ETV Bharat / state

14 বছর ধরে নিয়োগে টালবাহানা, মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লাখ জরিমানা হাইকোর্টের - Madrasa Service Commission

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 4:53 PM IST

Madrasa Service Commission: 14 বছর ধরে তিন হাজার শূন্যপদে নিয়োগে টালবাহানার অভিযোগে মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের ৷

ETV BHARAT
মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লাখ জরিমানা হাইকোর্টের (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 জুন: নিয়োগে টালবাহানা করায় মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লাখ টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে মাদ্রাসার তিন হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে ।

2010 সালে মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষা হলেও 14 বছর ধরে প্যানেল প্রকাশ না-করার অভিযোগ রয়েছে । শূন্যপদ রয়েছে প্রায় তিন হাজার । এর আগে, একাধিকবার সময় নির্দিষ্ট করে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে আদালত । কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে কমিশন জানায়, তারা আবারও পরীক্ষা নিতে চায় । কিন্তু কমিশনের সেই আবেদনে সাড়া দেয়নি আদালত । এদিন বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়ে
কমিশন ।

2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ করা হয়নি । এদিন বিচারপতি হরীশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম জানান, সরকার উদাসীন, চাকরি দিতে চায় না । সেই জন্য এত বছর ধরে চুপ থেকেছে । প্রায় তিন হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও তারা নিয়োগ করেনি । এর পালটা কমিশনের তরফে ফের সময় চাওয়া হয়, কারণ তারা পরীক্ষা নিতে চায় বলে জানান শামিম ৷ কিন্তু আদালত তা মঞ্জুর করেনি ।

মামলাকারী জানান, 2019 সালে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ ওই শূন্যপদে 14 দিনের মধ্যে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল । কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন । পরের বছর একক বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ । কিন্তু তার পরেও নিয়োগ হয়নি । সেই সময় কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে ছ’মাস সময় চেয়েছিল কমিশন । সেই ছ’মাস পেরিয়ে গেলে কোভিডের কারণ দেখিয়েই আরও ছ’মাস সময় নেওয়া হয় । এ ভাবে বেশ কয়েক বার সময় নিয়েও তিন হাজার গ্ৰুপ-ডি পদে নিয়োগ করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন ।

এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, একাধিক বার আদালতের নির্দেশ কার্যকর না করা এবং বারবার সময় নিয়েও নির্দেশ পালন করতে না-পারার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে । একইসঙ্গে, তিন মাসের মধ্যে ওই তিন হাজার শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে হবে ।

কলকাতা, 13 জুন: নিয়োগে টালবাহানা করায় মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লাখ টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে মাদ্রাসার তিন হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে ।

2010 সালে মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষা হলেও 14 বছর ধরে প্যানেল প্রকাশ না-করার অভিযোগ রয়েছে । শূন্যপদ রয়েছে প্রায় তিন হাজার । এর আগে, একাধিকবার সময় নির্দিষ্ট করে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে আদালত । কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে কমিশন জানায়, তারা আবারও পরীক্ষা নিতে চায় । কিন্তু কমিশনের সেই আবেদনে সাড়া দেয়নি আদালত । এদিন বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়ে
কমিশন ।

2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ করা হয়নি । এদিন বিচারপতি হরীশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম জানান, সরকার উদাসীন, চাকরি দিতে চায় না । সেই জন্য এত বছর ধরে চুপ থেকেছে । প্রায় তিন হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও তারা নিয়োগ করেনি । এর পালটা কমিশনের তরফে ফের সময় চাওয়া হয়, কারণ তারা পরীক্ষা নিতে চায় বলে জানান শামিম ৷ কিন্তু আদালত তা মঞ্জুর করেনি ।

মামলাকারী জানান, 2019 সালে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ ওই শূন্যপদে 14 দিনের মধ্যে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল । কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন । পরের বছর একক বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ । কিন্তু তার পরেও নিয়োগ হয়নি । সেই সময় কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে ছ’মাস সময় চেয়েছিল কমিশন । সেই ছ’মাস পেরিয়ে গেলে কোভিডের কারণ দেখিয়েই আরও ছ’মাস সময় নেওয়া হয় । এ ভাবে বেশ কয়েক বার সময় নিয়েও তিন হাজার গ্ৰুপ-ডি পদে নিয়োগ করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন ।

এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, একাধিক বার আদালতের নির্দেশ কার্যকর না করা এবং বারবার সময় নিয়েও নির্দেশ পালন করতে না-পারার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে । একইসঙ্গে, তিন মাসের মধ্যে ওই তিন হাজার শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.