ETV Bharat / state

বইয়ের অভাবে বন্ধ অনলাইন ক্লাস, স্কুল খোলাতেও অনিশ্চয়তা; চিন্তায় একাদশের পড়ুয়ারা - WBCHSE ON CLASS 11 ADMISSION

WBCHSE Students Problem: একদিকে ভোটের কারণে স্কুলে কেন্দ্রীয় বাহিনী, অন্য়দিকে সরকারি বইয়ের অভাব ৷ ফলে একাদশ শ্রেণির ক্লাস শুরু করতে সমস্য়ায় পড়ুয়ারা ৷ তবে পড়ুয়াদের স্বার্থে অন্য পথে হাঁটল বেথুন কলেজিয়েট স্কুল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 5:46 PM IST

WBBSE
ভোটের প্রভাব একাদশ শ্রেণির পড়ুয়াদের জীবনে (ইটিভি ভারত)

কলকাতা, 24 মে: একাদশের ক্লাস শুরু করার ক্ষেত্রে স্কুলগুলি প্রস্তুত হলেও তৈরি নয় সংসদ ৷ চলতি বছর থেকেই একাদশে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি ৷ হাতে মাত্র তিন মাস সময় । তার মধ্যেই সিলেবাস শেষ করতে হবে । কিন্তু এখনও বাজারেই আসেনি সরকারি বই ৷ ফলে অনলাইন ক্লাস করানোর ক্ষেত্রে স্কুলগুলি প্রস্তুত হলেও বইয়ের অভাবের কথা স্বীকার করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

তিনি বলেন, "নতুন পাঠক্রমের বিজ্ঞান বিষয়ে কিছু সহায়িকা বই বাজারে রয়েছে । তবে মূল বইগুলোর শেষ পর্যায়ে কাজ চলছে । টিবি নম্বর দেওয়া হচ্ছে । দ্রুত এই কাজ শেষ হবে । স্কুলে বইগুলো অবিলম্বে পৌঁছে যাবে ।"

নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া এ বিষয়ে জানান, "একাদশে ভর্তি প্রক্রিয়া আমাদের প্রায় শেষ । কিন্তু অনলাইনে ক্লাস নিতে পারছি না । কারণ এখনও সরকারের তরফে বাংলা ও ইংরেজি বই আমাদের কাছে এসে পৌঁছয়নি । অপরদিকে, ছাত্রছাত্রীরা বাজারে অন্যান্য বইয়ের খোঁজ চালিয়েও পায়নি ৷ পাশাপাশি, ভোটের কারণে স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । তাই তাঁরা যতদিন না স্কুল ছাড়বেন, ততদিন স্কুলে গিয়ে ক্লাস চালু করা যাবে না ।"

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বাড়াল সংসদ, বাড়তি সুবিধা পড়ুয়াদের

একই সমস্যা শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশনেও । স্কুলের প্রধান সুপ্রিয় পাঁজা বলেন, "কেন্দ্রীয় বাহিনী স্কুল ছাড়তে ছাড়তে 4 জুন অথবা 5 জুন ৷ তারপর স্কুল পরিষ্কার করতে হবে । তাই 3 তারিখ স্কুল খোলা সম্ভব নয় । তার মধ্যে এখনও বই আসেনি হাতে । ফলে অনলাইনে ক্লাস শুরু করাও সম্ভব হয়নি । চিন্তা হচ্ছে তিন মাসে সিলেবাস শেষ নিয়ে ।"

অন্যদিকে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে চলেছে বেথুন কলেজিয়েট স্কুল । সেখানকার টিচার ইনচার্জ শবরী ভট্টাচার্য জানান, "আমরা বিকল্প ব্যবস্থা নেব । প্রথম দিন অর্থাৎ 3 তারিখ একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে ডেকে পাঠাব । আবার পরবর্তীতে অন্য আরেকটি ক্লাস ডাকব । পুরো স্কুল বন্ধ রাখব না । তার সঙ্গে একাদশ শ্রেণির জন্য একটি অনলাইনে গ্রুপ খোলা হয়েছে ৷ সেখানে এই মুহূর্তে আলাপচারিতার পর্ব চলছে । এইভাবে একাদশের ক্লাস নিচ্ছে সন্তোষপুর অরবিন্দ বালিকা বিদ্যালয় ।"

আরও পড়ুন:ভাঙল 194 বছরের প্রথা, 'কো-এড' হচ্ছে স্কটিশ চার্চ স্কুল

বর্তমানে দেশজুড়ে ভোটের হাওয়া । চলছে দফায় দফায় নির্বাচন । জুন মাসের 1 তারিখ নির্বাচন শেষ হয়ে থামবে ভোটগ্রহণের প্রক্রিয়া । ফলাফল ঘোষণা করা হবে 4 তারিখ । তবে এরই মাঝে স্কুল খুলে দেওয়ার কথা জানানো হয়েছে সরকারের তরফে । গরমের ছুটির পর স্কুল খোলার কথা 3 জুন। কিন্তু সরকারি তরফে স্কুল খোলার নির্দেশিকা এলেও নির্বাচনের জন্য স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । 4 জুনের পর তাঁদের রাজ্য ছাড়ার কথা । যদিও ভোট পরবর্তী হিংসার ভয়ে বিরোধীরা আরও তিন মাস তাঁদের রাজ্যে রাখার আবেদন জানিয়েছে কমিশনকে । ফলে 3 জুন কীভাবে স্কুল খুলবে তাই নিয়ে চিন্তায় শিক্ষকরা ।

