কলকাতা, 18 ফেব্রুয়ারি: কালীঘাটের কাকুর পর এবার কুন্তল ঘোষ । প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আজ কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই । প্রায় 40 মনিট ধরে তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তবে নমুনা জমা দেওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেন কুন্তল ঘোষ ৷ দুর্নীতি মামলায় দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষকেও ডাকা উচিত বলে দাবি তাঁর ৷
আজ কলকাতার বিচার ভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে তদন্তকারী অফিসারের উপস্থিতিতে গলার স্বরের নমুনা দেন কুন্তল ঘোষ । পরে আদালত থেকে বেরনোর সময় কুন্তল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুর প্রসঙ্গ টেনে এনে বলেন, "আমি (দিব্যেন্দু) বিরোধী দলনেতার ভাই বলে আমাকে কিছু করা হবে না ? দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষকেও ডাকা উচিত । নিরপেক্ষ তদন্ত হোক । তাঁদের ভূমিকা সিবিআই বলতে পারবে ।"
2023 সালের 20 জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পরে তাঁকে শোন অ্যারেস্ট করে সিবিআই । তাঁকে জেরা করে একাধিক তথ্য প্রমাণ পান সিবিআইয়ের গোয়েন্দারা । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি ওয়েবসাইটের মতো হুবহু নকল একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে একাধিক ফেল করা অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম তুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল । তদন্তে নেমে ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই একাধিক ফোন কলের রেকর্ড পান ।
তদন্তকারীদের অনুমান, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এবং কুন্তল ঘোষ দু'জনেই একাধিক চাকরি পরীক্ষার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পরস্পর কথা বলেছিলেন । ফলে তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।
সেই কারণেই দু'দিন আগে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় ৷ গত মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নগর দায়রা আদালতে নিয়ে আসা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে ৷ সেখানেই ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় ৷ আর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই ।