ETV Bharat / state

সৌমিত্র খাঁ'র বিরুদ্ধে এফআইআর খারিজের নির্দেশ কলকাতা হাইকোর্টের - Relief for Soumitra Khan in Cal HC

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 2:01 PM IST

Relief for Soumitra Khan in Calcutta HC: পুলিশের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে ৷ আজ সেই অভিযোগটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 26 জুলাই: হাইকোর্টে স্বস্তি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ৷ সোনামুখী থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে ৷ গতমাসে বিধাননগর এমপি এমএলএ কোর্ট বিষ্ণপুরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন সাংসদ ৷

জানা গিয়েছে, 2023 সালে মার্চ মাসে, সোনামুখী থানার সামনে একটি বিক্ষোভের পরে, এফআইআর দায়ের হয় সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে ৷ পুলিশকে উদ্দেশ্য করে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগে বাঁকুড়ার সোনামুখি থানায় দায়ের হয় এফআইআর ৷ তাঁর বিরুদ্ধে অশান্তি, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলাও রয়েছে ৷ সব মিলিয়ে এমপি এমএলএ আদালত চারবার বিষ্ণপুরের সাংসদকে হাজিরার নির্দেশ দেয় ৷ কিন্তু, প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে যান ৷

সৌমিত্র খাঁ কেন আদালতে হাজিরা দিচ্ছেন না ? সে ব্যাপারে তাঁর আইনজীবীর কাছে জানতে চায় আদালত ৷ সৌমিত্রর আইনজীবী জানান, ভোট পরবর্তী হিংসা সামাল দিতে ব্যস্ত রয়েছেন তিনি ৷ সেই কারণে তিনি আদালতে হাজিরা দিতে পারছেন না ৷ আদালতের তরফে জানানো হয়, এর আগে চারবার তাঁকে তলব করা হয়েছিল ৷ কিন্তু, সাংসদ সেক্ষেত্রেও কর্ণপাত করেননি ৷

9 জুলাই শেষবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ সেদিনও আদালতে উপস্থিত না থাকায় বিচারক বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ৷ সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেন সাংসদ ৷ আজ সেই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর খারিজ করার নির্দেশ দিয়েছেন ৷

কলকাতা, 26 জুলাই: হাইকোর্টে স্বস্তি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ৷ সোনামুখী থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে ৷ গতমাসে বিধাননগর এমপি এমএলএ কোর্ট বিষ্ণপুরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন সাংসদ ৷

জানা গিয়েছে, 2023 সালে মার্চ মাসে, সোনামুখী থানার সামনে একটি বিক্ষোভের পরে, এফআইআর দায়ের হয় সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে ৷ পুলিশকে উদ্দেশ্য করে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগে বাঁকুড়ার সোনামুখি থানায় দায়ের হয় এফআইআর ৷ তাঁর বিরুদ্ধে অশান্তি, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলাও রয়েছে ৷ সব মিলিয়ে এমপি এমএলএ আদালত চারবার বিষ্ণপুরের সাংসদকে হাজিরার নির্দেশ দেয় ৷ কিন্তু, প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে যান ৷

সৌমিত্র খাঁ কেন আদালতে হাজিরা দিচ্ছেন না ? সে ব্যাপারে তাঁর আইনজীবীর কাছে জানতে চায় আদালত ৷ সৌমিত্রর আইনজীবী জানান, ভোট পরবর্তী হিংসা সামাল দিতে ব্যস্ত রয়েছেন তিনি ৷ সেই কারণে তিনি আদালতে হাজিরা দিতে পারছেন না ৷ আদালতের তরফে জানানো হয়, এর আগে চারবার তাঁকে তলব করা হয়েছিল ৷ কিন্তু, সাংসদ সেক্ষেত্রেও কর্ণপাত করেননি ৷

9 জুলাই শেষবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ সেদিনও আদালতে উপস্থিত না থাকায় বিচারক বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ৷ সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেন সাংসদ ৷ আজ সেই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর খারিজ করার নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.