ETV Bharat / state

সিএনজি পাম্পে দালাল চক্রের বাড়বাড়ন্ত, বঞ্চিত চালকদের নিয়ে বিক্ষোভ সিটু'র - CITU app cab union protests

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 7:47 PM IST

CITU app cab union protests: পেট্রোল পাম্পে গ্যাস ভরানো নিয়ে সমস্যার সমুখীন হতে হচ্ছে অ্যাপ ক্যাব চালকদের ৷ তার সঙ্গে যোগ হয়েছে সিএনজি পাম্পে দালাল চক্রের রমরমা ৷ এনিয়ে পরিবহণ ভবনের সামনে বিক্ষোভ দেখাল সিটু অনুমোদিত অ্যাপ অ্যাব চালক সংগঠন ৷

CITU app cab union protests
বিক্ষোভ সিটু'র (নিজস্ব চিত্র)

কলকাতা, 15 জুন: সিএনজি পাম্পে দালাল চক্রের বাড়বাড়ন্তের জেরে বঞ্চিত হচ্ছেন বাকি চালকরা ৷ দাবি তুলেছেন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব মালিকরা ৷ গোড়া থেকেই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি চালিত অ্যাপ ক্যাবের চালকদের পেট্রোল পাম্পে গ্যাস ভরানো নিয়ে সমস্যার সমুখীন হতে হচ্ছিল ৷ সম্প্রতি তার সঙ্গে দোসর হয়েছে দালাল চক্র ৷ যাঁরা শাসক দলের সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের সুবিধা পাইয়ে দিচ্ছেন ৷

শনিবার এমন দাবি জানিয়ে কসবা পরিবহণ ভবনের সামনে বিক্ষোভ দেখায় সিটু অনুমোদিত অ্যাপ অ্যাব সংগঠন ৷ এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের চরম হুঁশিয়ারও দিয়েছে সংগঠন ৷ এই নিয়ে তারা পরিবহণ ভবনে ডেপুটেশনও জমা দেন ৷

সিএনজি ভরা নিয়ে প্রতিদিন অশান্তি চলছে পেট্রোল পাম্পগুলিতে ৷ গ্যাসের নিয়মিত সরবারাহ নেই ৷ দীর্ঘদিন ধরে এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন মালিক ও চালক সব পক্ষই। তবে একাধিকবার বিক্ষোভ বা পথ অবরোধ করেও কোনও লাভই হয়নি ৷ তাই ফের সেই দাবি তুলে এদিন কসবার আরটিও-র সামনে বিক্ষোভ দেখাল কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়ন (সিআইটিইউ) ৷

এই প্রসঙ্গে সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব অপারেটর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ দাবি করেন, প্রতিদিন রাজ্যে পরিবহণ বিভাগ সিএনজি চালিত গাড়ির পারমিট দিচ্ছে অথচ গ্যাসের নিয়মিত সরবরাহের কোনও ব্যবস্থা করছে না ৷ তাই রাজ্য ও কেন্দ্র সরকার বিষয়টির দিকে নজর দিয়ে গ্যাসের সাপ্লাই নিয়মিত করুক ৷ কারণ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে চালকদের গ্যাস ভরাতে হচ্ছে ৷ অনেকে আবার দিন থেকে রাত পর্যন্ত লাইন দিয়ে থাকলেও গ্যাস শেষ হয়ে যাওয়ার ফলে খালি ট্যাঙ্ক নিয়েই ফিরে যাচ্ছেন ৷

তিনি আরও জানান, এই সমস্যার সঙ্গে দোসর হয়েছে অসাধু দালালচক্র ৷ এই দালালরা পাম্পের মালিক ও কর্মচারীদের সঙ্গে হাত মিলিয়ে শাসকদলের সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের গ্যাস দিতে দিচ্ছে ৷ রাজ্য সরকারকে উদ্যেশ্য করে তিনি জানান, রাজ্য সরকার এই নিয়ে কিছুই করছে না ৷ যে জমি জট নিয়ে সিএনজি সরবরাহের পাইপ কলকাতা পর্যন্ত নিয়ে আসা যাচ্ছে না, সেই জমি জট এতদিনেও মেটানো যাচ্ছে না কেন ? রাজ্য সরকার এই গরিব চালকদের কথা ভাবছে না কেন ? প্রশ্ন তোলেন তাঁরা।

শহর ও শহরতলিতে সিএনজি পাম্পের সংখ্যাও কম ৷ এই বিষয়ে ইন্দ্রজিৎ জানান, রাজ্যকে সিএনজি পাম্পের সংখ্যাও বাড়াতে হবে, না হলে এই সমস্যা মিটবে না ৷ চালকরা জানান, এই গ্যাস ভরানোকে কেন্দ্র করে প্রতিদিনই কেউ না কেউ মারও খাচ্ছেন বাকি কিছু চালকদের হাতে ৷ এই বিষয়ে সংগঠনের আরেক চালক সোহাগ খান জানান, যতদিন না পর্যন্ত গ্যাসের অভাব মিটছে, ততদিন পর্যন্ত দালাল চক্র যাতে চালক ও মালিকদের উপর হামলা করতে না পারে, তার জন্য পেট্রোল পাম্পে পুলিশি প্রহরা বসাতে হবে ৷

