ETV Bharat / state

আদালতের নির্দেশ সত্ত্বেও প্রাক্তন সেনাকর্মীদের ধর্নায় শুভেন্দু, সতর্ক করল হাইকোর্ট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে মেয়ো রোডে ধর্নায় বসেছেন প্রাক্তন সেনাকর্মীরা ৷ সেখানে শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে বিজেপি নেতাকে সতর্ক করল আদালত ৷

Calcutta High Court
শুভেন্দুকে সতর্ক করল হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 12, 2025 at 3:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 সেপ্টেম্বর: আদালতের নির্দেশ সত্ত্বেও মেয়ো রোডে সেনাবাহিনীর ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট ৷

শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, "নির্দেশে পরিষ্কার বলা ছিল প্রাক্তন সেনাকর্মীদের এই ধর্না কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির কোনও নেতা-নেত্রী হাজির থাকতে পারবেন না । তা সত্ত্বেও কারও যদি এই নির্দেশ বুঝতে অসুবিধা হয় এবং পরবর্তী কালে ফের যদি কেউ আদালতের নির্দেশ লঙ্ঘন করেন, তাহলে আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে ৷"

মামলার প্রেক্ষাপট

গত 1 সেপ্টেম্বর ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে ধর্না মঞ্চ তৈরি করছিল তৃণমূল ৷ বাংলা ভাষার অপমান এবং বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ছিল এই মঞ্চ থেকে । কিন্তু সেদিন দুপুরে হঠাৎ সেনাবাহিনী ওই মঞ্চ খুলে দেয় । খবর পেয়ে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি অভিযোগ করেন, বিজেপি সেনাবাহিনীকের ক্ষমতার অপব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছে ৷

সেনাবাহিনীর তরফে পাল্টা দাবি করা হয়, মঞ্চ খোলার অনুমতির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল ৷ কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণেই মঞ্চ খুলে ফেলা হয়েছে ৷ খোলার আগে বিষয়টি বারবার আয়োজক সংস্থাকে জানানো হয়েছে ৷

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ সেনাবাহিনীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে গান্ধি মূর্তির পাদদেশে প্রাক্তন সেনাকর্মী আধিকারিকরা ধর্নায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ আদালত 11 সেপ্টেম্বর ধর্নায় অনুমতি দিয়েছিল ৷

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে জানিয়েছিলেন, 200-250 জনকে নিয়ে ধর্না করা যাবে ৷ বিজেপির কোনও নেতা-নেত্রী ওই জায়গায় জমায়েত কর‍তে পারবেন না ৷ মামলাকারীকে তাঁদের কয়েকজন ভলান্টিয়ারের নাম পুলিশকে আগে থেকে জানাতে হবে ৷

আদালতে সওয়াল-জবাব

এদিন সকালে রাজ্য পুলিশের পক্ষের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, মেয়ো রোডে সেনাবাহিনীর আধিকারিকদের ধর্না কর্মসূচিতে আদালতের নির্দেশ মানা হয়নি ৷ আদালত অবমাননার জন্য পদক্ষেপ করা উচিত হাইকোর্টের ৷ তিনি ওই মঞ্চের ছবি আদালতের কাছে দেখান ৷

সেনার পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, বিরোধী দলনেতা মঞ্চে ওঠেননি ৷ তিনি ফুটপাতে অল্প সময়ের জন্য ওই স্থানে হাজির ছিলেন ৷ পাশাপাশি তিনি আরও জানান, এই মামলার আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছে ৷ ফলে এখন এখানে আদালত অবমাননার অভিযোগ করা যায় না ৷

এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আপাতত সতর্ক করা হচ্ছে সবাইকে ৷ তবে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে কড়া পদক্ষেপ করবে আদালত ৷ বিচারপতি পর্যবেক্ষণে আরও জানিয়েছেন, "সভায় কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি গ্রাহ্য করে না কলকাতা হাইকোর্ট ৷ সেনা জওয়ানদের প্রতি আদালতের ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে ৷ কিন্তু তাঁদের কোনও বিষয়ে কোনও রাজনৈতিক দলের উপস্থিতি আদালত গ্রহণ করে না ৷"