কলকাতা, 14 অগস্ট: আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় সিট গঠন করল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ তদন্তকারী দলে আপাতত তিনজন আধিকারিক রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন মহিলা আধিকারিক রয়েছেন ৷ সিবিআই সূত্রের খবর পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে সিটের সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক ৷
মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় এ দিন দুপুরে আরজি কর হাসপাতালে আসেন সিবিআই আধিকারিকরা ৷ হাসপাতালের সেমিনার হল, বিশেষত যেখান থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়, সেখানে সিবিআই গোয়েন্দারা প্রায় আড়াই ঘণ্টা ভিডিওগ্রাফি করেন ৷ সেমিনার হল-সহ হাসপাতালের একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজ নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই ৷ প্রায় একমাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ পাশাপাশি, একাধিক তথ্য জোগাড় করার চেষ্টা করেন তদন্তকারীরা ৷
তাছাড়া হাসপাতালের একেবারে নিচুতলার একাধিক কর্মীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷ এরপরেই তাঁরা পৌঁছে যান, আর জিকর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ৷ সেখানে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তদন্তকারীরা ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তদন্ত যাওয়া আধিকারিকদের দলে সিবিআই-এর সাইন্টিফিক উইংস ও সাইবার ক্রাইমের গোয়েন্দারাও ছিলেন ৷ মূলত, ধর্ষণ ও খুনের সময় সেমিনার হলে আদতে কতজন ছিলেন ? তা নিয়ে নিশ্চিত তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা ৷ সিবিআই সূত্রের খবর, আগামিকাল (বৃহস্পতিবার) তিন সদস্যের সিট আরজি কর মেডিক্যালের বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ৷ আগামিকাল তাঁরা সিজিও কমপ্লেক্সে, সিটের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন ৷ ওই বৈঠকের পর তাঁরা দিল্লির আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ৷ কী পদক্ষেপ নেওয়া হতে পারে ? তা সিবিআই আগামিকাল ঠিক করবে ৷