কলকাতা, 15 জুন: সিএনজি পাম্পে দালাল চক্রের বাড়বাড়ন্তের জেরে বঞ্চিত হচ্ছেন বাকি চালকরা ৷ দাবি তুলেছেন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব মালিকরা ৷ গোড়া থেকেই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি চালিত অ্যাপ ক্যাবের চালকদের পেট্রোল পাম্পে গ্যাস ভরানো নিয়ে সমস্যার সমুখীন হতে হচ্ছিল ৷ সম্প্রতি তার সঙ্গে দোসর হয়েছে দালাল চক্র ৷ যাঁরা শাসক দলের সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের সুবিধা পাইয়ে দিচ্ছেন ৷

শনিবার এমন দাবি জানিয়ে কসবা পরিবহণ ভবনের সামনে বিক্ষোভ দেখায় সিটু অনুমোদিত অ্যাপ অ্যাব সংগঠন ৷ এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের চরম হুঁশিয়ারও দিয়েছে সংগঠন ৷ এই নিয়ে তারা পরিবহণ ভবনে ডেপুটেশনও জমা দেন ৷

সিএনজি ভরা নিয়ে প্রতিদিন অশান্তি চলছে পেট্রোল পাম্পগুলিতে ৷ গ্যাসের নিয়মিত সরবারাহ নেই ৷ দীর্ঘদিন ধরে এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন মালিক ও চালক সব পক্ষই। তবে একাধিকবার বিক্ষোভ বা পথ অবরোধ করেও কোনও লাভই হয়নি ৷ তাই ফের সেই দাবি তুলে এদিন কসবার আরটিও-র সামনে বিক্ষোভ দেখাল কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়ন (সিআইটিইউ) ৷

এই প্রসঙ্গে সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব অপারেটর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ দাবি করেন, প্রতিদিন রাজ্যে পরিবহণ বিভাগ সিএনজি চালিত গাড়ির পারমিট দিচ্ছে অথচ গ্যাসের নিয়মিত সরবরাহের কোনও ব্যবস্থা করছে না ৷ তাই রাজ্য ও কেন্দ্র সরকার বিষয়টির দিকে নজর দিয়ে গ্যাসের সাপ্লাই নিয়মিত করুক ৷ কারণ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে চালকদের গ্যাস ভরাতে হচ্ছে ৷ অনেকে আবার দিন থেকে রাত পর্যন্ত লাইন দিয়ে থাকলেও গ্যাস শেষ হয়ে যাওয়ার ফলে খালি ট্যাঙ্ক নিয়েই ফিরে যাচ্ছেন ৷

তিনি আরও জানান, এই সমস্যার সঙ্গে দোসর হয়েছে অসাধু দালালচক্র ৷ এই দালালরা পাম্পের মালিক ও কর্মচারীদের সঙ্গে হাত মিলিয়ে শাসকদলের সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের গ্যাস দিতে দিচ্ছে ৷ রাজ্য সরকারকে উদ্যেশ্য করে তিনি জানান, রাজ্য সরকার এই নিয়ে কিছুই করছে না ৷ যে জমি জট নিয়ে সিএনজি সরবরাহের পাইপ কলকাতা পর্যন্ত নিয়ে আসা যাচ্ছে না, সেই জমি জট এতদিনেও মেটানো যাচ্ছে না কেন ? রাজ্য সরকার এই গরিব চালকদের কথা ভাবছে না কেন ? প্রশ্ন তোলেন তাঁরা।

শহর ও শহরতলিতে সিএনজি পাম্পের সংখ্যাও কম ৷ এই বিষয়ে ইন্দ্রজিৎ জানান, রাজ্যকে সিএনজি পাম্পের সংখ্যাও বাড়াতে হবে, না হলে এই সমস্যা মিটবে না ৷ চালকরা জানান, এই গ্যাস ভরানোকে কেন্দ্র করে প্রতিদিনই কেউ না কেউ মারও খাচ্ছেন বাকি কিছু চালকদের হাতে ৷ এই বিষয়ে সংগঠনের আরেক চালক সোহাগ খান জানান, যতদিন না পর্যন্ত গ্যাসের অভাব মিটছে, ততদিন পর্যন্ত দালাল চক্র যাতে চালক ও মালিকদের উপর হামলা করতে না পারে, তার জন্য পেট্রোল পাম্পে পুলিশি প্রহরা বসাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.