ETV Bharat / state

শর্ত বেঁধে দিল হাইকোর্ট, হনুমান জয়ন্তীর শোভাযাত্রার অনুমতি বিরোধী দলনেতাকে - HANUMAN JAYANTI 2025

মিলল কলকাতা হাইকোর্টের অনুমতি ৷ হনুমান জয়ন্তীতে শোভাযাত্রা করতে পারবেন শুভেন্দু অধিকারী ৷ তবে মানতে হবে একাধিক শর্ত ৷

Calcutta High Court on Suvendu Adhikari Hanuman Jayanti Procession
কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 10, 2025 at 8:02 PM IST

2 Min Read

কলকাতা, 10 এপ্রিল: হনুমান জয়ন্তী উপলক্ষে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শোভাযাত্রা করতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । একাধিক শর্ত মেনে 12 এপ্রিল এই শোভাযাত্রায় অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

শর্তগুলি হল :

  • মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না ।
  • শব্দদূষণ যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে ৷ 4-5টি বেশি মাইক ব্যবহার করা যাবে না ৷
  • মিছিল থেকে কোনওরকম অপ্রীতিকর মন্তব্য করা যাবে না ।
  • মিছিলে 200-250 জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না ।
  • বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে শোভাযাত্রা সম্পন্ন করতে হবে ।
  • মিছিলের রুট - কলেজ স্ট্রিট বাটা থেকে হরি ঘোষ স্ট্রিট এবং আমহার্স্ট স্ট্রিট থানা হনুমান মন্দির পর্যন্ত ।

অন্য আর একটি মামলায় আগামী 11 ও 12 এপ্রিল গড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত । গড়িয়ার সত্যেন্দ্র পল্লি শিবমন্দিরের তরফে এই বিষয়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল । কিন্তু আবেদনে সাড়া দেয়নি পুলিশ । তারপর বিষয়টি হাইকোর্টে আসে ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর নির্দেশে জানিয়েছেন, পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে ৷ পুলিশ তাতে অনুমতি দেবে । আর 12 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠান রাত দশটার মধ্যে শেষ করতে হবে । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ঠিক করে দেওয়া শব্দবিধি মেনে এই অনুষ্ঠান করা যাবে ।

এদিকে, কলকাতার রেড রোডেও হনুমান জয়ন্তী পালনের অনুমতি চেয়েছিল হিন্দু সেবাদল । তবে সেই মামলাটির শুনানি এদিন হয়নি । আগামিকাল শুক্রবার সকালেই বিচারপতি মামলাটি শুনবেন বলে জানিয়েছেন । অন্যদিকে, হাওড়ায় রামনবমীর মিছিলে হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের বিরুদ্ধে এফআইআর করেছিল পুলিশ । আদালতে সেই এফআইআরের পালটা চ্যালেঞ্জ করেছে বিশ্ব হিন্দু পরিষদ । তাদের দাবি 500 নয়, তাদের মিছিলে 303 জন ছিল ৷ এই ব্যক্তিদের আধার কার্ডের ছবি-সহ তালিকা আদালতের হাতে তুলে দিয়েছে সংগঠন ।

তাদের বক্তব্য, রাস্তায় মিছিল দেখতে অনেকে দাঁড়িয়ে পড়েছিল । তাদেরকেও পুলিশ সংগঠনের লোক হিসেবে দেখানোর চেষ্টা করছে । কীসের ভিত্তিতে এবং কোন অপরাধে পুলিশ ফৌজদারি মামলা করল তার কার্যত কৈফিয়ত তলব করে সংগঠন । পুলিশ ক্রিমিনাল কেস করার ক্ষেত্রে কী কী তথ্য প্রমাণ পেয়েছে তার তালিকা নিয়ে 25 এপ্রিল হাজির হওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি । এর আগে হাওড়াতেই অঞ্জনি পুত্র সেনার বিরুদ্ধেও একই কারণে এফআইআর করেছিল পুলিশ ।

কলকাতা, 10 এপ্রিল: হনুমান জয়ন্তী উপলক্ষে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শোভাযাত্রা করতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । একাধিক শর্ত মেনে 12 এপ্রিল এই শোভাযাত্রায় অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

শর্তগুলি হল :

  • মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না ।
  • শব্দদূষণ যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে ৷ 4-5টি বেশি মাইক ব্যবহার করা যাবে না ৷
  • মিছিল থেকে কোনওরকম অপ্রীতিকর মন্তব্য করা যাবে না ।
  • মিছিলে 200-250 জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না ।
  • বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে শোভাযাত্রা সম্পন্ন করতে হবে ।
  • মিছিলের রুট - কলেজ স্ট্রিট বাটা থেকে হরি ঘোষ স্ট্রিট এবং আমহার্স্ট স্ট্রিট থানা হনুমান মন্দির পর্যন্ত ।

অন্য আর একটি মামলায় আগামী 11 ও 12 এপ্রিল গড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত । গড়িয়ার সত্যেন্দ্র পল্লি শিবমন্দিরের তরফে এই বিষয়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল । কিন্তু আবেদনে সাড়া দেয়নি পুলিশ । তারপর বিষয়টি হাইকোর্টে আসে ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর নির্দেশে জানিয়েছেন, পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে ৷ পুলিশ তাতে অনুমতি দেবে । আর 12 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠান রাত দশটার মধ্যে শেষ করতে হবে । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ঠিক করে দেওয়া শব্দবিধি মেনে এই অনুষ্ঠান করা যাবে ।

এদিকে, কলকাতার রেড রোডেও হনুমান জয়ন্তী পালনের অনুমতি চেয়েছিল হিন্দু সেবাদল । তবে সেই মামলাটির শুনানি এদিন হয়নি । আগামিকাল শুক্রবার সকালেই বিচারপতি মামলাটি শুনবেন বলে জানিয়েছেন । অন্যদিকে, হাওড়ায় রামনবমীর মিছিলে হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের বিরুদ্ধে এফআইআর করেছিল পুলিশ । আদালতে সেই এফআইআরের পালটা চ্যালেঞ্জ করেছে বিশ্ব হিন্দু পরিষদ । তাদের দাবি 500 নয়, তাদের মিছিলে 303 জন ছিল ৷ এই ব্যক্তিদের আধার কার্ডের ছবি-সহ তালিকা আদালতের হাতে তুলে দিয়েছে সংগঠন ।

তাদের বক্তব্য, রাস্তায় মিছিল দেখতে অনেকে দাঁড়িয়ে পড়েছিল । তাদেরকেও পুলিশ সংগঠনের লোক হিসেবে দেখানোর চেষ্টা করছে । কীসের ভিত্তিতে এবং কোন অপরাধে পুলিশ ফৌজদারি মামলা করল তার কার্যত কৈফিয়ত তলব করে সংগঠন । পুলিশ ক্রিমিনাল কেস করার ক্ষেত্রে কী কী তথ্য প্রমাণ পেয়েছে তার তালিকা নিয়ে 25 এপ্রিল হাজির হওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি । এর আগে হাওড়াতেই অঞ্জনি পুত্র সেনার বিরুদ্ধেও একই কারণে এফআইআর করেছিল পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.