ETV Bharat / state

চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে, শেষ দিনে ভালো ব্যবসার আশায় হকাররা - CHAITRA SALE

মল-সংস্কৃতি প্রভাব ফেলেছে ফুটপাথের দোকানের চৈত্র সেলের ব্যবসায় ৷ বিক্রেতা থেকে ক্রেতা সকলেই মানছেন সেটা ৷

Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে, শেষ দিনে ভালো ব্যবসার আশায় হকাররা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 14, 2025 at 9:24 PM IST

2 Min Read

কলকাতা, 14 এপ্রিল: দুর্গাপুজো হোক কিংবা বড়দিন বা ঈদ থেকে শুরু করে চৈত্র সেল কলকাতায় কেনাকাটির জায়গা বললেই মাথায় আসে উত্তরের হাতিবাগান থেকে দক্ষিণের গড়িয়াহাট মার্কেট । তবে এই চৈত্রের বাজারে সেই ছবি অনেকটা অন্যরকম । হকারদের ভাবিয়েছে ক্রেতাদের কম আনাগোনায় ।

তবে মলগুলিতে উপচে পড়েছে ক্রেতাদের ভিড় । হকারদের কথায়, ‘‘বেশ কিছু বছর ধরেই অনলাইনে ধাক্কা আমাদের সামলাতে হয়েছে । এবার এই বাজার এলাকাগুলোই বিভিন্ন সংস্থা মল খোলায় সেই ধাক্কায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের ।’’

চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে, শেষ দিনে ভালো ব্যবসার আশায় হকাররা (ইটিভি ভারত)

হকাররা বলছেন, ‘‘গোটা চৈত্রে যে পরিমাণ বিক্রি বাট্টা হওয়ার কথা, এবার তেমনটা হয়নি । আগে চৈত্র সেল মানেই প্রায় সিংহভাগ ক্রেতা নির্ভর করতেন আমাদের হকারদের উপর । অর্থাৎ রমরমিয়ে ব্যবসা হতো । বাজার খানিকটা খারাপ হল অনলাইনে কেনাকাটা শুরু হওয়ায় । সেই ধাক্কা সামলে কিছুটা এগোলে ও সম্প্রতি দেখা যাচ্ছে হাতিবাগান, গড়িয়াহাট-সহ যে সমস্ত জায়গায় বাজারে এলাকা সেখানে বিভিন্ন সংস্থা মল তৈরি হয়েছে । মলে যে গুণগতমানের পোশাক বা দ্রব্যসামগ্রী যে পরিমাণ ছাড়ে বিক্রি করা হচ্ছে, সেই লড়াইয়ে পেরে উঠছি না ।’’

Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)
Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)

তবে হকারদের যে বিক্রি বাট্টা একদম নেই, সেটা বলা ভুল । অনেক হকারই জানাচ্ছেন, বিক্রি হচ্ছে ৷ আশানুরূপ না হলেও ব্যবসা হচ্ছে অস্বীকার করার নেই । আজ চৈত্র সেলের শেষদিনে রাত পর্যন্ত চলবে কেনাকাটি চলবে বলেই হকারদের আশা ।

Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)
Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)

বছরের শেষ দিনে কেনাকাটি করতে আসা ক্রেতাদের দাবি, ‘‘মলে যে জিনিস যে টাকায় পাওয়া যায় ৷ সেই জিনিস হকার বা দোকানে তত কমে দিয়ে উঠতে পারে না ৷ ফলে আমরা খুব স্বাভাবিকভাবে অপশন হিসেবে বেছে নিচ্ছি শপিংমলকে । সেখানে না পেলেই হকারের কাছে যাচ্ছি ।’’

Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)
Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)

কলকাতা, 14 এপ্রিল: দুর্গাপুজো হোক কিংবা বড়দিন বা ঈদ থেকে শুরু করে চৈত্র সেল কলকাতায় কেনাকাটির জায়গা বললেই মাথায় আসে উত্তরের হাতিবাগান থেকে দক্ষিণের গড়িয়াহাট মার্কেট । তবে এই চৈত্রের বাজারে সেই ছবি অনেকটা অন্যরকম । হকারদের ভাবিয়েছে ক্রেতাদের কম আনাগোনায় ।

তবে মলগুলিতে উপচে পড়েছে ক্রেতাদের ভিড় । হকারদের কথায়, ‘‘বেশ কিছু বছর ধরেই অনলাইনে ধাক্কা আমাদের সামলাতে হয়েছে । এবার এই বাজার এলাকাগুলোই বিভিন্ন সংস্থা মল খোলায় সেই ধাক্কায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের ।’’

চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে, শেষ দিনে ভালো ব্যবসার আশায় হকাররা (ইটিভি ভারত)

হকাররা বলছেন, ‘‘গোটা চৈত্রে যে পরিমাণ বিক্রি বাট্টা হওয়ার কথা, এবার তেমনটা হয়নি । আগে চৈত্র সেল মানেই প্রায় সিংহভাগ ক্রেতা নির্ভর করতেন আমাদের হকারদের উপর । অর্থাৎ রমরমিয়ে ব্যবসা হতো । বাজার খানিকটা খারাপ হল অনলাইনে কেনাকাটা শুরু হওয়ায় । সেই ধাক্কা সামলে কিছুটা এগোলে ও সম্প্রতি দেখা যাচ্ছে হাতিবাগান, গড়িয়াহাট-সহ যে সমস্ত জায়গায় বাজারে এলাকা সেখানে বিভিন্ন সংস্থা মল তৈরি হয়েছে । মলে যে গুণগতমানের পোশাক বা দ্রব্যসামগ্রী যে পরিমাণ ছাড়ে বিক্রি করা হচ্ছে, সেই লড়াইয়ে পেরে উঠছি না ।’’

Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)
Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)

তবে হকারদের যে বিক্রি বাট্টা একদম নেই, সেটা বলা ভুল । অনেক হকারই জানাচ্ছেন, বিক্রি হচ্ছে ৷ আশানুরূপ না হলেও ব্যবসা হচ্ছে অস্বীকার করার নেই । আজ চৈত্র সেলের শেষদিনে রাত পর্যন্ত চলবে কেনাকাটি চলবে বলেই হকারদের আশা ।

Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)
Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)

বছরের শেষ দিনে কেনাকাটি করতে আসা ক্রেতাদের দাবি, ‘‘মলে যে জিনিস যে টাকায় পাওয়া যায় ৷ সেই জিনিস হকার বা দোকানে তত কমে দিয়ে উঠতে পারে না ৷ ফলে আমরা খুব স্বাভাবিকভাবে অপশন হিসেবে বেছে নিচ্ছি শপিংমলকে । সেখানে না পেলেই হকারের কাছে যাচ্ছি ।’’

Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)
Chaitra Sale
চৈত্রের বাজারে ভাটা হকারীতে, ক্রেতাদের ভিড় শপিংমলে (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.