ETV Bharat / state

মহালয়াতেই সামনে আসছে মমতার পুজোর গানের অ্যালবাম - Mamata Banerjee Durga Puja Album

Mamata Banerjee Durga Puja Music Album: দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার দিনই সামনে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গানের অ্যালবাম ৷ এই অ্যালবামে 10টি গান রয়েছে ৷ প্রত্যেকটি গানের গীতিকার এবং সুরকার মুখ্যমন্ত্রীই ৷ গানগুলিতে গলা মিলিয়েছেন বাংলার নামকরা শিল্পীরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 2:08 PM IST

Mamata Banerjee Durga Puja Music Album
বুধবার প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর পুজো-অ্যালবাম (ইটিভি ভারত)

কলকাতা, 2 অক্টোবর: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা । আজ অর্থাৎ মহালয়ার দিন প্রকাশ পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গানের অ্যালবাম ৷ তাঁর এ বছরের পুজোর অ্যালবামের নাম 'অঞ্জলি' ৷ এই অ্যালবামের গানগুলিতে কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ৷

প্রত্যেক বছর মহালয়ার দিন দলের মুখপত্রর উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি নিজের অ্যালবাম প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েক বছরে এটাই হয়ে আসছে । সেই পরম্পরা জারি থাকছে এবারও ৷ দশটি গান সম্মিলিত একটি মিউজিক অ্যালবাম আজ প্রকাশিত হতে চলেছে । যার প্রত্যেকটি গানের গীতিকার এবং সুরকার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাঁর এবারের পুজো অ্যালবামে গলা মিলিয়েছেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুর মতো শিল্পীরা ।

Mamata Banerjee Durga Puja Music Album
মহালয়ায় প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর পুজো-অ্যালবাম (নিজস্ব ছবি)

মঙ্গলবারই দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁর পুজো অ্যালবামের কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি জানান, মহালয়ায় এবার তাঁর পুজোর গানের অ্যালবাম প্রকাশিত হতে চলেছে ।

'আমার দৃষ্টির সরোবরে তৃষার রোদ্দুর', 'ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো' ও 'সৃষ্টি এসো ঘুমের ঘোরে'... এই তিনটি গান অ্যালবামে রয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ বাকি গানগুলি আজ দুপুর 2 টোয় নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকেই প্রকাশিত হবে বলে সূত্রের খবর । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীরা এ দিন এই গানগুলি নজরুল মঞ্চে উপস্থাপন করবেন বলেও জানা গিয়েছে । সঙ্গীত আয়োজনে রয়েছেন দেবজ্যোতি বসু ও কুণাল চক্রবর্তী ।

Mamata Banerjee Durga Puja Music Album
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর অ্যালবামের নাম 'অঞ্জলি' (নিজস্ব ছবি)

প্রত্যেক বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন করবেন ৷ এইগুলির মধ্যে রয়েছে কলকাতার বড় বড় মণ্ডপ-সহ জেলার পুজো ৷ জেলার পুজোগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 2 অক্টোবর: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা । আজ অর্থাৎ মহালয়ার দিন প্রকাশ পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গানের অ্যালবাম ৷ তাঁর এ বছরের পুজোর অ্যালবামের নাম 'অঞ্জলি' ৷ এই অ্যালবামের গানগুলিতে কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ৷

প্রত্যেক বছর মহালয়ার দিন দলের মুখপত্রর উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি নিজের অ্যালবাম প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েক বছরে এটাই হয়ে আসছে । সেই পরম্পরা জারি থাকছে এবারও ৷ দশটি গান সম্মিলিত একটি মিউজিক অ্যালবাম আজ প্রকাশিত হতে চলেছে । যার প্রত্যেকটি গানের গীতিকার এবং সুরকার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাঁর এবারের পুজো অ্যালবামে গলা মিলিয়েছেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুর মতো শিল্পীরা ।

Mamata Banerjee Durga Puja Music Album
মহালয়ায় প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর পুজো-অ্যালবাম (নিজস্ব ছবি)

মঙ্গলবারই দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই তাঁর পুজো অ্যালবামের কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি জানান, মহালয়ায় এবার তাঁর পুজোর গানের অ্যালবাম প্রকাশিত হতে চলেছে ।

'আমার দৃষ্টির সরোবরে তৃষার রোদ্দুর', 'ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো' ও 'সৃষ্টি এসো ঘুমের ঘোরে'... এই তিনটি গান অ্যালবামে রয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ বাকি গানগুলি আজ দুপুর 2 টোয় নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকেই প্রকাশিত হবে বলে সূত্রের খবর । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীরা এ দিন এই গানগুলি নজরুল মঞ্চে উপস্থাপন করবেন বলেও জানা গিয়েছে । সঙ্গীত আয়োজনে রয়েছেন দেবজ্যোতি বসু ও কুণাল চক্রবর্তী ।

Mamata Banerjee Durga Puja Music Album
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর অ্যালবামের নাম 'অঞ্জলি' (নিজস্ব ছবি)

প্রত্যেক বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন করবেন ৷ এইগুলির মধ্যে রয়েছে কলকাতার বড় বড় মণ্ডপ-সহ জেলার পুজো ৷ জেলার পুজোগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.