ETV Bharat / state

বদলে যাচ্ছে হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রোর সময়, জানুন কবে থেকে? - Kolkata Metro

Green Line 2 Metro Service: মেট্রো পরিষেবার সময়সূচি বদলে যাচ্ছে ৷ হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড রুটেে বেশ কিছু বদল হতে চলেছে। আগামী সোমবার থেকে শনিবার মেট্রোর সময়সীমা একরকম। এখন থেকে রবিবার অন্য সময়ে মিলবে মেট্রো ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 6:12 PM IST

Green Line 2 Metro Service
হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রোর সময় বদল (ইটিভি ভারত)

কলকাতা, 7 সেপ্টেম্বর: বদলে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সূচি। শনিবার এমনটাই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল। আগামিকাল অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন 2-এর রুটের সময় কিছুটা রদবদল করা হয়েছে। বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন সেই পরিবর্তিত সময়সূচি ৷

আগামিকাল ছুটির দিন হলেও, সোমবার থেকে ফের অফিস যাত্রা শুরু ৷ তাই বেরনোর আগে জেনে নিন আগামী সোমবার থেকে শনিবার গ্রীন লাইন 2'তে দিনের প্রথম ও শেষ পরিষেবা কখন থাকছে?

  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায় (সময়সূচি অপরিবর্তিত) ৷
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 7টার পরিবর্তে পাওয়া যাবে তার 10 মিনিট পর ৷ অর্থাৎ 7.10 মিনিটে ৷
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.46 মিনিটে।
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.56 মিনিটে।

গ্রীন লাইন 2-তে আগামিকাল, রবিবার দিনের প্রথম ও শেষ পরিষেবা কখন থাকছে?

  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা 2.15 মিনিটে (সময়সূচি অপরিবর্তিত) ৷
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো 2.15 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে 2.30 মিনিটে।
  • হাওড়া ময়দান থেকে এসপ্লানের যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.40 মিনিটে।
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.50 মিনিটে।

কলকাতা, 7 সেপ্টেম্বর: বদলে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সূচি। শনিবার এমনটাই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল। আগামিকাল অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন 2-এর রুটের সময় কিছুটা রদবদল করা হয়েছে। বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন সেই পরিবর্তিত সময়সূচি ৷

আগামিকাল ছুটির দিন হলেও, সোমবার থেকে ফের অফিস যাত্রা শুরু ৷ তাই বেরনোর আগে জেনে নিন আগামী সোমবার থেকে শনিবার গ্রীন লাইন 2'তে দিনের প্রথম ও শেষ পরিষেবা কখন থাকছে?

  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায় (সময়সূচি অপরিবর্তিত) ৷
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 7টার পরিবর্তে পাওয়া যাবে তার 10 মিনিট পর ৷ অর্থাৎ 7.10 মিনিটে ৷
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.46 মিনিটে।
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.56 মিনিটে।

গ্রীন লাইন 2-তে আগামিকাল, রবিবার দিনের প্রথম ও শেষ পরিষেবা কখন থাকছে?

  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা 2.15 মিনিটে (সময়সূচি অপরিবর্তিত) ৷
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো 2.15 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে 2.30 মিনিটে।
  • হাওড়া ময়দান থেকে এসপ্লানের যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.40 মিনিটে।
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9.45 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 9.50 মিনিটে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.