ETV Bharat / state

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বিজেপির বিজ্ঞাপনে 'না' হাইকোর্টের - Calcutta High Court

BJP Election Advertisements: আগামী 4 জুন পর্যন্ত বিজেপি এমন কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না যাতে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়। পাশাপাশি সংবাদমাধ্যমগুলিকে বিজ্ঞাপন নেওয়ার আগেও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার 1996 সালের গাইডলাইন মানতে হবে ৷ তৃণমূলের করা মামলায় এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 3:04 PM IST

Updated : May 20, 2024, 3:19 PM IST

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

কলকাতা, 20 মে: দেশে লোকসভা নির্বাচন চলছে ৷ সোমবার পঞ্চম দফায় ভোটগ্রহণ ৷ জারি রয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি ৷ বিজেপির বিরুদ্ধে সেই বিধি ভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল ৷ লোকসভা নির্বাচনের মধ্য়ে তাই বিজেপিকে বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশের থেকে বিরত রাখতে নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট0। আদালত নির্দেশ দিয়েছে, আগামী 4 জুন পর্যন্ত বিজেপি এমন কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না যাতে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়। আবার সংবাদমাধ্যমগুলিকেও বিজ্ঞাপন নেওয়ার আগে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার 1996 সালের গাইডলাইন মানার নির্দেশও দিয়েছে হাইকোর্ট ।

মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে গত 4 মে থেকে দফায় দফায় বিজেপি বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে ৷ এমন দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল । সেই মামলায় শুনানি ছিল সোমবার ৷ তবে এই মামলায় বিজেপিকে যুক্ত করা হয়নি ।

এই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের পর্যবেক্ষণ, শুধু আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়, ওই সব বিজ্ঞাপন, মামলাকারীর সংবিধানের 19 ও 21 ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে । আর এই ক্ষেত্রে হাইকোর্ট কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে । একের পর এক অভিযোগ পাওয়ার পরেও কেন 18 মে কমিশন বিজেপিকে শোকজ নোটিশ পাঠালো এবং 21 মে কেন তার জবাবদিহির তারিখ দিল, এই নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আবার অভিযুক্তের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে শুধু সেন্সর করার ক্ষমতা কমিশনের আছে, এই শুনেও কমিশনকে কটাক্ষ করেন বিচারপতি ভট্টাচার্য ।

আরও পড়ুন:

  1. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের
  2. সুকান্তকে শো-কজেও না-খুশ তৃণমূল, নির্বাচন কমিশনকে ‘বিজেপির শাখা সংগঠন’ বলে কটাক্ষ
  3. 'মডেল কোড অফ কনডাক্ট মোদি কোড অফ কনডাক্টে পরিণত হয়েছে', অভিযোগ মমতার

কলকাতা, 20 মে: দেশে লোকসভা নির্বাচন চলছে ৷ সোমবার পঞ্চম দফায় ভোটগ্রহণ ৷ জারি রয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি ৷ বিজেপির বিরুদ্ধে সেই বিধি ভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল ৷ লোকসভা নির্বাচনের মধ্য়ে তাই বিজেপিকে বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশের থেকে বিরত রাখতে নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট0। আদালত নির্দেশ দিয়েছে, আগামী 4 জুন পর্যন্ত বিজেপি এমন কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না যাতে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়। আবার সংবাদমাধ্যমগুলিকেও বিজ্ঞাপন নেওয়ার আগে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার 1996 সালের গাইডলাইন মানার নির্দেশও দিয়েছে হাইকোর্ট ।

মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে গত 4 মে থেকে দফায় দফায় বিজেপি বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে ৷ এমন দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল । সেই মামলায় শুনানি ছিল সোমবার ৷ তবে এই মামলায় বিজেপিকে যুক্ত করা হয়নি ।

এই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের পর্যবেক্ষণ, শুধু আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়, ওই সব বিজ্ঞাপন, মামলাকারীর সংবিধানের 19 ও 21 ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে । আর এই ক্ষেত্রে হাইকোর্ট কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে । একের পর এক অভিযোগ পাওয়ার পরেও কেন 18 মে কমিশন বিজেপিকে শোকজ নোটিশ পাঠালো এবং 21 মে কেন তার জবাবদিহির তারিখ দিল, এই নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আবার অভিযুক্তের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে শুধু সেন্সর করার ক্ষমতা কমিশনের আছে, এই শুনেও কমিশনকে কটাক্ষ করেন বিচারপতি ভট্টাচার্য ।

আরও পড়ুন:

  1. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের
  2. সুকান্তকে শো-কজেও না-খুশ তৃণমূল, নির্বাচন কমিশনকে ‘বিজেপির শাখা সংগঠন’ বলে কটাক্ষ
  3. 'মডেল কোড অফ কনডাক্ট মোদি কোড অফ কনডাক্টে পরিণত হয়েছে', অভিযোগ মমতার
Last Updated : May 20, 2024, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.