সেই দলে থাকছেন সৌরভও ৷ রাজনৈতিক মহল থেকে বুদ্ধিজীবী—সব জায়গায় ইতিমধ্যেই এই সফর নিয়ে জল্পনা তুঙ্গে ৷ মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে গিয়ে ভাষণ শুধু বাংলার জন্য নয়, ভারতের জন্যও এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হতে চলেছে ৷ সৌরভের উপস্থিতি এই সফরে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে ৷

এ দিন সন্ধেয় ভারতীয় হাই কমিশনের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, তার আগে লন্ডনের কনকনে ঠান্ডায় সকাল-সকাল তিনি যেন নিজেকে প্রস্তুত করে নিলেন এক অন্য লড়াইয়ের জন্য ৷

কলকাতা, 24 মার্চ: মেঘে ঢাকা আকাশ ৷ সঙ্গে বইছে তীব্র ঠান্ডা হাওয়া ৷ পারদ নেমে গিয়েছে 4 ডিগ্রিতে ৷ এটাই লন্ডনের বসন্ত ৷ কনকনে এই বসন্তে লন্ডনের রাস্তা প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর পরনে শাড়ির উপরে নীল জ্যাকেট, গায়ে চাদর এবং পায়ে মোজার সঙ্গে হাওয়াই চটি ৷ এভাবেই তাঁর পারিষদদের নিয়ে সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন লন্ডনে প্রাতঃভ্রমণে তাঁর গন্তব্য ছিল বাকিংহাম প্যালেস ও হাইড পার্ক ৷ সপ্তাহব্যাপী সফরে ইংল্যান্ডে গিয়েছেন মমতা ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে লন্ডন সফরে গিয়েছেন তিনি ৷ সফরের মূল লক্ষ্য বাংলায় বিনিয়োগ টানা, আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের নাম তুলে ধরা এবং শিক্ষাক্ষেত্রে সম্পর্ক দৃঢ় করা ৷

Mamata Banerjee in London
লন্ডনে স্বপারিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ছবি- সোশাল মিডিয়া)

তবে, ব্যস্ততম কর্মসূচির মাঝেও শরীরচর্চা মমতার কাছে ‘নো নেগোশিয়েশন’ ! সরকারি সফর হোক বা জেলা পরিদর্শন, সকালে হাঁটাহাঁটি তাঁর রোজনামচার অঙ্গ ৷ এবারের বিদেশ সফরেও তার অন্যথা হল না ৷ সোমবার সকালে মুখ্য়মন্ত্রী যখন লন্ডনের ঠান্ডা হাওয়ার মধ্যে হাঁটতে বেরিয়েছেন, তখন মমতার সফর সঙ্গীরাও তাঁকে অনুসরণ করলেন ৷

Mamata Banerjee in London
লন্ডনে প্রাতঃভ্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ছবি- সোশাল মিডিয়া)

তবে, মুখ্যমন্ত্রীর সফরের আসল আকর্ষণ 27 মার্চ, বৃহস্পতিবার ৷ ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলগ কলেজ ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অনুষ্ঠানকে ঘিরে বাংলার মানুষের মধ্যে উৎসাহ রয়েছে ৷ তবে, এই সফরে আরও একটি আকর্ষণীয় সংযোজন ঘটতে চলেছে ৷ জানা গিয়েছে, সেদিন তাঁর ভাষণ শুনতে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

সূত্রের খবর, ভারত থেকে একটি বিশেষ প্রতিনিধিদল যাচ্ছে এই অনুষ্ঠানে ৷ সেই দলে থাকছেন সৌরভও ৷ রাজনৈতিক মহল থেকে বুদ্ধিজীবী—সব জায়গায় ইতিমধ্যেই এই সফর নিয়ে জল্পনা তুঙ্গে ৷ মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে গিয়ে ভাষণ শুধু বাংলার জন্য নয়, ভারতের জন্যও এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হতে চলেছে ৷ সৌরভের উপস্থিতি এই সফরে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে ৷

এ দিন সন্ধেয় ভারতীয় হাই কমিশনের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, তার আগে লন্ডনের কনকনে ঠান্ডায় সকাল-সকাল তিনি যেন নিজেকে প্রস্তুত করে নিলেন এক অন্য লড়াইয়ের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.