ETV Bharat / state

তরুণীকে লক্ষ্য করে কেমিক্যাল হামলা! অভিযুক্তকে পাকড়াও করে মারধর উত্তরপাড়ায় - UTTARPARA CHEMICAL ATTACK

আক্রান্ত ছাত্রী উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানায়। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Uttarpara Chemical Attack
উত্তরপাড়ায় তরুণীকে লক্ষ্য করে কেমিক্যাল হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2025 at 8:09 AM IST

2 Min Read

উত্তরপাড়া, 4 জুন: ফের তরল রাসায়নিক ছুঁড়ে মারার অভিযোগ তরুণীর গায়ে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার এলাকায়। মঙ্গলবার রাতে কাঁঠাল বাগান এলাকায় পুজো দিয়ে ফিরছিল দুই ছাত্রী। বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে লক্ষ্য করে তরল রাসায়নিক ছুঁড়ে মারা অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এর প্রতিবাদ করতে গেলে আরেক তরুণীকে ভয় দেখায় বাকি দুষ্কৃতীরা। স্থানীয় লোকজন দেখে ফেলে এবং এই দুষ্কৃতী দলের একজনকে পাকড়াও করে। এই সুযোগে বাকি কয়েকজন ভয়ে পালিয়ে যায়। উত্তেজিত ধৃত দুষ্কৃতীকে জনতা বেধড়ক মারধর করে। এরপরই উত্তরপাড়া থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

আক্রান্ত ছাত্রী উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানায়। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। গত দিনের ঘটনার পর থেকেই তার খোঁজ চলছিল। আজ একটি ব্যাগ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় অন্য কেউ যুক্ত থাকলে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েকদিন আগেই উত্তরপাড়ায় 11 নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে ফেরার সময় এক তরুণীর গায়ে পিছন দিক থেকে তরল রাসায়নিক ছুঁড়ে মারা হয়েছিল। ওই তরুণীর চুলে, মোবাইলে কেমিক্যাল লেগে যায়। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হলেও কাউকে গ্রেফতার করা যায়নি সেবার। মঙ্গলবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। একজনকে ধরা হয়। বাকি দুজনকে ধরে মারধর করা হলেও পরে তারা পালিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্তরা টিটাগর ওয়াগন কারখানার শ্রমিক।

স্থানীয় বাসিন্দা অনিল চৌধুরী জানান, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা দলে চারজন ছিল। সবার বয়স চল্লিশের উপরে। একজনকে ধরেছে। সেরকম কিছু পাওয়া যায়নি ওদের কাছে। এই ঘটনায় এলাকায় মেয়েদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে৷

থানার মধ্যেই গৃহবধূর উপর অ্যাসিড হামলা প্রাক্তন দেওরের, গ্রেফতার 4

উত্তরপাড়া, 4 জুন: ফের তরল রাসায়নিক ছুঁড়ে মারার অভিযোগ তরুণীর গায়ে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার এলাকায়। মঙ্গলবার রাতে কাঁঠাল বাগান এলাকায় পুজো দিয়ে ফিরছিল দুই ছাত্রী। বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে লক্ষ্য করে তরল রাসায়নিক ছুঁড়ে মারা অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এর প্রতিবাদ করতে গেলে আরেক তরুণীকে ভয় দেখায় বাকি দুষ্কৃতীরা। স্থানীয় লোকজন দেখে ফেলে এবং এই দুষ্কৃতী দলের একজনকে পাকড়াও করে। এই সুযোগে বাকি কয়েকজন ভয়ে পালিয়ে যায়। উত্তেজিত ধৃত দুষ্কৃতীকে জনতা বেধড়ক মারধর করে। এরপরই উত্তরপাড়া থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

আক্রান্ত ছাত্রী উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানায়। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। গত দিনের ঘটনার পর থেকেই তার খোঁজ চলছিল। আজ একটি ব্যাগ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় অন্য কেউ যুক্ত থাকলে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েকদিন আগেই উত্তরপাড়ায় 11 নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে ফেরার সময় এক তরুণীর গায়ে পিছন দিক থেকে তরল রাসায়নিক ছুঁড়ে মারা হয়েছিল। ওই তরুণীর চুলে, মোবাইলে কেমিক্যাল লেগে যায়। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হলেও কাউকে গ্রেফতার করা যায়নি সেবার। মঙ্গলবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। একজনকে ধরা হয়। বাকি দুজনকে ধরে মারধর করা হলেও পরে তারা পালিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্তরা টিটাগর ওয়াগন কারখানার শ্রমিক।

স্থানীয় বাসিন্দা অনিল চৌধুরী জানান, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা দলে চারজন ছিল। সবার বয়স চল্লিশের উপরে। একজনকে ধরেছে। সেরকম কিছু পাওয়া যায়নি ওদের কাছে। এই ঘটনায় এলাকায় মেয়েদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে৷

থানার মধ্যেই গৃহবধূর উপর অ্যাসিড হামলা প্রাক্তন দেওরের, গ্রেফতার 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.