ETV Bharat / state

কনস্টেবলের পোশাক চুরি করে তোলাবাজি, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার - CIVIC VOLUNTEER ARRESTED

নিজেকে অফিসার পরিচয় দিয়ে বাসিন্দাদের থেকে তোলা তুলছে। এলাকাবাসী ফোন করতে ঘটনাস্থলে এসে কসবা থানার পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে ।

CIVIC VOLUNTEER ARRESTED
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2025 at 12:01 PM IST

2 Min Read

কলকাতা, 24 মে: কলকাতা পুলিশের কনস্টেবলের পোশাক চুরি করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি! কাঠগোড়ায় এক সিভিক ভলান্টিয়ার। এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে হাতেনাতে তাকে গ্রেফতার করল পুলিশ।

ধৃত সিভিক ভলান্টিয়ার নিরাজ সিং বর্তমানে কলকাতার প্রগতি ময়দান থানায় কর্মরত। বৃহস্পতিবার রাতে কসবা থানা এলাকায় বাসিন্দারা পুলিশে ফোন (100 ডায়াল) করেন ৷ তাঁরা জানান, সেখানকার এক সিভিক ভলান্টিয়ার পুলিশের উর্দি পড়ে, নিজেকে অফিসার পরিচয় দিয়ে বাসিন্দাদের থেকে তোলা তুলছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানা পুলিশ।

তাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো বিষয়টি সামনে আসে। পরে তাকে গ্রেফতার করা হয় । জানা গিয়েছে, থানার ব্যারাক থেকে এক কনস্টেবলের উর্দি নিজের ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়েছিল সিভিক ভলান্টিয়ার নিরাজ সিং। পরে সেই উর্দিটি পড়ে কসবা এলাকায় তোলাবাজি করছিল সে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

তদন্তে পুলিশ জানতে চাইছে ওই সিভিক ভলান্টিয়ার কীভাবে ব্যারাক থেকে কোনও পুলিশ কর্মীর উর্দি চুরি করল? এছাড়াও তদন্তকারীরা আরও জানতে চাইছেন, ব্যারাকে পোশাক চুরি হল আর সেই বিষয়টি কেন রেকর্ড এল না ?

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা এই বিষয়ে তদন্তে নেমে ওই সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়েছি।" সম্প্রতি, বরানগরে সিভিক ভলান্টিয়ারকে হাতেনাতে ধরেন এক মহিলা। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল। সেই সময় ওই মহিলার ধমকে কার্যত কান ধরে কাকুতি মিনতি করেন বলে যায় ওই সিভিককে। এরপরই ফের কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারের এই 'কুকীর্তি' সামনে এল ৷

কলকাতা, 24 মে: কলকাতা পুলিশের কনস্টেবলের পোশাক চুরি করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি! কাঠগোড়ায় এক সিভিক ভলান্টিয়ার। এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে হাতেনাতে তাকে গ্রেফতার করল পুলিশ।

ধৃত সিভিক ভলান্টিয়ার নিরাজ সিং বর্তমানে কলকাতার প্রগতি ময়দান থানায় কর্মরত। বৃহস্পতিবার রাতে কসবা থানা এলাকায় বাসিন্দারা পুলিশে ফোন (100 ডায়াল) করেন ৷ তাঁরা জানান, সেখানকার এক সিভিক ভলান্টিয়ার পুলিশের উর্দি পড়ে, নিজেকে অফিসার পরিচয় দিয়ে বাসিন্দাদের থেকে তোলা তুলছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানা পুলিশ।

তাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো বিষয়টি সামনে আসে। পরে তাকে গ্রেফতার করা হয় । জানা গিয়েছে, থানার ব্যারাক থেকে এক কনস্টেবলের উর্দি নিজের ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে পড়েছিল সিভিক ভলান্টিয়ার নিরাজ সিং। পরে সেই উর্দিটি পড়ে কসবা এলাকায় তোলাবাজি করছিল সে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

তদন্তে পুলিশ জানতে চাইছে ওই সিভিক ভলান্টিয়ার কীভাবে ব্যারাক থেকে কোনও পুলিশ কর্মীর উর্দি চুরি করল? এছাড়াও তদন্তকারীরা আরও জানতে চাইছেন, ব্যারাকে পোশাক চুরি হল আর সেই বিষয়টি কেন রেকর্ড এল না ?

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা এই বিষয়ে তদন্তে নেমে ওই সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়েছি।" সম্প্রতি, বরানগরে সিভিক ভলান্টিয়ারকে হাতেনাতে ধরেন এক মহিলা। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল। সেই সময় ওই মহিলার ধমকে কার্যত কান ধরে কাকুতি মিনতি করেন বলে যায় ওই সিভিককে। এরপরই ফের কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারের এই 'কুকীর্তি' সামনে এল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.