ETV Bharat / state

ফের পিছল সিবিআইয়ের কয়লা মামলায় চূড়ান্ত চার্জ গঠনের দিন - CBI Coal Smuggling Case

CBI Coal Smuggling Case: বেশ কয়েকমাস ধরে পিছিয়েই যাচ্ছিল কয়লাপাচার-কাণ্ডে সিবিআই-এর মামলার চার্জ গঠন প্রক্রিয়া ৷ এবার সেই দিন পিছিয়ে পুজোর ছুটির পরে হয়ে গেল ৷ আর এই চার্জ গঠনের দিন পিছনোর কারণ, আসন্ন পুজোর ছুটি বলে জানিয়েছেন অভিযুক্ত অনুপ মাজির আইনজীবী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 4:55 PM IST

CBI Coal Smuggling Case
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)

আসানসোল, 7 সেপ্টেম্বর: আবারও পিছিয়ে গেল সিবিআই-এর বেআইনি কয়লা মামলার চার্জ গঠন । এই নিয়ে তিনবার শুনানির পরেও বেআইনি কয়লা মামলায় চার্জ গঠন হল না ৷ শনিবার আসানসোল সিবিআই আদালতে চার্জ গঠন সংক্রান্ত মামলা শুনানি ছিল ৷ কিন্তু, সওয়াল জবাবের শেষে 14 নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সেদিনই চূড়ান্ত চার্জ গঠনের জন্য সিবিআইকে নির্দেশ দেন বিচারক ৷

অর্থাৎ, আরও দু’মাস পিছিয়ে গেল কয়লাপাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া ৷ উৎসবের মরশুমে আদালত ছুটি থাকার কারণেই এই দু’মাসের বিলম্ব বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, বেআইনি কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে সিবিআইয়ের তলবের পদ্ধতি নিয়েও এ দিন প্রশ্ন ওঠে আদালতে ৷

গত 21 মে কয়লাকাণ্ডে ফাইনাল চার্জ গঠন হওয়ার কথা ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে ৷ সেই দিন আদালতে অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকা উপস্থিত ছিলেন না ৷ বিচারক সেই কারণে 3 জুলাই পরবর্তী শুনানির দিন হিসেবে ধার্য করেন ৷ সেদিনও অভিযুক্তদের কয়েকজন অনুপস্থিত থাকায় ফের পিছিয়ে যায় চার্জ গঠনের দিন ৷ মাঝে 9 অগস্ট চার্জ গঠনের জন্য আরেকটি দিন ঘোষণা করেন বিচারক ৷ কিন্তু, সেদিনও আদালতে কোনও শুনানি হয়নি ৷ পিছিয়ে আজ 7 সেপ্টেম্বর নতুন দিন ধার্য করা হয়েছিল ৷ সেই মতো শনিবার শুনানি হলেও, চার্জ গঠন করা যায়নি ৷

অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, "আজকে চার্জ গঠন করা হল না ৷ সেই কারণে জজ সাহেব অভিযুক্তদের একটু সময় দিলেন ৷ যদি কেউ ডিসচার্জ পিটিশন করতে চান, তাহলে তাঁরা করতে পারেন ৷ পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 14 নভেম্বর ৷ অভিযুক্তরা ওই তারিখে কিংবা তাঁর আগে ডিসচার্জ পিটিশন জমা দিতে পারেন ৷"

অন্যদিকে, বেআইনি কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে তলব করেছে সিবিআই ৷ তাঁকে মেল পাঠিয়ে তলব করা হয়েছে বলে খবর ৷ এদিন শুনানির সময় লালাকে তলব করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ অভিযোগ করেছেন, সাধারণভাবে মেল পাঠিয়ে অনুপ মাজিকে ডাকা হয়েছে ৷ যদিও, সেই তলবে অনুপ মাজিকে সাক্ষী হিসেবে, না অভিযুক্ত হিসেবে ডাকা হয়েছে, তা স্পষ্ট নয় ৷

অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, "তদন্তের স্বার্থে সিবিআই অনুপ মাজিকে ডাকতেই পারেন ৷ কিন্তু, তাঁকে সাধারণভাবে ডাকা হয়েছে ৷ তিনি অভিযুক্ত না, সাক্ষী সেটাই পরিষ্কার নয় সিবিআইয়ের পাঠানো মেলে ৷ সেই কারণে বিচারক সিবিআইকে নির্দেশ দিয়েছেন, উদ্দেশ্য স্পষ্টভাবে জানিয়ে তাঁকে তলব করতে ৷"

আসানসোল, 7 সেপ্টেম্বর: আবারও পিছিয়ে গেল সিবিআই-এর বেআইনি কয়লা মামলার চার্জ গঠন । এই নিয়ে তিনবার শুনানির পরেও বেআইনি কয়লা মামলায় চার্জ গঠন হল না ৷ শনিবার আসানসোল সিবিআই আদালতে চার্জ গঠন সংক্রান্ত মামলা শুনানি ছিল ৷ কিন্তু, সওয়াল জবাবের শেষে 14 নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সেদিনই চূড়ান্ত চার্জ গঠনের জন্য সিবিআইকে নির্দেশ দেন বিচারক ৷

অর্থাৎ, আরও দু’মাস পিছিয়ে গেল কয়লাপাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া ৷ উৎসবের মরশুমে আদালত ছুটি থাকার কারণেই এই দু’মাসের বিলম্ব বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, বেআইনি কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে সিবিআইয়ের তলবের পদ্ধতি নিয়েও এ দিন প্রশ্ন ওঠে আদালতে ৷

গত 21 মে কয়লাকাণ্ডে ফাইনাল চার্জ গঠন হওয়ার কথা ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে ৷ সেই দিন আদালতে অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকা উপস্থিত ছিলেন না ৷ বিচারক সেই কারণে 3 জুলাই পরবর্তী শুনানির দিন হিসেবে ধার্য করেন ৷ সেদিনও অভিযুক্তদের কয়েকজন অনুপস্থিত থাকায় ফের পিছিয়ে যায় চার্জ গঠনের দিন ৷ মাঝে 9 অগস্ট চার্জ গঠনের জন্য আরেকটি দিন ঘোষণা করেন বিচারক ৷ কিন্তু, সেদিনও আদালতে কোনও শুনানি হয়নি ৷ পিছিয়ে আজ 7 সেপ্টেম্বর নতুন দিন ধার্য করা হয়েছিল ৷ সেই মতো শনিবার শুনানি হলেও, চার্জ গঠন করা যায়নি ৷

অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, "আজকে চার্জ গঠন করা হল না ৷ সেই কারণে জজ সাহেব অভিযুক্তদের একটু সময় দিলেন ৷ যদি কেউ ডিসচার্জ পিটিশন করতে চান, তাহলে তাঁরা করতে পারেন ৷ পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 14 নভেম্বর ৷ অভিযুক্তরা ওই তারিখে কিংবা তাঁর আগে ডিসচার্জ পিটিশন জমা দিতে পারেন ৷"

অন্যদিকে, বেআইনি কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে তলব করেছে সিবিআই ৷ তাঁকে মেল পাঠিয়ে তলব করা হয়েছে বলে খবর ৷ এদিন শুনানির সময় লালাকে তলব করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ অভিযোগ করেছেন, সাধারণভাবে মেল পাঠিয়ে অনুপ মাজিকে ডাকা হয়েছে ৷ যদিও, সেই তলবে অনুপ মাজিকে সাক্ষী হিসেবে, না অভিযুক্ত হিসেবে ডাকা হয়েছে, তা স্পষ্ট নয় ৷

অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, "তদন্তের স্বার্থে সিবিআই অনুপ মাজিকে ডাকতেই পারেন ৷ কিন্তু, তাঁকে সাধারণভাবে ডাকা হয়েছে ৷ তিনি অভিযুক্ত না, সাক্ষী সেটাই পরিষ্কার নয় সিবিআইয়ের পাঠানো মেলে ৷ সেই কারণে বিচারক সিবিআইকে নির্দেশ দিয়েছেন, উদ্দেশ্য স্পষ্টভাবে জানিয়ে তাঁকে তলব করতে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.