ETV Bharat / state

কলকাতায় আসছেন দেশের প্রধান বিচারপতি, শনিতে মমতা-সাক্ষাতের সম্ভাবনা - CJI to MEET CM Mamata Banerjee

Chief Justice of India to Visit Kolkata: কলকাতায় আসছেন দেশের প্রধান বিচারপতি ৷ শুক্রবার বিকেলেই তিনি কলকাতায় আসছেন বলে খবর ৷ শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 10:54 PM IST

Kolkata Visit of chief justice of India
দেশের প্রধান বিচারপতি (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 জুন: কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ শুক্রবারই তাঁর মহানগরে আসার কথা ৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী পরশুদিন অর্থাৎ শনিবার পর্যন্ত কলকাতাতেই থাকছেন দেশের প্রধান বিচারপতি ৷

শুধু তাই নয়, শনিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি নির্দিষ্ট অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি ৷ সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷ তবে বৈঠক যে হবেই, তা এখনও নবান্নের তরফে নিশ্চিত করা হয়নি ৷ তাছাড়া বৈঠক হলেও তার কোনও নির্দিষ্ট বিষয় থাকবে কি না, সেটাও স্পষ্ট নয় রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে ৷

কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দু'শো বছর পূর্তি হচ্ছে এবছর ৷ দেশের প্রধান বিচারপতির সফরসূচি অনুযায়ী, শুক্রবার বিকেলে কলকাতায় এসে সন্ধ্যায় টাউনহলে হাইকোর্টের বার লাইব্রেরির দু'শো বছর পূর্তির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের । সেখানে উপস্থিত থাকবেন আরও দুই বিচারপতি ৷

এরপর শুক্রবার কলকাতাতেই থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ তবে তাঁর আর কোনও কর্মসূচি আছে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ শুক্রবার শহরে রাত্রিবাসের পর শনিবার বাইপাসের ধারের একটি হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে যোগ দেবেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

এই অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ প্রশাসন সূত্রে খবর, এই অনুষ্ঠানের ফাঁকেই দু'জনের মধ্যে আলাদা করে কথা হতে পারে ৷ দেশের প্রধান বিচারপতি এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্ভাব্য বৈঠক নিয়ে একাধিক মহলে চর্চা শুরু হয়েছে ৷ নিছক সৌজন্যের খাতিরেই দুই প্রধানের সাক্ষাৎ নাকি নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে আলোচনা, তা জানা যাবে শনিবার, 29 জুন ৷

কলকাতা, 27 জুন: কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ শুক্রবারই তাঁর মহানগরে আসার কথা ৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী পরশুদিন অর্থাৎ শনিবার পর্যন্ত কলকাতাতেই থাকছেন দেশের প্রধান বিচারপতি ৷

শুধু তাই নয়, শনিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি নির্দিষ্ট অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি ৷ সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷ তবে বৈঠক যে হবেই, তা এখনও নবান্নের তরফে নিশ্চিত করা হয়নি ৷ তাছাড়া বৈঠক হলেও তার কোনও নির্দিষ্ট বিষয় থাকবে কি না, সেটাও স্পষ্ট নয় রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে ৷

কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দু'শো বছর পূর্তি হচ্ছে এবছর ৷ দেশের প্রধান বিচারপতির সফরসূচি অনুযায়ী, শুক্রবার বিকেলে কলকাতায় এসে সন্ধ্যায় টাউনহলে হাইকোর্টের বার লাইব্রেরির দু'শো বছর পূর্তির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের । সেখানে উপস্থিত থাকবেন আরও দুই বিচারপতি ৷

এরপর শুক্রবার কলকাতাতেই থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ তবে তাঁর আর কোনও কর্মসূচি আছে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ শুক্রবার শহরে রাত্রিবাসের পর শনিবার বাইপাসের ধারের একটি হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে যোগ দেবেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

এই অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ প্রশাসন সূত্রে খবর, এই অনুষ্ঠানের ফাঁকেই দু'জনের মধ্যে আলাদা করে কথা হতে পারে ৷ দেশের প্রধান বিচারপতি এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্ভাব্য বৈঠক নিয়ে একাধিক মহলে চর্চা শুরু হয়েছে ৷ নিছক সৌজন্যের খাতিরেই দুই প্রধানের সাক্ষাৎ নাকি নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে আলোচনা, তা জানা যাবে শনিবার, 29 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.