ETV Bharat / state

ঘটনার আগে মত্ত অবস্থায় সঙ্গীদের নিয়ে আরজি করে পৌঁছয় সঞ্জয়, তদন্তে তথ্য পেল সিবিআই - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় ৷ ঘটনার রাতে মত্ত অবস্থায় সঙ্গীদের নিয়ে আরজি করে আসে সে ৷ ভোরের দিকে বেরিয়েও যায় ৷ তার সঙ্গে আর কারা ছিল, সেটাই জানতে চায় সিবিআই ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 1:15 PM IST

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত (মুখ ঢাকা) (ফাইল ছবি)

কলকাতা, 16 অগস্ট: আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ ৷ তদন্তভার সিবিআই নেওয়ার পর এখন সে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর হেফাজতেই রয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর ঘটনার রাতে সঞ্জয়ের গতিবিধি সম্বন্ধে একাধিক তথ্য পেয়েছে সিবিআই ৷ তার মোবাইল ফোন পরীক্ষা করেও আরও কিছু তথ্য এসেছে সিবিআইয়ের হাতে ৷

কী সেই তথ্য? কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ আরজি করে ঢুকতে দেখা যায় সঞ্জয়কে । কিছুক্ষণ পর আবার সে বেরিয়ে আসে । এরপরেই সঞ্জয় কয়েকজনকে নিয়ে কলকাতার বাইরে খেতে যায় ও মদ্যপান করে । অভিযোগ, এরপর প্রায় ভোর 4টে নাগাদ তাকে আর জি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার হলের দিকে হাঁটতে দেখা যায় । ওই সেমিনার হল থেকেই শুক্রবার সকালে নির্যাতিতার দেহ উদ্ধার হয় ৷ সিবিআই জানতে পারে যে আবার সেখান থেকে 30 থেকে প্রায় 35 মিনিট পর সে বেরিয়ে পড়ে ।

এখান থেকেই সিবিআইয়ের সন্দেহ এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে ৷ তাহলে কি সঞ্জয়ের সঙ্গীরাই সেই রাতে জঘন্য ওই অপরাধ করেছিল চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ? এই বিষয়ে মন্তব্যে নারাজ সিবিআই ৷ তবে তাদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সঞ্জয় রায়ের মোবাইল ফোন থেকে সিবিআইয়ের সাইবার ক্রাইম সেলের গোয়েন্দারা জানতে পেরেছেন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ।

জানা গিয়েছে যে সঞ্জয় ঘটনার আগে মানে বৃহস্পতিবারের আগে থেকেই কলকাতার বাইরে ছিল । কিছু ব্যক্তির সঙ্গে দেখা করেছিল । মদ্যপান করে ফের কলকাতায় আসে সে । তবে সঞ্জয় কলকাতার বাইরে কোথায় গিয়েছিল ও কাদের সঙ্গে দেখা করেছিল, সেই বিষয় মন্তব্য করতে চায়নি সিবিআই ।

তদন্তকারীদের সূত্রে খবর, আজ শুক্রবার সিবিআই দক্ষিণ কলকাতায় সঞ্জয়ের বাড়িতে যেতে পারে ৷ পাশাপাশি তার ছুটি নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷ তিনি কি লিখিত অনুমতি নিয়ে কি ছুটি নিয়েছিলেন, সেটাও জানতে চায় সিবিআই ৷

অন্যদিকে বৃহস্পতিবারই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে আরজি করের পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে । তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা । পাশাপাশি ওইদিনই আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের এক মহিলা অধ্যাপকের বয়ানও রেকর্ড করা হয় । সিজিও কমপ্লেক্সে সূত্রের খবর, মৃত চিকিৎসকের সহকর্মীদের বয়ান রেকর্ড করছে সিবিআই । এই সবকটি বয়ান একে অন্যের সঙ্গে মিলিয়ে দেখছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

কলকাতা, 16 অগস্ট: আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ ৷ তদন্তভার সিবিআই নেওয়ার পর এখন সে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর হেফাজতেই রয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর ঘটনার রাতে সঞ্জয়ের গতিবিধি সম্বন্ধে একাধিক তথ্য পেয়েছে সিবিআই ৷ তার মোবাইল ফোন পরীক্ষা করেও আরও কিছু তথ্য এসেছে সিবিআইয়ের হাতে ৷

কী সেই তথ্য? কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ আরজি করে ঢুকতে দেখা যায় সঞ্জয়কে । কিছুক্ষণ পর আবার সে বেরিয়ে আসে । এরপরেই সঞ্জয় কয়েকজনকে নিয়ে কলকাতার বাইরে খেতে যায় ও মদ্যপান করে । অভিযোগ, এরপর প্রায় ভোর 4টে নাগাদ তাকে আর জি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার হলের দিকে হাঁটতে দেখা যায় । ওই সেমিনার হল থেকেই শুক্রবার সকালে নির্যাতিতার দেহ উদ্ধার হয় ৷ সিবিআই জানতে পারে যে আবার সেখান থেকে 30 থেকে প্রায় 35 মিনিট পর সে বেরিয়ে পড়ে ।

এখান থেকেই সিবিআইয়ের সন্দেহ এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে ৷ তাহলে কি সঞ্জয়ের সঙ্গীরাই সেই রাতে জঘন্য ওই অপরাধ করেছিল চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ? এই বিষয়ে মন্তব্যে নারাজ সিবিআই ৷ তবে তাদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সঞ্জয় রায়ের মোবাইল ফোন থেকে সিবিআইয়ের সাইবার ক্রাইম সেলের গোয়েন্দারা জানতে পেরেছেন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ।

জানা গিয়েছে যে সঞ্জয় ঘটনার আগে মানে বৃহস্পতিবারের আগে থেকেই কলকাতার বাইরে ছিল । কিছু ব্যক্তির সঙ্গে দেখা করেছিল । মদ্যপান করে ফের কলকাতায় আসে সে । তবে সঞ্জয় কলকাতার বাইরে কোথায় গিয়েছিল ও কাদের সঙ্গে দেখা করেছিল, সেই বিষয় মন্তব্য করতে চায়নি সিবিআই ।

তদন্তকারীদের সূত্রে খবর, আজ শুক্রবার সিবিআই দক্ষিণ কলকাতায় সঞ্জয়ের বাড়িতে যেতে পারে ৷ পাশাপাশি তার ছুটি নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷ তিনি কি লিখিত অনুমতি নিয়ে কি ছুটি নিয়েছিলেন, সেটাও জানতে চায় সিবিআই ৷

অন্যদিকে বৃহস্পতিবারই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে আরজি করের পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে । তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা । পাশাপাশি ওইদিনই আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের এক মহিলা অধ্যাপকের বয়ানও রেকর্ড করা হয় । সিজিও কমপ্লেক্সে সূত্রের খবর, মৃত চিকিৎসকের সহকর্মীদের বয়ান রেকর্ড করছে সিবিআই । এই সবকটি বয়ান একে অন্যের সঙ্গে মিলিয়ে দেখছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.