ETV Bharat / state

আপাতত দিল্লি যাচ্ছেন না মমতা, মঙ্গলে উপস্থিত থাকতে পারেন বিধানসভায় - MAMATA BANERJEE

তৃণমূলের একটি সূত্রের দাবি, বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সবদিক থেকেই গুরুত্বপূর্ণ ৷ আর তাই আপাতত দিল্লি যাচ্ছেন না বাংলার প্রশাসনিক প্রধান ৷

MAMATA BANERJEE
আপাতত দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 6, 2025 at 10:37 AM IST

2 Min Read

কলকাতা, 6 জুন: নবান্ন সূত্রে জানা গিয়েছিল আগামী সোমবার দিল্লি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ও চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবার রাতের দিকে জানা যায় আপাতত দিল্লি যাচ্ছেন না মমতা। পরে পরিস্থিতি অনুযায়ী তাঁর দিল্লি সফরের দিনক্ষণ ঠিক হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায় মুখ্যমন্ত্রীর দিল্লি যাচ্ছেন ৷ দুপুরের পর থেকে অবশ্য সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। তার অন্যতম কারণ, আগামী 9 তারিখ থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাদল অধিবেশন ৷ অধিবেশন শুরুর একদিন বাদে মানে 10 তারিখ ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে বিশেষ আলোচনার ব্যবস্থা করা হয়েছে ৷ সেই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। ফলে তখন থেকেই বোঝা যাচ্ছিল দিল্লি যাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। অবশেষে সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই স্পষ্ট হয়ে যায় আপাতত দিল্লি যাচ্ছেন না মমতা।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক। রাজ্যের 1 লক্ষ 75 হাজার কোটি টাকার বকেয়া-সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বন্ধ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী দফতর থেকে সময় না পাওয়ায় আপাতত দিল্লি সফর স্থগিত রাখছেন তিনি। এ বিষয়ে সরকারিভাবে রাজ্য় প্রশাসন বা তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

তৃণমূলের এক সাংসদ অবশ্য জানিয়েছেন, দলের তরফ থেকে পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রকে একাধিকবার বলা হয়েছে ৷ তবে এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি মোদি সরকার। কিন্তু এরই মধ্যে রাজ্যে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ৷ পাশাপাশি একাধিক সংশোধনী বিলও আসবে। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ ৷ আর তাই আপাতত দিল্লি যাচ্ছে না তিনি।

কলকাতা, 6 জুন: নবান্ন সূত্রে জানা গিয়েছিল আগামী সোমবার দিল্লি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ও চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবার রাতের দিকে জানা যায় আপাতত দিল্লি যাচ্ছেন না মমতা। পরে পরিস্থিতি অনুযায়ী তাঁর দিল্লি সফরের দিনক্ষণ ঠিক হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায় মুখ্যমন্ত্রীর দিল্লি যাচ্ছেন ৷ দুপুরের পর থেকে অবশ্য সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। তার অন্যতম কারণ, আগামী 9 তারিখ থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাদল অধিবেশন ৷ অধিবেশন শুরুর একদিন বাদে মানে 10 তারিখ ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে বিশেষ আলোচনার ব্যবস্থা করা হয়েছে ৷ সেই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। ফলে তখন থেকেই বোঝা যাচ্ছিল দিল্লি যাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। অবশেষে সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই স্পষ্ট হয়ে যায় আপাতত দিল্লি যাচ্ছেন না মমতা।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক। রাজ্যের 1 লক্ষ 75 হাজার কোটি টাকার বকেয়া-সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বন্ধ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী দফতর থেকে সময় না পাওয়ায় আপাতত দিল্লি সফর স্থগিত রাখছেন তিনি। এ বিষয়ে সরকারিভাবে রাজ্য় প্রশাসন বা তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

তৃণমূলের এক সাংসদ অবশ্য জানিয়েছেন, দলের তরফ থেকে পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রকে একাধিকবার বলা হয়েছে ৷ তবে এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি মোদি সরকার। কিন্তু এরই মধ্যে রাজ্যে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ৷ পাশাপাশি একাধিক সংশোধনী বিলও আসবে। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ ৷ আর তাই আপাতত দিল্লি যাচ্ছে না তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.