ETV Bharat / state

হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, জনগণকে সতর্ক থাকতে পরামর্শ পুলিশের - CENTRAL FORCE ROUTE MARCH

পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী কোনওরকম গুজবে কান না-দিতে আহ্বান জানিয়েছেন ৷ পাশাপাশি আশ্বস্ত করেছেন যে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে ৷

Central force route march
হাওড়ার সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 15, 2025 at 5:15 PM IST

2 Min Read

হাওড়া, 15 এপ্রিল: বাংলার বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ৷ তারপরই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে হাওড়া পুলিশ । হাওড়া সিটি পুলিশের অধীনে শহরের কিছু সংবেদনশীল এলাকায় সিআইএসএফ, কমব্যাট ফোর্স এবং ব়্যাফ যৌথভাবে টহল দিচ্ছে যাতে কোনও ধরনের অশান্তি না-ঘটে।

এছাড়া হাওড়ার বাঁকড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেছেন, যাতে জনগণ যেন নিরাপদ এবং সজাগ থাকে ৷ পুলিশের দাবি, এই রুট মার্চ এলাকাবাসীদের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করেছে এবং নিশ্চিত করেছে যে সেখানে কোনও অশান্তি বা গুজব ছড়ানোর সুযোগ নেই ।

এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, "হাওড়া জেলার সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর । রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব এখানে প্রতিবারই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে । কিন্তু জনগণকে সজাগ ও সচেতন রাখার জন্য, যাতে কোনও গুজব বা ভুল তথ্য ছড়িয়ে কোনও অস্থিরতা সৃষ্টি না হয়, সিআইএফ, ব়্যাফ এবং অন্যান্য বাহিনী রুট মার্চ করছে ।"

Central force route march
সচেতনতা সৃষ্টি করতে টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "আমরা মানুষকে সতর্ক করছি যাতে তারা গুজবে বিভ্রান্ত না হয় । যদি কোনও ধরনের অশান্তি ঘটে, আমরা সেখানে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব । আমাদের প্রধান উদ্দেশ্য হল হাওড়া শহরের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা ।" এছাড়া তিনি উল্লেখ করেন, "এমনকি আমাদের পুলিশ বাহিনী যখনই রাজ্যের অন্য কোন জায়গায় কোনও অশান্তির খবর পায়, তখন আমরা আরও সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি । সবাইকে এই বার্তা দেওয়া হচ্ছে যে, কোনওরকম গুজব বা ভুল তথ্যের ফাঁদে যেন তারা না পড়ে ।"

শহরের নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে হাওড়া পুলিশ । পুলিশের দাবি, স্থানীয় প্রশাসন ও বাহিনীর একযোগ প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনও ত্রুটি রাখা হবে না ।

হাওড়া, 15 এপ্রিল: বাংলার বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ৷ তারপরই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে হাওড়া পুলিশ । হাওড়া সিটি পুলিশের অধীনে শহরের কিছু সংবেদনশীল এলাকায় সিআইএসএফ, কমব্যাট ফোর্স এবং ব়্যাফ যৌথভাবে টহল দিচ্ছে যাতে কোনও ধরনের অশান্তি না-ঘটে।

এছাড়া হাওড়ার বাঁকড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেছেন, যাতে জনগণ যেন নিরাপদ এবং সজাগ থাকে ৷ পুলিশের দাবি, এই রুট মার্চ এলাকাবাসীদের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করেছে এবং নিশ্চিত করেছে যে সেখানে কোনও অশান্তি বা গুজব ছড়ানোর সুযোগ নেই ।

এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, "হাওড়া জেলার সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর । রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব এখানে প্রতিবারই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে । কিন্তু জনগণকে সজাগ ও সচেতন রাখার জন্য, যাতে কোনও গুজব বা ভুল তথ্য ছড়িয়ে কোনও অস্থিরতা সৃষ্টি না হয়, সিআইএফ, ব়্যাফ এবং অন্যান্য বাহিনী রুট মার্চ করছে ।"

Central force route march
সচেতনতা সৃষ্টি করতে টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "আমরা মানুষকে সতর্ক করছি যাতে তারা গুজবে বিভ্রান্ত না হয় । যদি কোনও ধরনের অশান্তি ঘটে, আমরা সেখানে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব । আমাদের প্রধান উদ্দেশ্য হল হাওড়া শহরের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা ।" এছাড়া তিনি উল্লেখ করেন, "এমনকি আমাদের পুলিশ বাহিনী যখনই রাজ্যের অন্য কোন জায়গায় কোনও অশান্তির খবর পায়, তখন আমরা আরও সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি । সবাইকে এই বার্তা দেওয়া হচ্ছে যে, কোনওরকম গুজব বা ভুল তথ্যের ফাঁদে যেন তারা না পড়ে ।"

শহরের নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে হাওড়া পুলিশ । পুলিশের দাবি, স্থানীয় প্রশাসন ও বাহিনীর একযোগ প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনও ত্রুটি রাখা হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.