আরও পড়ুন: একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের

কলকাতা, 24 মে: একাদশের ক্লাস শুরু করার ক্ষেত্রে স্কুলগুলি প্রস্তুত হলেও তৈরি নয় সংসদ ৷ চলতি বছর থেকেই একাদশে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি ৷ হাতে মাত্র তিন মাস সময় । তার মধ্যেই সিলেবাস শেষ করতে হবে । কিন্তু এখনও বাজারেই আসেনি সরকারি বই ৷ ফলে অনলাইন ক্লাস করানোর ক্ষেত্রে স্কুলগুলি প্রস্তুত হলেও বইয়ের অভাবের কথা স্বীকার করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

তিনি বলেন, "নতুন পাঠক্রমের বিজ্ঞান বিষয়ে কিছু সহায়িকা বই বাজারে রয়েছে । তবে মূল বইগুলোর শেষ পর্যায়ে কাজ চলছে । টিবি নম্বর দেওয়া হচ্ছে । দ্রুত এই কাজ শেষ হবে । স্কুলে বইগুলো অবিলম্বে পৌঁছে যাবে ।"

নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া এ বিষয়ে জানান, "একাদশে ভর্তি প্রক্রিয়া আমাদের প্রায় শেষ । কিন্তু অনলাইনে ক্লাস নিতে পারছি না । কারণ এখনও সরকারের তরফে বাংলা ও ইংরেজি বই আমাদের কাছে এসে পৌঁছয়নি । অপরদিকে, ছাত্রছাত্রীরা বাজারে অন্যান্য বইয়ের খোঁজ চালিয়েও পায়নি ৷ পাশাপাশি, ভোটের কারণে স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । তাই তাঁরা যতদিন না স্কুল ছাড়বেন, ততদিন স্কুলে গিয়ে ক্লাস চালু করা যাবে না ।"

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বাড়াল সংসদ, বাড়তি সুবিধা পড়ুয়াদের

একই সমস্যা শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশনেও । স্কুলের প্রধান সুপ্রিয় পাঁজা বলেন, "কেন্দ্রীয় বাহিনী স্কুল ছাড়তে ছাড়তে 4 জুন অথবা 5 জুন ৷ তারপর স্কুল পরিষ্কার করতে হবে । তাই 3 তারিখ স্কুল খোলা সম্ভব নয় । তার মধ্যে এখনও বই আসেনি হাতে । ফলে অনলাইনে ক্লাস শুরু করাও সম্ভব হয়নি । চিন্তা হচ্ছে তিন মাসে সিলেবাস শেষ নিয়ে ।"

অন্যদিকে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে চলেছে বেথুন কলেজিয়েট স্কুল । সেখানকার টিচার ইনচার্জ শবরী ভট্টাচার্য জানান, "আমরা বিকল্প ব্যবস্থা নেব । প্রথম দিন অর্থাৎ 3 তারিখ একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে ডেকে পাঠাব । আবার পরবর্তীতে অন্য আরেকটি ক্লাস ডাকব । পুরো স্কুল বন্ধ রাখব না । তার সঙ্গে একাদশ শ্রেণির জন্য একটি অনলাইনে গ্রুপ খোলা হয়েছে ৷ সেখানে এই মুহূর্তে আলাপচারিতার পর্ব চলছে । এইভাবে একাদশের ক্লাস নিচ্ছে সন্তোষপুর অরবিন্দ বালিকা বিদ্যালয় ।"

আরও পড়ুন:ভাঙল 194 বছরের প্রথা, 'কো-এড' হচ্ছে স্কটিশ চার্চ স্কুল

বর্তমানে দেশজুড়ে ভোটের হাওয়া । চলছে দফায় দফায় নির্বাচন । জুন মাসের 1 তারিখ নির্বাচন শেষ হয়ে থামবে ভোটগ্রহণের প্রক্রিয়া । ফলাফল ঘোষণা করা হবে 4 তারিখ । তবে এরই মাঝে স্কুল খুলে দেওয়ার কথা জানানো হয়েছে সরকারের তরফে । গরমের ছুটির পর স্কুল খোলার কথা 3 জুন। কিন্তু সরকারি তরফে স্কুল খোলার নির্দেশিকা এলেও নির্বাচনের জন্য স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । 4 জুনের পর তাঁদের রাজ্য ছাড়ার কথা । যদিও ভোট পরবর্তী হিংসার ভয়ে বিরোধীরা আরও তিন মাস তাঁদের রাজ্যে রাখার আবেদন জানিয়েছে কমিশনকে । ফলে 3 জুন কীভাবে স্কুল খুলবে তাই নিয়ে চিন্তায় শিক্ষকরা ।

আরও পড়ুন: একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.