ETV Bharat / state

নির্যাতিতার বাড়ি থেকে ফিরে স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর - RG Kar Doctor Rape and Murder

Mamata Banerjee: আরজি করের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে ফিরে নবান্নে বৈঠক করলেন স্বাস্থ্য সচিবের সঙ্গে ৷ কী কথা হল বৈঠকে ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 10:32 PM IST

Mamata Banerjee
স্বাস্থ্য সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক (Etv Bharat)

কলকাতা, 12 অগস্ট: আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্র মারফত জানা গিয়েছে, সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ স্বাস্থ্য দফতরের পরিকাঠামো ও আরজি করের ঘটনা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক করেন বলে জানা গিয়েছে ৷

এদিন সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে নবান্নে ফিরে এসেই আরজি কর নিয়ে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেন তিনি বলেই খবর । মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সরাসরি তিনি পুলিশকে এই ঘটনা কিনারা করার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছেন । তা না হলে গোটা মামলাটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি ।

এই বৈঠক থেকে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে নবান্ন সূত্রে যতদূর জানা যাচ্ছে তাতে, এদিন এই বৈঠকে মূলত আরজি করের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আরজিকরের পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক দাবি জানানো হয়েছিল । যতদূর জানা যাচ্ছে, এই বৈঠকে সেই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । এছাড়া এই মুহূর্তে রাজ্যজুড়ে বিভিন্ন জেলা হাসপাতালগুলোতেও কর্মবিরতি চলছে ৷ সেক্ষেত্রে এমার্জেন্সিতে যাতে কোনও ধরনের প্রভাব না পড়ে সেজন্য বিশেষ নির্দেশিকা জারি করা হতে পারে বলে খবর । প্রসঙ্গত, শুধু মুখ্যমন্ত্রী নন এদিন জেলাস্তরে কর্মবিরতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাও । সেই বৈঠকেও জেলাগুলির থেকে হাসপাতালগুলির বিষয়ে খবরাখবর নেওয়া হয়েছে বলেই খবর ।

কলকাতা, 12 অগস্ট: আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্র মারফত জানা গিয়েছে, সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ স্বাস্থ্য দফতরের পরিকাঠামো ও আরজি করের ঘটনা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক করেন বলে জানা গিয়েছে ৷

এদিন সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে নবান্নে ফিরে এসেই আরজি কর নিয়ে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেন তিনি বলেই খবর । মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সরাসরি তিনি পুলিশকে এই ঘটনা কিনারা করার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছেন । তা না হলে গোটা মামলাটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি ।

এই বৈঠক থেকে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে নবান্ন সূত্রে যতদূর জানা যাচ্ছে তাতে, এদিন এই বৈঠকে মূলত আরজি করের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আরজিকরের পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক দাবি জানানো হয়েছিল । যতদূর জানা যাচ্ছে, এই বৈঠকে সেই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । এছাড়া এই মুহূর্তে রাজ্যজুড়ে বিভিন্ন জেলা হাসপাতালগুলোতেও কর্মবিরতি চলছে ৷ সেক্ষেত্রে এমার্জেন্সিতে যাতে কোনও ধরনের প্রভাব না পড়ে সেজন্য বিশেষ নির্দেশিকা জারি করা হতে পারে বলে খবর । প্রসঙ্গত, শুধু মুখ্যমন্ত্রী নন এদিন জেলাস্তরে কর্মবিরতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাও । সেই বৈঠকেও জেলাগুলির থেকে হাসপাতালগুলির বিষয়ে খবরাখবর নেওয়া হয়েছে বলেই খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.