কলকাতা, 16 ফেব্রুয়ারি: উলটপুরাণ !কোনও অঙ্কই কাজে এল না ৷ পার্টির জেলা সম্মেলনের প্রতিনিধিদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত হেরে গেলেন সিপিএমের উত্তর 24 পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী । সূত্রের খবর, মাত্র চার ভোটের ব্যবধানে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন । ভোটাভুটিতে অংশ নেওয়া মধ্যমগ্রামের সিপিএম নেতা সনৎ বিশ্বাস জিতে গিয়েছেন। ভোটাভুটিতে অনড় রাজারহাট-নিউটাউনের আরেক নেতা সৌমেন চক্রবর্তীকে হারের মুখ দেখতে হয়েছে ।
জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী হেরে যাওয়ায় তাঁর জায়গায় নতুন জেলা কমিটিতে ঠাঁই হয়েছে জয়ী সিপিএম নেতা সনৎ বিশ্বাসের । 74 জনের কমিটিতে এবারই তিনি প্রথম অন্তর্ভুক্ত হলেন। পরে খড়দা থেকে আরও এক জনকে অন্তর্ভুক্ত করা হবে সেখানে । এমনটাই জানা গিয়েছে সিপিএম সূত্রে ।
চলতি মাসের 7,8 ও 9- টানা তিনদিন বারাসতের রবীন্দ্রভবনে চলে সিপিএমের উত্তর 24 পরগনার 26তম জেলা সম্মেলন। সম্মেলনের প্রথম দিন থেকেই সংঘাতের পরিবেশ তৈরি হয় বলে খবর। প্রায় এক সপ্তাহ বাদে ভোটাভুটির মাধ্যমে জেলা কমিটি ঠিক করল সিপিএম উত্তর 24 পরগনা জেলা । কিন্তু, এদিনও জেলা সম্পাদক নির্বাচন করা গেল না।

সম্ভবত আগামী বুধবার আলিমুদ্দিন স্ট্রিটের একটি বৈঠকে জেলা সম্পাদক নির্বাচন করা হবে । একইভাবে জেলার বিদ্রোহী নেতাদের একজনকে নতুন জেলা কমিটিতে রাখা হয়েছে । আজ ভোটাভুটির মাধ্যমে জেলা কমিটি ঠিক করা গেলেও ‘সময়ের অভাবে’ জেলা সম্পাদক নির্বাচন করা যায়নি বলে সিপিএমের তরফে দাবি করা হচ্ছে । দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাসকে জেলার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আলিমুদ্দিনের বৈঠক থেকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর সিপিএম সূত্রে । যা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
|
দক্ষিণ সামলানো গেলেও গোল বাঁধে উত্তরে । সিপিএম রাজ্য নেতৃত্ব প্রথম থেকে চেষ্টা করলেও কোনও লাভ হয়নি । কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় ভোটাভুটি এড়ানো গেলেও উত্তর 24 পরগনায় তা সম্ভব হয়নি । সিপিএম সূত্রে জানা গিয়েছে, মোট 474 জন প্রতিনিধির মধ্যে 15 জন প্রতিনিধিকে বাদ দিয়ে বাকিরা সকলেই হাজির ছিলেন এদিনের ভোটাভুটিতে । দীর্ঘক্ষণ ধরে চলে সেই ভোট প্রক্রিয়া । সন্ধ্যার পর জানা যায়, 74 জনের জেলা কমিটি থাকলেও সেই কমিটিতে স্থান হয়নি সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর । ভোটাভুটিতে তিনি হেরে যান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে ।
এরপর আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দফতরে এই 74 জনের বৈঠকে নতুন জেলা সম্পাদক নির্বাচন হবে । কিন্তু আগামী বুধবার আবার মুজাফফর আহমেদ ভবনেই সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর বৈঠক রয়েছে । সেই বৈঠকের আগে কিংবা পরে উত্তর 24 পরগনা জেলা কমিটির নতুন সম্পাদক নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে । কিন্তু প্রশ্ন উঠছে, আদৌ ভোটাভুটির মাধ্যমে জেলা সম্পাদক নির্বাচিত করা হবে নাকি নতুন জেলা কমিটির সকলের মতামতের ভিত্তিতে নতুন জেলা সম্পাদক নির্বাচন করা হবে ?
গত রবিবার রাতে বারাসত রবীন্দ্র ভবনেই 74 জনের সরকারি প্যানেল ফেলার সঙ্গে সঙ্গেই একাধিক নাম জমা পড়তে শুরু করে । বিভিন্ন এরিয়া কমিটির পক্ষ থেকে নাম আসতে থাকে । মোট 27 জনের নাম জমা পড়ে । রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ও শ্রীদীপ ভট্টাচার্য । তাঁরাও প্রতিনিধিদের অনুরোধ করেন ভোটাভুটি এড়িয়ে সর্বসম্মত কমিটি গঠনের করতে । কিন্তু, প্রতিনিধিরা তাঁদের দাবিতে অনড় থাকেন । ফলে ভোটাভুটি ছাড়া আর কোনও উপায় ছিল না ।
এর আগে কয়েকটি জেলায় ভোটাভুটির পরিস্থিতির আগাম আঁচ করে বারবার করে বৈঠক, আলোচনা করে তা এড়িয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, মালদা,কোচবিহারে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েও পরিস্থিতি সামাল দিয়েছিলেন তাঁরা। কিন্তু উত্তর 24 পরগনায় তা আর হল না। ভোটাভুটি করতেই হল। সূত্রের দাবি, রাজ্য নেতৃত্ব চান মৃণাল চক্রবর্তীর হাতেই সম্পাদকের পদ তুলে দিতে। কিন্তু তাঁর অসুস্থতা নিয়ে সম্মেলনে সরব হন বেশ কয়েকজন প্রতিনিধি। বিকল্প হিসেবে উঠে আসছে পলাশ দাশ থেকে শুরু করে সোমনাথ ভট্টাচার্যের নাম। এমনকী তরুণ নেতা সায়নদীপ মিত্রের নাম নিয়েও সরব হয়েছেন অনেকে। তবে সমস্ত বিতর্ক এড়িয়ে সর্বসম্মত জেলা সম্পাদক নির্বাচনের চেষ্টা চালাচ্ছেন রাজ্য নেতৃত্ব। প্রাক্তন জেলা সম্পাদক গৌতম দেবের সঙ্গেও কথা বলেছেন রাজ্য নেতারা।
আরও পড়ুন |