ETV Bharat / state

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের - DIGHA JAGANNATH TEMPLE CASE

দিঘার জগন্নাথ মন্দিরে সিভিক ভলান্টিয়ার নিয়োগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয় ৷ তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2025 at 3:27 PM IST

2 Min Read

কলকাতা, 15 মে: দিঘার জগন্নাথ ধামে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । তাই জগন্নাথ ধাম নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় বৃহস্পতিবার । দ্রুত শুনানির সেই আবেদনে এদিন কর্ণপাত করল না ডিভিশন বেঞ্চ ।

মূলত, দিঘায় জগন্নাথ মন্দিরে সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী কৌস্তভ বাগচি । কোনোরকম প্রশিক্ষণ ছাড়া সংবেদনশীল ধর্মীয় স্থানে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, পাশাপাশি যেভাবে জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে শুধুমাত্র দিঘার আশপাশের প্রার্থীরাই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, তা ভারতীয় সংবিধানের 14, 19 ও 21 নম্বর ধারা বিরোধী বলে দাবি ওই আইনজীবীর । একইসঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরে অনুদান দিলে কর ছাড় দেওয়ার কথা রাজ্য যেভাবে জানিয়েছে, তা আইন বিরোধী বলেও দাবি কৌস্তভ বাগচির ।

এদিন মামলাকারীর তরফে আইনজীবী অনীশ মুখোপাধ্যায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান । কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলা দ্রুত শুনানির কোনও প্রয়োজন আছে বলে তাঁদের মনে হচ্ছে না । মামলা তালিকাভুক্ত হয়ে এলেই শোনা হবে ।

উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দির তৈরির ঘোষণার পর থেকেই কার্যত বিতর্ক শুরু হয়েছে । রাজ্যের টাকায় মন্দির করা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । যদিও সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । এরপর গত 8 মে দিঘার জগন্নাথ মন্দিরের ভক্তদের ভিড় সামাল দিতে 100 জন স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । তাই নিয়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি ।

কলকাতা, 15 মে: দিঘার জগন্নাথ ধামে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । তাই জগন্নাথ ধাম নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় বৃহস্পতিবার । দ্রুত শুনানির সেই আবেদনে এদিন কর্ণপাত করল না ডিভিশন বেঞ্চ ।

মূলত, দিঘায় জগন্নাথ মন্দিরে সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী কৌস্তভ বাগচি । কোনোরকম প্রশিক্ষণ ছাড়া সংবেদনশীল ধর্মীয় স্থানে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, পাশাপাশি যেভাবে জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে শুধুমাত্র দিঘার আশপাশের প্রার্থীরাই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে, তা ভারতীয় সংবিধানের 14, 19 ও 21 নম্বর ধারা বিরোধী বলে দাবি ওই আইনজীবীর । একইসঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরে অনুদান দিলে কর ছাড় দেওয়ার কথা রাজ্য যেভাবে জানিয়েছে, তা আইন বিরোধী বলেও দাবি কৌস্তভ বাগচির ।

এদিন মামলাকারীর তরফে আইনজীবী অনীশ মুখোপাধ্যায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান । কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলা দ্রুত শুনানির কোনও প্রয়োজন আছে বলে তাঁদের মনে হচ্ছে না । মামলা তালিকাভুক্ত হয়ে এলেই শোনা হবে ।

উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দির তৈরির ঘোষণার পর থেকেই কার্যত বিতর্ক শুরু হয়েছে । রাজ্যের টাকায় মন্দির করা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । যদিও সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । এরপর গত 8 মে দিঘার জগন্নাথ মন্দিরের ভক্তদের ভিড় সামাল দিতে 100 জন স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । তাই নিয়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.